ফাইল ছবি
এখন থেকে ‘প্রতীকী মূল্যে’ আর কাউকে সরকারি জমি লিজ দেওয়া হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (২৯ জুলাই) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য দেন।
এদিন ক্রয় কমিটির বৈঠকে চট্টগ্রামের পরিত্যক্ত ‘জলিল টেক্সটাইল মিলের’ প্রায় ৫৫ একর জমি লিজ দেওয়ার সিদ্ধান্ত হয়, যেটা সামরিক বাহিনী নিতে চায় বলে জানান উপদেষ্টা।
তিনি বলেন, ‘তারা নিতে চেয়েছে (সেনাবাহিনী)। তবে আমরা প্রস্তাব দিয়েছি, প্রতীকী মূল্যে আর সরকারি জমি দেওয়া হবে না। জমি নিতে চাইলে অর্থ দিয়ে নিতে হবে। কারণ প্রতীকী মূল্যে জমি দিলে এর যথাযথ ব্যবহার হয় না। অনেক ক্ষেত্রে ১০ একর প্রয়োজন থাকলেও প্রতীকী মূল্যের কারণে ১০০ একর জমি দরকার বলে জানানো হয়।’
উপদেষ্টা বলেন, ‘আমরা অনুমোদন দিয়েছি বিক্রি করার। এখন তারা (সেনাবাহিনী) প্রস্তাব দেবে, কত দামে নেবে।’
বৈঠকে সার কেনার পাশাপাশি স্পট মার্কেট থেকে এক কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত হওয়ার তথ্যও দেন উপদেষ্টা। কথা বলেন বাংলাদেশি পণ্যে মার্কিন শুল্ক আরোপের বিষয়েও।
তিনি বলেন, শুল্ক থেকে রক্ষা পেতে যুক্তরাষ্ট্রকে প্যাকেজ প্রস্তাব দেওয়া হবে। শুল্ক নিয়ে দরকষাকষি করতে যুক্তরাষ্ট্রে সফর করছে বাংলাদেশের একটি প্রতিনিধি দল। তারা বুধবার মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনায় বসবে।
প্রতিনিধি দলে রয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান ও অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী।
সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘বাণিজ্য উপদেষ্টা গিয়েছেন প্যাকেজ নিয়ে; কী কী কেনা যায়, তা নিয়ে।’
ট্রাম্প প্রশাসনের ৩৫ শতাংশ শুল্কের হাত থেকে রেহাই পেতে এরই মধ্যে ৬২৬টি মার্কিন পণ্যে শুল্ক ছাড়ের ঘোষণা দিয়েছে সরকার। দেশটির সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে টিসিবির গম ও সয়াবিন তেল কেনার সিদ্ধান্তও এসেছে।
যুক্তরাষ্ট্র থেকে বেসরকারি খাতে তুলা আমদানি বাড়ানোর উদ্যোগও আছে। মার্কিন শুল্ক থেকে রক্ষা পেতে সবশেষ মার্কিন কোম্পানি বোয়িংয়ের কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কেনার ঘোষণাও এসেছে অন্তর্বর্তী সরকারের তরফে।
এর বাইরেও আরও কোনো উদ্যোগ আছে কিনা, সেই প্রসঙ্গে এক সাংবাদিক জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, ‘আরো আছে, কী কী আছে, সেটা এখন আমি বলব না। তিনি (বাণিজ্য উপদেষ্টা) ফিরে এলে তারপর বলব।’
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
২০২৫–২৬ অর্থবছরের প্রথমার্ধ (জুলাই–ডিসেম্বর) মেয়াদের মুদ্রানীতি আগামী বৃহস্পতিবার (৩১ জুলাই) ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ওই দিন বিকেল ৩টায় বাংলাদেশ ব্যাংকের সদর দপ্তরে ‘মনিটারি পলিসি স্টেটমেন্ট (এমপিএস)’ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।মঙ্গলবার (২৯ জুলাই) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।চলমান বিনিয়োগ স্থবিরতা, উচ্চ মূল্যস্ফীতি, নিম্নমুখী প্রবৃদ্ধি এবং রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে এ মুদ্রানীতি প্রকাশ হতে যাচ্ছে। সংশ্লিষ্ট অর্থনীতিবিদ ও ব্যাংক কর্মকর্তারা বলছেন, বিনিয়োগকারীদের আস্থাহীনতা এবং মূল্যস্ফীতি এখনও উচ্চ পর্যায়ে থাকায়, বাংলাদেশ ব্যাংক সুদহার স্থিতিশীল রাখার নীতিতে অটল থাকতে পারে।বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জুন শেষে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি দাঁড়িয়েছে মাত্র ৬.৪ শতাংশ, যা গত ২২ বছরের মধ্যে সর্বনিম্ন। অথচ এই খাতে সরকারের লক্ষ্যমাত্রা ছিল ৯.৮ শতাংশ। এমন প্রেক্ষাপটে ঋণপ্রবাহের বর্তমান ধারা অব্যাহত রাখার সিদ্ধান্তই মুদ্রানীতিতে প্রতিফলিত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।বিশ্বব্যাংকের ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্ট’ প্রতিবেদন অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমে ৩.৩ শতাংশে নামতে পারে। তবে ২০২৫–২৬ অর্থবছরে তা বেড়ে ৪.৯ শতাংশ এবং ২০২৬–২৭ অর্থবছরে ৫.৭ শতাংশে উন্নীত হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।মূল্যস্ফীতির দিক থেকেও চাপ কিছুটা কমলেও তা এখনও উচ্চ পর্যায়ে রয়েছে। চলতি বছরের জুন মাসে সামগ্রিক মূল্যস্ফীতি কমে হয়েছে ৮.৪৮ শতাংশ, যা মে মাসে ছিল ৯.০৫ শতাংশ। বাংলাদেশ ব্যাংক বলছে, মূল্যস্ফীতি ৭ শতাংশের নিচে না আসা পর্যন্ত নীতি সুদহার হ্রাসের কোনো সুযোগ নেই।এই প্রেক্ষাপটে অর্থবছরের প্রথম ছয় মাসের মুদ্রানীতিতে বড় কোনো পরিবর্তন আসবে না বলেই ধারণা করা হচ্ছে।ভোরের আকাশ//হ.র
চলতি অর্থবছরে ইউরিয়া সার আমদানির লক্ষ্যে জিটুজি চুক্তির আওতায় সৌদি আরবের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরের প্রস্তাব আজ নীতিগতভাবে অনুমোদন দিয়েছে সরকার।সৌদি আরবে সাবিক এগ্রিনিউট্রিয়েন্টস কোম্পানি এবং বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) এর মধ্যে চুক্তিটি হবে।মঙ্গলবার (২৯ জুলাই) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ২৩তম সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভার পর অর্থ উপদেষ্টা সাংবাদিকদের ব্রিফ করেন।এছাড়াও চট্টগ্রামের ভাটিয়ারীতে অবস্থিত জলিল টেক্সটাইল মিলস লিমিটেডকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের জন্য কমিটি আরেকটি প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন করেছে। বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি)’র অধীন এই মিলের জমি ব্যবহার করা হবে চট্টগ্রাম এলাকায় বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি (বিওএফ) সম্প্রসারণে।সংশ্লিষ্ট উপদেষ্টা এবং সচিবগণ সভায় উপস্থিত ছিলেন। সূত্র: বাসসভোরের আকাশ/জাআ
এখন থেকে ‘প্রতীকী মূল্যে’ আর কাউকে সরকারি জমি লিজ দেওয়া হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (২৯ জুলাই) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য দেন।এদিন ক্রয় কমিটির বৈঠকে চট্টগ্রামের পরিত্যক্ত ‘জলিল টেক্সটাইল মিলের’ প্রায় ৫৫ একর জমি লিজ দেওয়ার সিদ্ধান্ত হয়, যেটা সামরিক বাহিনী নিতে চায় বলে জানান উপদেষ্টা।তিনি বলেন, ‘তারা নিতে চেয়েছে (সেনাবাহিনী)। তবে আমরা প্রস্তাব দিয়েছি, প্রতীকী মূল্যে আর সরকারি জমি দেওয়া হবে না। জমি নিতে চাইলে অর্থ দিয়ে নিতে হবে। কারণ প্রতীকী মূল্যে জমি দিলে এর যথাযথ ব্যবহার হয় না। অনেক ক্ষেত্রে ১০ একর প্রয়োজন থাকলেও প্রতীকী মূল্যের কারণে ১০০ একর জমি দরকার বলে জানানো হয়।’উপদেষ্টা বলেন, ‘আমরা অনুমোদন দিয়েছি বিক্রি করার। এখন তারা (সেনাবাহিনী) প্রস্তাব দেবে, কত দামে নেবে।’বৈঠকে সার কেনার পাশাপাশি স্পট মার্কেট থেকে এক কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত হওয়ার তথ্যও দেন উপদেষ্টা। কথা বলেন বাংলাদেশি পণ্যে মার্কিন শুল্ক আরোপের বিষয়েও।তিনি বলেন, শুল্ক থেকে রক্ষা পেতে যুক্তরাষ্ট্রকে প্যাকেজ প্রস্তাব দেওয়া হবে। শুল্ক নিয়ে দরকষাকষি করতে যুক্তরাষ্ট্রে সফর করছে বাংলাদেশের একটি প্রতিনিধি দল। তারা বুধবার মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনায় বসবে।প্রতিনিধি দলে রয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান ও অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী।সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘বাণিজ্য উপদেষ্টা গিয়েছেন প্যাকেজ নিয়ে; কী কী কেনা যায়, তা নিয়ে।’ট্রাম্প প্রশাসনের ৩৫ শতাংশ শুল্কের হাত থেকে রেহাই পেতে এরই মধ্যে ৬২৬টি মার্কিন পণ্যে শুল্ক ছাড়ের ঘোষণা দিয়েছে সরকার। দেশটির সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে টিসিবির গম ও সয়াবিন তেল কেনার সিদ্ধান্তও এসেছে।যুক্তরাষ্ট্র থেকে বেসরকারি খাতে তুলা আমদানি বাড়ানোর উদ্যোগও আছে। মার্কিন শুল্ক থেকে রক্ষা পেতে সবশেষ মার্কিন কোম্পানি বোয়িংয়ের কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কেনার ঘোষণাও এসেছে অন্তর্বর্তী সরকারের তরফে।এর বাইরেও আরও কোনো উদ্যোগ আছে কিনা, সেই প্রসঙ্গে এক সাংবাদিক জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, ‘আরো আছে, কী কী আছে, সেটা এখন আমি বলব না। তিনি (বাণিজ্য উপদেষ্টা) ফিরে এলে তারপর বলব।’ভোরের আকাশ/এসএইচ
জনতা ব্যাংক পিএলসি’র ঢাকা উত্তর বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন সোমবার (২৮ জুলাই) বিভাগীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান।বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম মরতুজা।ঢাকা উত্তর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ আনিছুর রহমান আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিভাগের এরিয়া প্রধানগণ ও অন্যান্য নির্বাহীবৃন্দ এবং শাখাব্যবস্থাপকবৃন্দ অংশগ্রহণ করেন।ভোরের আকাশ/এসএইচ