ফাইল ছবি
ঢাকার উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মর্মান্তিক হতাহতের ঘটনায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
তিনি মর্মান্তিক এই দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে কোমলমতি শিক্ষার্থীসহ যারা নিহত হয়েছেন তাদের রূহের মাগফিরাত কামনা করেন এবং যারা আহত হয়ে চিকিৎসাধীন আছেন তাদের সকলের দ্রুত সুস্থতা কামনা করেন। শোকাহত পরিবারের সদস্যদের প্রতি তিনি গভীর সমবেদনা প্রকাশ করেন। একই সাথে তিনি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি অনুরোধ জানান।
উল্লেখ্য, আজ সোমবার দুপুরে বাংলাদেশ বিমানের একটি প্রশিক্ষণ বিমান আকস্মিক উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে পতিত হয়ে বিধ্বস্ত হয়। এতে স্কুলের অনেক কোমলমতি শিক্ষার্থী নিহত এবং অনেকে অগ্নিদগ্ধ ও আহত হয়।
মর্মান্তিক এই দুর্ঘটনায় বাংলাদেশ সরকার আগামীকাল জাতীয় শোক ঘোষণা করেছে। মঙ্গলবার ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা অর্ধ্বনমিত রাখা হবে। জোহর নামাজের পরে নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দুআ মাহফিল অনুষ্ঠিত হবে।
ভোরের আকাশ/জাআ
সংশ্লিষ্ট
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এবার আগামী বৃহস্পতিবারের (২৪ জুলাই) এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার।মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি এ ঘোষণা দেন।এদিকে, আজ সকাল থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা যে ছয় দাবিতে বিক্ষোভ করছে, সেগুলোর প্রত্যেকটি দাবিকেই যৌক্তিক বলে মনে করে মেনে নিয়েছে অন্তর্বর্তী সরকার। শিক্ষার্থীদের ৬য় দফা দাবির মধ্যে রয়েছে- নিহতদের নাম-ঠিকানা প্রকাশ, আহতদের নির্ভুল তালিকা, শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা, ক্ষতিপূরণ প্রদান, ঝুঁকিপূর্ণ প্লেন বাতিল, প্রশিক্ষণ পদ্ধতি সংস্কার।এর আগে, মঙ্গলবারের (২২ জুলাই) এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। শিক্ষা উপদেষ্টার বরাত দিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম গতকাল সোমবার মধ্যরাতে এ তথ্য জানান।সোমবার (২১ জুলাই) ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে বিমানের পাইলটসহ এখন পর্যন্ত ৩১ জন নিহত হয়েছেন এবং ১৭০ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।ভোরের আকাশ/এসএইচ
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ মঙ্গলবার সারাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এমন অবস্থায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মঙ্গলবার (২২ জুলাই) অনুষ্ঠেয় সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে জানানো হয়েছে- ঢাকা মহানগরীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে আহত ও প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তর্বর্তী সরকার জাতীয় শোক দিবস ঘোষণা করেছেন। এ কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মঙ্গলবার অনুষ্ঠেয় সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।আরও বলা হয়- স্থগিতকৃত পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে। পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষার তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে।ভোরের আকাশ/জাআ
ঢাকার উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মর্মান্তিক হতাহতের ঘটনায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।তিনি মর্মান্তিক এই দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে কোমলমতি শিক্ষার্থীসহ যারা নিহত হয়েছেন তাদের রূহের মাগফিরাত কামনা করেন এবং যারা আহত হয়ে চিকিৎসাধীন আছেন তাদের সকলের দ্রুত সুস্থতা কামনা করেন। শোকাহত পরিবারের সদস্যদের প্রতি তিনি গভীর সমবেদনা প্রকাশ করেন। একই সাথে তিনি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি অনুরোধ জানান। উল্লেখ্য, আজ সোমবার দুপুরে বাংলাদেশ বিমানের একটি প্রশিক্ষণ বিমান আকস্মিক উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে পতিত হয়ে বিধ্বস্ত হয়। এতে স্কুলের অনেক কোমলমতি শিক্ষার্থী নিহত এবং অনেকে অগ্নিদগ্ধ ও আহত হয়।মর্মান্তিক এই দুর্ঘটনায় বাংলাদেশ সরকার আগামীকাল জাতীয় শোক ঘোষণা করেছে। মঙ্গলবার ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা অর্ধ্বনমিত রাখা হবে। জোহর নামাজের পরে নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দুআ মাহফিল অনুষ্ঠিত হবে।ভোরের আকাশ/জাআ
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় মঙ্গলবারের (২২ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম তার ব্যক্তিগত ফেসবুক পেজে মধ্যরাতে এ সিদ্ধান্ত জানান। তিনি লিখেছেন,“শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সঙ্গে সাক্ষাতে আজকের (মঙ্গলবার) এইচএসসি পরীক্ষা স্থগিত হওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন মাননীয় শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)।”পরীক্ষা স্থগিতের এই ঘোষণা আসে এমন সময়, যখন উত্তরার দুর্ঘটনায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২২ জনে। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ। দুর্ঘটনার ভয়াবহতা ও জাতীয় শোকের আবহে পরীক্ষার্থীদের নিরাপত্তা ও মনঃসংযোগ বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।এ ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) সারা দেশে এক দিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্তও নিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। নিহতদের স্মরণে মসজিদ ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হবে।এর আগে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় দুইবার পরীক্ষাসূচি স্থগিত করা হয়। ১০ জুলাই বন্যা পরিস্থিতির কারণে কুমিল্লা, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা স্থগিত হয়। পরবর্তী সময়ে ১৭ জুলাই গোপালগঞ্জে কারফিউয়ের কারণে ঢাকা, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের সব পরীক্ষা স্থগিত করা হয়।উল্লেখ্য, ২৬ জুন থেকে শুরু হওয়া ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১২ লাখ ৫১ হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছে। পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে। লিখিত পরীক্ষা চলবে ১০ আগস্ট পর্যন্ত এবং ব্যবহারিক পরীক্ষা হবে ১১ থেকে ২১ আগস্ট পর্যন্ত।ভোরের আকাশ//হ.র