নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ জুলাই ২০২৫ ০৫:১৫ এএম
বিমান দুর্ঘটনায় মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় মঙ্গলবারের (২২ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম তার ব্যক্তিগত ফেসবুক পেজে মধ্যরাতে এ সিদ্ধান্ত জানান। তিনি লিখেছেন,
“শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সঙ্গে সাক্ষাতে আজকের (মঙ্গলবার) এইচএসসি পরীক্ষা স্থগিত হওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন মাননীয় শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)।”
পরীক্ষা স্থগিতের এই ঘোষণা আসে এমন সময়, যখন উত্তরার দুর্ঘটনায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২২ জনে। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ। দুর্ঘটনার ভয়াবহতা ও জাতীয় শোকের আবহে পরীক্ষার্থীদের নিরাপত্তা ও মনঃসংযোগ বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
এ ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) সারা দেশে এক দিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্তও নিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। নিহতদের স্মরণে মসজিদ ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হবে।
এর আগে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় দুইবার পরীক্ষাসূচি স্থগিত করা হয়। ১০ জুলাই বন্যা পরিস্থিতির কারণে কুমিল্লা, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা স্থগিত হয়। পরবর্তী সময়ে ১৭ জুলাই গোপালগঞ্জে কারফিউয়ের কারণে ঢাকা, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের সব পরীক্ষা স্থগিত করা হয়।
উল্লেখ্য, ২৬ জুন থেকে শুরু হওয়া ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১২ লাখ ৫১ হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছে। পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে। লিখিত পরীক্ষা চলবে ১০ আগস্ট পর্যন্ত এবং ব্যবহারিক পরীক্ষা হবে ১১ থেকে ২১ আগস্ট পর্যন্ত।
ভোরের আকাশ//হ.র