শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৮৯৭তম সভা অনুষ্ঠিত
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর নির্বাহী কমিটির ৮৯৭তম সভা ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা। বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং সম্পর্কিত বিষয়াবলী নিয়ে আলোচনা করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান ফকির আখতারুজ্জামান, ব্যাংকের পরিচালক ও কমিটির সদস্যবৃন্দ মোঃ সানাউল্লাহ সাহিদ, ইঞ্জি. মোঃ তৌহীদুর রহমান এবং মোহাম্মদ ইউনুছ উপস্থিত ছিলেন।
এছাড়া সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব মোঃ আবুল বাশার উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
নতুন ঠিকানায় উদ্বোধন হলো ন্যাশনাল ব্যাংকের গাজীপুর শাখা।গতকাল শনিবার গাজীপুর শাখা আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক-ইনচার্জ কাজী কামাল উদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক-ইনচার্জ মো. আব্দুর রহিম।এসময় ন্যাশনাল ব্যাংকের গাজীপুর শাখার ব্যবস্থাপক ও এসভিপি তাপস চন্দ্র চক্রবর্তী, শাখার কর্মকর্তা-কর্মচারী, স্বনামধন্য ব্যবসায়ী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।নতুন ঠিকানাতে ন্যাশনাল ব্যাংকের গাজীপুর শাখায় গ্রাহকের প্রতি সেবার মান ও পরিধি আরো বৃদ্ধি পাবে বলে আমন্ত্রিত অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।ভোরের আকাশ/এসএইচ
জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত জনতা ব্যাংক পিএলসি-এর সহযোগী প্রতিষ্ঠান জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (জেসিআইএল)-এর ১৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মে ) কোম্পানির প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন জেসিআইএল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং হোল্ডিং কোম্পানি জনতা ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেসিআইএল-এর পরিচালকবৃন্দ ও শেয়ারহোল্ডারগণ, জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম মরতুজা এবং মোঃ নূরুল আলম, এফসিএসএমএ, এফসিএ (সিএফও), গণমাধ্যম ব্যক্তিত্ব ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।কোম্পানির পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী শহীদুল হক, এফসিএমএ, কোম্পানি সচিব শিবেষ কীর্ত্তনীয়া এবং অন্যান্য নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ।সভায় প্রধান নির্বাহী শহীদুল হক জানান, ২০২৪ সালে কোম্পানির মোট পরিচালন আয় ছিল ২৬.৭৩ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় এক কোটি টাকা বেশি।তিনি আরও জানান, ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে সমাপ্ত হিসাব বছরের কর-পরবর্তী নিট মুনাফা ছিল ১১.৭২ কোটি টাকা। এই মুনাফা থেকে শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে হোল্ডিং কোম্পানি জনতা ব্যাংক পিএলসি-এর অনুকূলে ২ কোটি টাকার নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।ভোরের আকাশ/এসএইচ
থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জীবন রক্ষায় আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন-এর যৌথ উদ্যোগে রক্তদান কর্মসূচি আয়োজিত হয়েছে। গত ২২ মে রাজধানীর পুরানা পল্টনস্থ আইএফআইসি টাওয়ারের মাল্টি পারপাস হল-এ দিনব্যাপী এই কর্মসূচিতে ব্যাংকের কর্মীরা স্বতঃস্ফর্তভাবে অংশগ্রহণ করেন।রক্তদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফা। তিনি ভবিষ্যতে এ ধরনের রক্তদান কর্মসূচি আরো বড় পরিসরে আয়োজনের আগ্রহ প্রকাশ করেন।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান প্রফেসর ড. সৈয়দা মাসুমা রহমান, আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইনফরমেশন ফিসার জনাব মো. মনিতুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অব ব্রাঞ্চ বিজনেস জনাব মো. রফিকুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অব এইচআর এন্ড লজিস্টিকস জনাব কেএআরএম মোস্তফা কামাল এবং উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।আয়োজিত কর্মসূচি থেকে সংগৃহীত রক্ত থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের চিকিৎসায় ব্যবহার করা হবে।ভোরের আকাশ/এসএইচ
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর আয়োজনে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর উদ্যোগে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা গতকাল শনিবার সাতক্ষীরার একটি রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে বিএফআইইউ-এর ডাইরেক্টর মোহাম্মদ আনিসুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও ক্যামেলকো ড. এম. কামাল উদ্দীন জসীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ড. মো. শরীফ উদ্দিন প্রামাণিক, বিএফআইইউ-এর জয়েন্ট ডাইরেক্টর মো. রোকন-উজ-জামান ও মো. মাহমুদুল হক ভুঁইয়া এবং ডেপুটি ডাইরেক্টর মো. জামাল হোসেন।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইসলামী ব্যাংকের সাতক্ষীরা শাখাপ্রধান মো. সাদেক আলী।সাতক্ষীরা অঞ্চলের ৩৪টি তফসিলভুক্ত ব্যাংকের মোট ৮০ জন নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ এ কর্মশালায় অংশ নেন।ভোরের আকাশ/এসএইচ