× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চুয়েটে জাতীয় রোবোটিকস ও প্রযুক্তি উৎসব শুরু

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ০৮ মে ২০২৫ ১০:০৫ পিএম

চুয়েটে জাতীয় রোবোটিকস ও প্রযুক্তি উৎসব শুরু

চুয়েটে জাতীয় রোবোটিকস ও প্রযুক্তি উৎসব শুরু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শুরু হয়েছে জাতীয় রোবোটিকস ও প্রযুক্তি উৎসব। বিশ্ববিদ্যালয়ের মেকাট্রনিকস ও শিল্প প্রকৌশল বিভাগের উদ্যোগে প্রথমবারের মতো তিন দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) সকাল ৯টায় কেক কাটা ও আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় উৎসবের অনুষ্ঠানমালা। আনন্দ শোভাযাত্রাটি মেকাট্রনিকস ও শিল্প প্রকৌশল বিভাগের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় মিলনায়তনে গিয়ে শেষ হয়।

এরপর বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া। একটি কারিগরি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় রোবোটিকস ও প্রযুক্তির বিভিন্ন বিষয় সম্পর্কে জানান চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক সজল চন্দ্র বণিক, রুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক মো. রুকনুজ্জামান, ট্রান্সকম লিমিটেডের প্ল্যান্ট ব্যবস্থাপক শুভদীপ ভট্টাচার্য, ইলেকটিক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম, সিমেন্সের টিম লিড মিঠু কুমার ভৌমিক ও বাংলাদেশ স্টিল রোলিং লিমিটেডের সহকারী ব্যবস্থাপক মো. শহীদুল ইসলাম। বেলা তিনটায় মেকাট্রনিকস ও শিল্প প্রকৌশল বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় অন্তর্বিভাগ ক্রিকেট প্রতিযোগিতা।

উপাচার্য মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া বলেন, শিক্ষার্থীরা রোবোটিকসে অভিজ্ঞ ব্যক্তিদের সংস্পর্শে আসার মাধ্যমে নিজেদের মেধা বিকশিত করার সুযোগ পাবে। রোবটের ক্রমবর্ধমান ব্যবহার বৈশ্বিক অর্থনীতি ও কর্মসংস্থানে বড় ধরনের পরিবর্তন এনেছে। যেসব কাজ যান্ত্রিক ও পুনরাবৃত্তিমূলক, সেসব ক্ষেত্রে রোবট মানুষের বিকল্প হিসেবে কাজ করছে। তাই বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে তথ্যপ্রযুক্তিগতভাবে এগিয়ে যেতে রোবোটিকস ও বিজ্ঞানচর্চার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে রোবোটিকস শিক্ষায় উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। এরই মধ্যে রোবটের ব্যবহার শ্রমবাজারে ব্যাপক সাড়া ফেলেছে।

শনিবার শেষ দিনে রয়েছে প্রজেক্ট প্রদর্শনী, সফটওয়্যারের মাধ্যমে নকশা তৈরি ও দাবা প্রতিযোগিতা। এদিন সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠান ও বিভাগের শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হবে এ উৎসব। 

ভোরের আকাশ/এসআই

  • শেয়ার করুন-
 পাকিস্তানি পাইলট আটকের দাবি ঘিরে ভারত-পাকিস্তানের নতুন উত্তেজনা

পাকিস্তানি পাইলট আটকের দাবি ঘিরে ভারত-পাকিস্তানের নতুন উত্তেজনা

 যমুনার সামনে এনসিপির অবস্থান, নেতৃত্বে নাহিদ-আখতার

যমুনার সামনে এনসিপির অবস্থান, নেতৃত্বে নাহিদ-আখতার

 আইভীকে আটকে অভিযান, রাস্তা অবরোধে সমর্থকরা

আইভীকে আটকে অভিযান, রাস্তা অবরোধে সমর্থকরা

সংশ্লিষ্ট

চুয়েটে জাতীয় রোবোটিকস ও প্রযুক্তি উৎসব শুরু

চুয়েটে জাতীয় রোবোটিকস ও প্রযুক্তি উৎসব শুরু

উপকূলীয় পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ গবেষণায় নতুন যুগের সূচনা

উপকূলীয় পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ গবেষণায় নতুন যুগের সূচনা

১৭ ও ২৪ মে বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ

১৭ ও ২৪ মে বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ

মে মাসে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার নতুন নির্দেশনা

মে মাসে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার নতুন নির্দেশনা