নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১২:২১ এএম
জাবির শিক্ষক জান্নাতুল মৌমিতার মরদেহ পৌঁছেছে নিজবাড়িতে
কামরুল হাসান রুবেল সাভার (ঢাকা )জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের (জাকসু) নির্বাচনে ভোট গণনা কক্ষে পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের পাবনা প্রতিনিধির একমাত্র কণ্যা ও ওই বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক জান্নাতুল ফেরদৌস মৌমিতার মৃত্যুর পর ক্যাম্পাসে প্রথম জানাযা শেষে ঢাকা থেকে মরদেহ পাবনায় এসে পৌঁছেছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে শহরের কাচারি পাড়া এলাকায় লাশবাহী ফ্রিজিং গাড়ীতে এসে পৌঁছায়।
এসময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। তার মরদেহ এক নজর দেখতে দূরদূরান্ত থেকে মানুষজন ভীর করছে। মরদেহ দেখতে আসা আফরোজা আখতার নামের একজন বলেন, ছোটবেলা থেকেই ওনি অত্যন্ত মেধাবী ছিলেন। নম্র ভদ্র ছিল। কারও সঙ্গে কোনদিন খারাপ আচরণ করেননি। বিশ্ববিদ্যালয়ে সুনামের সঙ্গে শিক্ষকতা করছেন। তার মৃত্যু কোনভাবেই মেনে নিতে পারছি না। আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস দান করেন।
জান্নাতুল ফেরদৌসের বাড়ি পাবনা শহরের কাচারি পাড়ায়। তিনি পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক ও বর্তমানে ইত্তেফাকের পাবনা জেলা প্রতিনিধি রুমি খন্দকারের একমাত্র মেয়ে। জান্নাতুল ফেরদৌস জাকসু ও প্রীতিলতা হল সংসদ নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্ব পালন করছিলেন।
১৯৯৫ সালে জন্ম জান্নাতুল ফেরদৌস মৌমিতা ছোট থেকেই মেধাবী শিক্ষার্থী ছিলেন। ২০০৯ সালে পাবনা সরকারি বালিকা বিদ্যালয় থেকে এসএসসি এবং পাবনা মহিলা কলেজ থেকে ২০১১ সালে গোল্ডেন জিপিএ-৫ নিয়ে পাশ করার পর ভর্তি হোন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সেখানেই অনার্স ও মাস্টার্স শেষে ২০২১ সালে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে শিক্ষকতা শুরু করেন।গ
চারুকলা থেকে কৃতিত্বের সাথে অনার্স ও মাষ্টার্স ডিগ্রী অর্জনের পর সেখানেই শিক্ষক হিসেবে যোগদান করেন। মাত্র ছয় মাস আগে সাভার এলাকার একই বিভাগের সহপাঠি সিরাজুল ইসলাম মাসুমের সাথে জান্নাতুলের বিয়ে রেজিষ্ট্রী হয়। আগামী বছরের ৫ জানুয়ারী আনুষ্ঠানিকভাবে বিয়ে উঠিয়ে দেওয়ার তারিখ নিধ্যারণ হয়েছিল।
বাবা রুমি খন্দকার জানান, নির্বাচনের দায়িত্ব শেষে রাত ১২টার দিকে শিক্ষক কোয়ার্টারে তার বাসায় গিয়েছিল। পরে সকালে যখন তাকে নির্বাচনের ভোট গণনার কক্ষে ডাকা হয়েছিল, তখন সেখানে যায়। কিন্তু কক্ষে ঢুকার আগেই দরজার সামনেই সে পড়ে যায়। পরে তার মৃত্যু হয়। গতকাল ভোটগ্রহণের পর আমার সঙ্গে ওর কথা হয়। ও নির্বাচন নিয়ে বেশ খুশি ছিল। পৌর মহল্লা কাচারীপাড়া মসজিদে এশার নামাজ পর তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে পাবনার আরিফপুর কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।
ভোরের আকাশ।।হ্, র