স্বতন্ত্র কাউন্সিলের দাবি
ভোরের আকাশ প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫ ০৭:০৯ পিএম
সংগৃহীত ছবি
স্বতন্ত্র ইউনানি-আয়ুর্বেদিক কাউন্সিল গঠনের দাবিতে টানা তৃতীয় দিনের মতো আন্দোলন চালিয়ে করেছেন সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
বুধবার (৯ জুলাই) সকাল ১১টা থেকে রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের সেবা ভবন ঘেরাও করে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। সকাল ১০টা থেকেই অধিদপ্তর প্রাঙ্গণে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা।আন্দোলনে নতুন ব্যাচের শিক্ষার্থীরাও যুক্ত হয়েছেন বলে জানা গেছে।
শিক্ষার্থী মো. শহীদুজ্জামান সুমন বলেন, তিন দিনেও সরকারের পক্ষ থেকে কেউ এসে কথা বলেননি। এটি কেবল রেজিস্ট্রেশনের নয়, বরং সম্মান ও ভবিষ্যতের প্রশ্ন। আনিকা তাবাসসুম বলেন, ক্লাস, পরীক্ষা ও ভবিষ্যতের ঝুঁকি নিয়েও তারা রাজপথে রয়েছেন, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়-বরং তাদের পেশাগত অস্তিত্ব রক্ষার আন্দোলন।
আন্দোলনের পটভূমিতে রয়েছে গত ৩০ জুন স্বাস্থ্য শিক্ষা বিভাগের চিকিৎসা শিক্ষা-২ শাখা থেকে পাঠানো একটি অফিস আদেশ, যা শিক্ষার্থীদের মতে, একতরফা, পক্ষপাতদুষ্ট এবং নীতিবিরোধী। এতে ইউনানি-আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতির রেজিস্ট্রেশন, উচ্চশিক্ষা ও চাকরির সুযোগ হুমকির মুখে পড়বে বলে দাবি করা হচ্ছে।
গত ৭ জুলাই থেকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ঘেরাওয়ের মাধ্যমে শুরু হয় আন্দোলন। ৮ জুলাই প্রধান ফটক অবরোধ করা হয়, আর বুধবার সরাসরি ‘সেবা ভবন’ ঘেরাওয়ের মাধ্যমে চাপ বাড়ান আন্দোলনকারীরা।
তারা জানিয়েছেন, দাবি মানা না হলে আন্দোলন চলবে, প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
ভোরের আকাশ/এসএইচ