নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫ ১০:৩৩ পিএম
সোনার দাম কমলো, ভরিতে ১,৫৭৫ টাকা হ্রাস
দেশের বাজারে সোনার দাম কমেছে। সোমবার (৭ জুলাই) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ১,৫৭৫ টাকা পর্যন্ত কমানো হয়েছে। আন্তর্জাতিক বাজারে সোনার দরপতনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় সংগঠনটি।
নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেট মানের প্রতি ভরি সোনা এখন ১,৭০,৫৫১ টাকায় বিক্রি হবে। ২১ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১,৬২,৭৯৪ টাকা, ১৮ ক্যারেট ১,৩৯,৫৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১,১৫,৩৯২ টাকা প্রতি ভরি।
বাজুস জানিয়েছে, নতুন এই মূল্য তালিকা আগামীকাল মঙ্গলবার (৮ জুলাই) থেকে কার্যকর হবে। এর আগে সোমবার পর্যন্ত ২২ ক্যারেট সোনার দাম ছিল ১,৭২,১২৬ টাকা প্রতি ভরি।
এদিকে, সোনার দামে পরিবর্তন এলেও রুপার বাজার স্থির রয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপার ভরিতে দাম ২,৮১১ টাকা, ২১ ক্যারেট ২,৬৮৩ টাকা, ১৮ ক্যারেট ২,২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ১,৭২৬ টাকা ভরিতে বিক্রি হচ্ছে।
ভোরের আকাশ/হ.র