অর্থনীতি ডেস্ক
প্রকাশ : ৩১ মে ২০২৫ ০৬:৩০ এএম
ইসলামী ধারার ব্যাংক একীভূতকরণে এনবিএল নয়: স্পষ্ট করল কেন্দ্রীয় ব্যাংক
ইসলামী ধারার ব্যাংকগুলোর একীভূতকরণের প্রক্রিয়ায় ন্যাশনাল ব্যাংক লিমিটেড (এনবিএল) যুক্ত হচ্ছে না বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে সম্প্রতি কিছু গণমাধ্যমে প্রচারিত তথ্যকে ‘ভুল ও বিভ্রান্তিকর’ উল্লেখ করে বিষয়টি স্পষ্ট করেছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।
শুক্রবার (৩০ মে) গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, “গভর্নর ড. আহসান এইচ মনসুরের বক্তব্য উদ্ধৃত করে ছয়টি ব্যাংক একীভূত হওয়ার খবর প্রকাশিত হয়েছে, যার মধ্যে পাঁচটি ইসলামী ব্যাংকের পাশাপাশি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের নামও উল্লেখ করা হয়েছে। তবে এটি সঠিক নয়।”
তিনি আরও বলেন, “ন্যাশনাল ব্যাংক একটি প্রচলিত ধারার ব্যাংক এবং এটি ইসলামী ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়ার অন্তর্ভুক্ত নয়। ওই প্রক্রিয়া শুধুমাত্র ইসলামী ধারায় পরিচালিত দুর্বল ব্যাংকগুলোকে কেন্দ্র করে নেওয়া হচ্ছে।”
এর আগে বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও ন্যাশনাল ব্যাংককে একীভূত করার কথা বলা হয়েছিল। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্যে স্পষ্ট হয়েছে, এ তালিকা থেকে ন্যাশনাল ব্যাংক বাদ।
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) ২০২৩–২৪ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে ২৮ মে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, “একীভূতকরণের আগে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর ওপর সরকারের মালিকানা প্রতিষ্ঠা করা হবে। এতে আমানতকারীদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। বরং তারা একটি অধিকতর শক্তিশালী ব্যাংক ব্যবস্থার অংশ হতে পারবেন।”
গভর্নরের ভাষ্য অনুযায়ী, প্রথম ধাপে কিছু ব্যাংক একীভূত করা হবে এবং এরপর পর্যায়ক্রমে এই প্রক্রিয়া সম্প্রসারিত হবে।
ভোরের আকাশ//হ.র