× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাদ্রাসার সহকারী শিক্ষকদের ৮ম গ্রেডে বেতন দেওয়ার দাবি

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ১০ মে ২০২৫ ১১:০৮ এএম

মাদ্রাসার সহকারী শিক্ষকদের ৮ম গ্রেডে বেতন দেওয়ার দাবি

মাদ্রাসার সহকারী শিক্ষকদের ৮ম গ্রেডে বেতন দেওয়ার দাবি

মাদ্রাসা শিক্ষকদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সহকারী শিক্ষকদের ৮ম গ্রেডের বেতন কাঠামো চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন (বিএমজিটিএ)। একই সঙ্গে শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ এবং সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানিয়েছে সংগঠনটি। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন-সংগঠনের সভাপতি মো. হারুন অর রশিদ। তিনি বলেন, বর্তমানে শিক্ষা খাতে বাজেট বরাদ্দ আন্তর্জাতিক মানদণ্ডের তুলনায় অনেক কম। ২০২৪-২৫ অর্থবছরে বরাদ্দকৃত ৯৪ হাজার ৭১১ কোটি টাকা জাতীয় বাজেটের মাত্র ১১.৮৮ শতাংশ, যা জিডিপির ১.৬৯ শতাংশ। অথচ ইউনেস্কোর পরামর্শ অনুযায়ী জিডিপির অন্তত ৬ শতাংশ শিক্ষায় বরাদ্দ থাকা উচিত।

তিনি আরো বলেন, শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দিয়ে সকল শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ এবং মাদ্রাসা সহকারী শিক্ষকদের ৮ম গ্রেডের বেতন নিশ্চিত করতে হবে।

সংগঠনের উত্থাপিত প্রধান দাবিগুলো হলো- এমপিওভুক্ত শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, সরকারি নিয়মে মেডিকেল ও বাড়িভাড়া প্রদান, মাদ্রাসা সহকারী শিক্ষকদের ৮ম গ্রেড প্রদান, অনুপাত প্রথা বাতিল করে প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্তকরণ, শিক্ষা কমিশন গঠন, এনটিআরসিএর মাধ্যমে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ প্রক্রিয়া চালু, সকল শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ ও মাদ্রাসার প্রশাসনিক পদে জেনারেল শিক্ষকদের নিয়োগ।

সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন- সংগঠনের মহাসচিব ফিরোজ আলম। এছাড়া উপস্থিত ছিলেন- সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ, ফকরুল ইসলাম, কে এমন শামীম, আবদুস সাকুর, মোহাম্মদ আলী, আব্দুল হাই, ফজলুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মেহেদী হাসান সরকার, সিনিয়র সাংগঠনিক সম্পাদক মো. এলিন তালুকদার, অর্থ সম্পাদক আলাউদ্দিন, রেজাউল হক মণ্ডল প্রমুখ।

ভোরের আকাশ/এসএইচ

  • শেয়ার করুন-
 আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় আন্দোলনকারীদের উল্লাস

আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় আন্দোলনকারীদের উল্লাস

সংশ্লিষ্ট

শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি টানা ১৯ দিন

শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি টানা ১৯ দিন

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে নবম শ্রেণির ছাত্র আটক

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে নবম শ্রেণির ছাত্র আটক

মাদ্রাসার সহকারী শিক্ষকদের ৮ম গ্রেডে বেতন দেওয়ার দাবি

মাদ্রাসার সহকারী শিক্ষকদের ৮ম গ্রেডে বেতন দেওয়ার দাবি

কারিগরি শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি শিথিল

কারিগরি শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি শিথিল