× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে ৫টি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২২ জুন ২০২৫ ১২:৫১ এএম

রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে ৫টি নির্দেশনা

রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে ৫টি নির্দেশনা

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শেষে আগামীকাল রোববার (২২ জুন) থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে। যদিও সাম্প্রতিক সময়ে করোনা এবং ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় এ নিয়ে শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দিয়েছে।

শনিবার (২১ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান। তিনি বলেন, “এখন পর্যন্ত সিদ্ধান্তে কোনো পরিবর্তন হয়নি। আগের সিদ্ধান্ত অনুযায়ী রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হচ্ছে। তবে অবশ্যই সব স্বাস্থ্যবিধি মেনে ক্লাস চালাতে হবে।”

তিনি আরও জানান, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ইতোমধ্যেই নির্দেশনা দেওয়া হয়েছে। সেই অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে।

এর আগে ১৫ জুন মাউশি থেকে করোনা ও ডেঙ্গু প্রতিরোধে একটি নির্দেশনা জারি করা হয়। এতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ এবং সচেতনতামূলক কর্মসূচি চালানোর নির্দেশ দেওয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ নির্দেশনার ভিত্তিতে প্রতিষ্ঠান প্রধানদের এসব স্বাস্থ্যবিধি কঠোরভাবে বাস্তবায়ন ও তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে।

মানতে হবে যেসব নির্দেশনা:
১. সাবান ও পানি দিয়ে অন্তত ২০ সেকেন্ড ধরে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।
২. জনবহুল স্থান এড়িয়ে চলতে হবে এবং বাইরে গেলে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক।
৩. সংক্রমিত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলতে হবে এবং অন্যদের থেকে কমপক্ষে তিন ফুট দূরত্ব বজায় রাখতে হবে।
৪. চোখ, নাক ও মুখে হাত দেওয়ার আগে অবশ্যই হাত পরিষ্কার করতে হবে।
৫. হাঁচি-কাশির সময় মুখ ঢাকতে টিস্যু, রুমাল বা কনুইয়ের ভাঁজ ব্যবহার করতে হবে।

শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ করা হয়েছে, তারা যেন এসব নির্দেশনা যথাযথভাবে পালন করে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখে।

ভোরের আকাশ//হ.র

  • শেয়ার করুন-
 শেখ হাসিনা-জয়-পুতুলের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি

শেখ হাসিনা-জয়-পুতুলের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি

সংশ্লিষ্ট

উচ্চ মাধ্যমিকে ভর্তির আবেদন শুরু, চলবে ৪৫ দিন

উচ্চ মাধ্যমিকে ভর্তির আবেদন শুরু, চলবে ৪৫ দিন

রাবি ছাত্রদলের সভাপতি সুলতান, সম্পাদক জহুরুল

রাবি ছাত্রদলের সভাপতি সুলতান, সম্পাদক জহুরুল

'প্রাথমিক শিক্ষায় উদ্যোগ বাস্তবায়ন হলে শিশুরা উন্নত জীবন পাবে'

'প্রাথমিক শিক্ষায় উদ্যোগ বাস্তবায়ন হলে শিশুরা উন্নত জীবন পাবে'

পরিবেশ রক্ষায় বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের অঙ্গীকার

পরিবেশ রক্ষায় বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের অঙ্গীকার