ভোরের আকাশ প্রতিবেদক
প্রকাশ : ১০ মে ২০২৫ ১১:১৩ এএম
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে নবম শ্রেণির ছাত্র আটক
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক হয়েছে নবম শ্রেণির শিক্ষার্থী। আটক শিক্ষার্থীর নাম আবদুস সোবহান। তার বাড়ি গাজীপুরের শ্রীপুরে।
শুক্রবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ তে পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর কেন্দ্রে দায়িত্বরত শিক্ষক তার প্রবেশপত্রের ছবির সঙ্গে চেহারার মিল না পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে জানান। পরে তারা এসে তাকে আটক করে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করেন।
জিজ্ঞাসাবাদে আটক শিক্ষার্থী আব্দুস সোবহান জানান, দিনাজপুরের চিরিরবন্দরের সিটি রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকে এইচএসসি পাস করা শিক্ষার্থী আজমাঈন ফায়িকের পরিবর্তে পরীক্ষা দিতে এসেছেন। সে নবম শ্রেণিতে পড়ে। একটি পক্ষ তাকে পরীক্ষা দিতে নিয়ে এসেছে। সে গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া নতুন বাজার এলাকার মো. ফারুকের ছেলে।
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আজিজ স্বপন বলেন, প্রক্সি দিতে আসা একজনকে বিশ্ববিদ্যালয় প্রশাসন আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় মামলা করলে আমরা তাকে থানায় পাঠাব।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো ফেরদৌস রহমান বলেন, প্রক্সি দিতে আসা এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে নগরীর তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম সরদার বলেন, এ ঘটনার তথ্য তিনি জানেন না।
প্রসঙ্গত, শুক্রবার ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় পরীক্ষার্থী ১ লাখ ৪২ হাজার ৭১৪ জন অংশগ্রহণ করেন। এর মধ্যে বেরোবি কেন্দ্রে ৩২৬৩ জনসহ রংপুরের ১১টি কেন্দ্রে মোট ২৫৬৪৬ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন।
ভোরের আকাশ/এসএইচ