স্বাস্থ্য ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৫ ০৫:২২ এএম
ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী তিন সবজি
ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের খাবারের তালিকা তৈরি করতে হয় বেশ সতর্কভাবে। কারণ অনেক খাবারেই লুকিয়ে থাকে রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেওয়ার আশঙ্কা। তবে কিছু কিছু সবজি রয়েছে, যেগুলো ডায়াবেটিস নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কম গ্লাইসেমিক সূচক (GI) এবং পুষ্টিগুণে ভরপুর এসব সবজি নিয়মিত খাদ্যতালিকায় রাখলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা সহজ হয়। চলুন জেনে নেওয়া যাক, এমনই তিনটি উপকারী সবজি—
১. ব্রোকলি
ডায়াবেটিস নিয়ন্ত্রণে অন্যতম উপকারী সবজি হলো ব্রোকলি। ২০১২ সালে রিসার্চগেট-এ প্রকাশিত একটি গবেষণা অনুযায়ী, ব্রোকলিতে সালফোরাফেন নামক একটি যৌগ থাকে, যা রক্তে গ্লুকোজের মাত্রা কমাতে সহায়তা করে।
এছাড়া এই সবজিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা হজম প্রক্রিয়াকে ধীর করে এবং দীর্ঘসময় পেট ভরা রাখে। এর ফলে রক্তে চিনির মাত্রা হঠাৎ বাড়ে না। ভাজি, সেদ্ধ বা স্যুপ—যেভাবেই খাওয়া হোক, ব্রোকলি স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী।
২. পালং শাক
সবুজ পাতাযুক্ত এই শাকও ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী। পালং শাকের গ্লাইসেমিক সূচক মাত্র ১৫, যা রক্তে হঠাৎ করে শর্করার মাত্রা বাড়ায় না।
এতে রয়েছে উচ্চমাত্রায় ম্যাগনেসিয়াম, যা ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করতে সহায়ক। ২০১৬ সালের এক গবেষণায় দেখা যায়, সবুজ শাক-সবজি নিয়মিত খেলে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি হ্রাস পায়। সালাদ, স্মুদি, তরকারি বা পরোটায় পালং শাক যোগ করে তা পুষ্টিকর ও সুস্বাদু করে তোলা যায়।
৩. ফুলকপি
রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে ফুলকপিও একটি আদর্শ সবজি। এর গ্লাইসেমিক ইনডেক্স মাত্র ১৫ এবং এতে রয়েছে উচ্চমাত্রায় ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট।
এই সবজিটি ধীরে হজম হয় এবং রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি করে না। একই সঙ্গে এতে রয়েছে ভিটামিন সি, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক। ভাজি, তরকারি বা স্যুপ—ফুলকপি খাওয়া যায় নানা উপায়ে।
উপসংহার:
ডায়াবেটিসের নিয়ন্ত্রণে শুধুমাত্র ওষুধ নয়, খাদ্যাভ্যাসেও সচেতনতা জরুরি। ব্রোকলি, পালং শাক ও ফুলকপির মতো পুষ্টিকর ও কম গ্লাইসেমিক সূচকযুক্ত সবজি নিয়মিত খাওয়ার অভ্যাস গড়ে তুললে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা সহজ হবে। তবে যেকোনো খাদ্য পরিকল্পনার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।
ভোরের আকাশ//হ.র