পরিবেশ রক্ষায় বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের অঙ্গীকার
পরিবেশ রক্ষায় নিজেদের অঙ্গীকার পালনের অংশ হিসেবে গতকাল বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদযাপন করেছে রাজধানীর মিরপুরে অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজ।
এ বছর দিবসটির প্রতিপাদ্য করা হয় ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়। এ ধরণের প্রতিপাদ্য আমাদের পরিবেশ সচেতনতা ও বিশ্বজুড়ে প্লাস্টিক দূষণ প্রতিরোধের গুরুত্বকে বিশেষভাবে তুলে ধরেছে। এ উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে ছিলো শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা এবং কলেজ প্রাঙ্গণে নানা জাতের বৃক্ষরোপন।
গত ২৪ জুলাই কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানাদির শুরুতে মাইলস্টোন ট্রাজেডিতে নিহতদের স্মরণ করা হয় বেদনাহত চিত্তে।
কলেজ প্রাঙ্গণে একটি বৃক্ষরোপনের মধ্যদিয়ে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন বনফুল আদিবাসী ফাউন্ডেশন ট্রাস্ট ও কলেজ গভর্নিং বডির সভাপতি ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরো।
অন্যান্যরাও নানা জাতের বৃক্ষরোপনের মাধ্যমে পরিবেশের প্রতি নিজেদের দায়বদ্ধতার কথা প্রকাশ করেন।
প্রধান অতিথি এ সময় কলেজের রেক্টর তরুণ কান্তি বড়ুয়া এবং অধ্যক্ষ ড. সঞ্জয় কুমার ধরকে সাথে নিয়ে ঘুরে দেখেন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
ঢাকা মহানগরী ও পূর্বাচলে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও অবকাঠামো উন্নয়নসহ দৃষ্টিনন্দনকরণ প্রকল্পের আওতায় ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) মোহাম্মদপুরে তাজমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠান হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, আজকে সবচেয়ে খুশি হয়েছে বিদ্যালয়ের কোমলমতি ছাত্র/ছাত্রী। শিশু শিক্ষার্থীরা ভালোভাবে লেখাপড়া করে ভালো ফলাফল অর্জন করবে এই প্রত্যাশা করি। দৃষ্টিনন্দন ভবন নির্মাণের ফলে পড়ালেখার পরিবেশ তৈরি হয়েছে। আমরা যে উদ্যোগ নিয়েছি তা সফলভাবে বাস্তবায়ন হলে উচ্চশিক্ষায় শিক্ষিত হবে শিশুরা। সমাজ উন্নত হবে। শিশুরা উন্নত জীবন পাবে।অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা বলেন, আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। শিশুরা ভালো বাংলা ইংরেজি ও গণিত শিখবে। আমরা আবারও প্রাথমিক বৃত্তি পরীক্ষা চালু করেছি।অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান বলেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে যা যা করা দরকার আমরা তাই করব। শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। ডিসেম্বরের মধ্যে সাড়ে ১৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগ করা হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি এলজিইডির প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ মিয়া বলেন, ১৫৬টি বিদ্যালয়ের ভিন্ন ভিন্ন ডিজাইনে ভবনগুলো নির্মাণ করা হবে। বর্তমান সরকার প্রাথমিক শিক্ষার বৈষম্য নিরসনে কাজ করছে।স্বাগত বক্তব্য রাখেন ঢাকা মহানগরী ও পূর্বাচলে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও অবকাঠামো উন্নয়নসহ দৃষ্টিনন্দনকরণ প্রকল্প পরিচালক মো. সাইফুর রহমান।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. গোলাম মোস্তফা, উপপ্রকল্প পরিচালক এস, এম মোর্শেদ বিপুল, ঢাকা জেলা নির্বাহী প্রকৌশলী মো. বাচ্চু মিয়া, এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মোহা. কবির উদ্দীন শাহ্।এছাড়াও এলজিইডি ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ভোরের আকাশ/এসএইচ
পরিবেশ রক্ষায় নিজেদের অঙ্গীকার পালনের অংশ হিসেবে গতকাল বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদযাপন করেছে রাজধানীর মিরপুরে অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজ।এ বছর দিবসটির প্রতিপাদ্য করা হয় ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়। এ ধরণের প্রতিপাদ্য আমাদের পরিবেশ সচেতনতা ও বিশ্বজুড়ে প্লাস্টিক দূষণ প্রতিরোধের গুরুত্বকে বিশেষভাবে তুলে ধরেছে। এ উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে ছিলো শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা এবং কলেজ প্রাঙ্গণে নানা জাতের বৃক্ষরোপন।গত ২৪ জুলাই কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানাদির শুরুতে মাইলস্টোন ট্রাজেডিতে নিহতদের স্মরণ করা হয় বেদনাহত চিত্তে।কলেজ প্রাঙ্গণে একটি বৃক্ষরোপনের মধ্যদিয়ে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন বনফুল আদিবাসী ফাউন্ডেশন ট্রাস্ট ও কলেজ গভর্নিং বডির সভাপতি ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরো।অন্যান্যরাও নানা জাতের বৃক্ষরোপনের মাধ্যমে পরিবেশের প্রতি নিজেদের দায়বদ্ধতার কথা প্রকাশ করেন।প্রধান অতিথি এ সময় কলেজের রেক্টর তরুণ কান্তি বড়ুয়া এবং অধ্যক্ষ ড. সঞ্জয় কুমার ধরকে সাথে নিয়ে ঘুরে দেখেন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা।ভোরের আকাশ/এসএইচ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচনের তফসিল আগামীকাল মঙ্গলবার ঘোষণা করা হবে।সোমবার (২৮ জুলাই) ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক আমন্ত্রণপত্রে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৪টায় ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী ভবনের দ্বিতীয় তলায় কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলন থেকে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।এর আগে গত ২০ জুলাই তফসিল ঘোষণার তারিখ এবং ডাকসু নির্বাচনের সময় ঘোষণা দেয়া হয়। সেদিনই ২৯ জুলাই তফসিল ঘোষণার কথা প্রথম জানানো হয়। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ হতে পারে বলে জানা গেছে। এ বছর হল থেকে ভোট কেন্দ্রগুলো ছয়টি নিরপেক্ষ জায়গায় সরিয়ে নেয়া হয়েছে। ফলে প্রথমবারের মতো হলের বাইরে ভোটকেন্দ্র থাকবে।কেন্দ্রগুলো হল- ১. কার্জন হল কেন্দ্রে (পরীক্ষার হল) ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল ও ফজলুল হক হলের শিক্ষার্থীরা ভোট দেবেন।২. শারীরিক শিক্ষা কেন্দ্রে জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীরা ভোট দেবেন।৩. ছাত্র-শিক্ষক কেন্দ্রে ভোট দেবেন রোকেয়া হল, শামসুন নাহার হল ও কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা।৪. ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে ভোট দেবেন বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীরা।৫. সিনেট ভবন কেন্দ্রে (অ্যালামনাই ফ্লোর, সেমিনার কক্ষ, ডাইনিং রুম) স্যার এ এফ রহমান হল, হাজী মুহম্মদ মহসীন হল ও বিজয় একাত্তর হলের শিক্ষার্থীরা ভোট দেবেন।৬. উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সূর্য সেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শেখ মুজিবুর রহমান হল ও কবি জসীম উদ্দীন হলের শিক্ষার্থীরা ভোট দিতে পারবেন।ভোরের আকাশ/জাআ
আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে শনিবার দেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে- এমন একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে এ তথ্যের কোনো সত্যতা নেই।এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ফেসবুকে ছড়ানো বিষয়টি তাদেরও দৃষ্টিগোচর হয়েছে। তবে কীসের ভিত্তিতে এমন তথ্য ছড়ানো হয়েছে সেটি তাদের জানা নেই। এমন কোনো সিদ্ধান্ত হলে তা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।সোমবার (২৮ জুলাই) বিষয়টি নিয়ে জানতে চাইলে মাউশির উপ-পরিচালক ইউনুছ ফারুকী বলেন, আগস্ট থেকে সাপ্তাহিক ছুটি বাতিলের যে দাবি করা হয়েছে, সেটি সম্পূর্ণ ভুয়া। এ ধরনের কোনো আলোচনা হয়নি।তিনি বলেন, কারা এবং কী কারণে এ ধরনের তথ্য ছড়িয়েছে সেটি বলতে পারবো না। তবে সাপ্তাহিক ছুটি কমানো হয়নি। শুক্র ও শনিবার বন্ধ থাকবে।প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশনের পরিচালক মোহাম্মদ কামরুল হাসান বলেন, এমন কোনো সিদ্ধান্ত হয়নি। এটা মিথ্যা ও ভিত্তিহীন।ভোরের আকাশ/জাআ