× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরিবেশবান্ধব কারখানায় শীর্ষে বাংলাদেশ

তাকী মোহাম্মদ জোবায়ের

প্রকাশ : ১৫ মে ২০২৫ ০৯:৩২ পিএম

পরিবেশবান্ধব কারখানায় শীর্ষে বাংলাদেশ

পরিবেশবান্ধব কারখানায় শীর্ষে বাংলাদেশ

বিশ্বের সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত পরিবেশবান্ধব শিল্প কারখানা এখন বাংলাদেশে। গাজীপুরের কাশিমপুরে অবস্থিত তাসনিয়া ফেব্রিক্স লিমিটেডের অ্যাডমিন ভবন অর্জন করেছে লিড সনদপ্রাপ্ত ভবনের মর্যাদা। মার্কিন যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল প্রদত্ত এই সনদ অনুযায়ী ভবনটির রেটিং পয়েন্ট ১০৭, যা এখনও পর্যন্ত বিশ্বে সর্বোচ্চ।

এর আগে বাংলাদেশেরই আরেকটি শিল্প প্রতিষ্ঠান এস. এম সোরসিং ১০৬ পয়েন্ট পেয়ে বিশ্বে শীর্ষে ছিল। এবার সেই রেকর্ড ভেঙে নতুন দিগন্তে পৌঁছেছে তাসনিয়া ফেব্রিক্স। সম্প্রতি আরও দুটি কারখানা লিড সার্টিফায়েড তালিকায় যুক্ত হয়েছে। তাসনিয়া ফেব্রিক্সের নিজস্ব আরএমজি বিল্ডিং (১০৬ পয়েন্ট) এবং টাঙ্গাইলের গরইয়ে অবস্থিত কমফিট গোল্ডেন লিফ (৮০ পয়েন্ট)। এগুলোও প্লাটিনাম স্তরের সনদ পেয়েছে।

এর ফলে দেশে লিড সার্টিফায়েড পোশাক কারখানার সংখ্যা দাঁড়িয়েছে ২৪৩টিতে। এর মধ্যে ১০১টি প্লাটিনাম এবং ১২৮টি গোল্ড সার্টিফায়েড। শুধু তাই নয়, বিশ্বের শীর্ষ ১০০ সবুজ কারখানার মধ্যে ৬৮টিই এখন বাংলাদেশের। এটি দেশের পরিবেশবান্ধব শিল্পায়নের এক অনন্য মাইলফলক।

বিশ্লেষকরা বলছেন, পরিবেশবান্ধব কারখানা স্থাপনায় বাংলাদেশ এখন বৈশ্বিক রোল মডেল। একের পর এক গ্রিন ফ্যাক্টরি গড়ে তোলা ও সর্বোচ্চ মান রক্ষার মাধ্যমে বাংলাদেশে তৈরি পোশাক শিল্পে পরিবেশবান্ধব রূপান্তরের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

শিল্প উদ্যোক্তারা জানান, পরিবেশবান্ধব কারখানায় উৎপাদিত পণ্যের গায়ে ‘গ্রিন ট্যাগ’ যুক্ত থাকে, যা বিদেশি ক্রেতাদের কাছে বাড়তি আস্থা তৈরি করে। ফলে এসব পণ্য দরকষাকষিতে সুবিধা পায় এবং দেশের ব্র্যান্ড ইমেজও সমৃদ্ধ হয়। মূলত, বিশ্বের বেশ কিছু প্রতিষ্ঠান পরিবেশবান্ধব স্থাপনার সনদ দিয়ে থাকে। তাদের মধ্যে একটি যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল-ইউএসজিবিসি। তারা ‘লিড’ নামে পরিবেশবান্ধব স্থাপনার সনদ দিয়ে থাকে। লিড হলো লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন।

জানা গেছে, সাধারণ কারখানা বা স্থাপনার তুলনায় পরিবেশবান্ধব স্থাপনায় গড়ে ৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বেশি ব্যয় হয়। এছাড়া লিড সনদ পেতে একটি ভবনকে নির্মাণের প্রতিটি স্তরে অন্তত ৯টি কঠোর পরিবেশগত শর্ত পূরণ করতে হয়। এ ধরনের সনদ শুধু নতুন ভবনের ক্ষেত্রেই নয়, পুরনো ভবন সংস্কারের পরও অর্জন করা যায়। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত ইউএসজিবিসি বৈশ্বিকভাবে স্বীকৃত একটি প্রতিষ্ঠান, যারা নির্মাণকাজে পরিবেশ ও জ্বালানির টেকসই ব্যবহার নিশ্চিত করে ‘সবুজ ভবনের’ মান নির্ধারণ করে। তাদের তত্ত্বাবধানে নির্মাণ, কার্যক্রম ও রক্ষণাবেক্ষণ পর্যায়ে সর্বোচ্চ মান রক্ষা করলেই এই সনদ মেলে।

গার্মেন্টস খাতের একাধিক উদ্যোক্তা জানান, বাংলাদেশে গ্রিন ফ্যাক্টরির স্বীকৃতি বাড়ার কারণে  প্রচলিত বাজার তথা ইউরোপ ও আমেরিকার বাইরে নতুন বাজারগুলো থেকে বাড়তি অর্ডার আসছে। এতে সার্বিকভাবে রপ্তানি বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। আর এই পোশাক রপ্তানির ওপর ভর করে দেশের অর্থনীতিও জোর কদমে এগিয়ে চলেছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, গার্মেন্ট খাতে বহুমুখী সমস্যা থাকার পরও চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) দেশের সামগ্রিক রপ্তানি খাতে ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। ইপিবির তথ্য বলছে, জুলাই থেকে এপ্রিল পর্যন্ত ১০ মাসে নিট পোশাক রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৭৪ শতাংশ (১৭ দশমিক ৪৬ বিলিয়ন ডলার) এবং ওভেন পোশাক বেড়েছে ৯ দশমিক ১৭ শতাংশ (১৫ দশমিক ১৮ বিলিয়ন ডলার)। শুধু তাই নয়, চলতি বছরের এপ্রিল পর্যন্ত রপ্তানি আয় ছিল ঈর্ষণীয়।

ইপিবির তথ্য বলছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে বাংলাদেশের পণ্য রপ্তানি আয় উল্লেখযোগ্যভাবে বেড়ে দাঁড়িয়েছে ৪.২৫ বিলিয়ন ডলারে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১১.৪৪ শতাংশ বেশি। তৈরি পোশাক খাতের ধারাবাহিক শক্তিশালী প্রবৃদ্ধির ফলে এই অর্জন সম্ভব হয়েছে বলে জানিয়েছে  ইপিবি।

সংস্থাটির সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, জুলাই-মার্চ সময়কালে মোট রফতানি আয় দাঁড়িয়েছে ৩৭.১৯ বিলিয়ন ডলারে, যা আগের অর্থবছরের একই সময়ের ৩৩.৬১ বিলিয়নের তুলনায় ১০.৬৩ শতাংশ বেশি। এই ৯ মাসে তৈরি পোশাক খাত এককভাবে ৩০.২৫ বিলিয়ন ডলারের রফতানি আয় করেছে, যা আগের বছরের তুলনায় ১০.৮৪ শতাংশ বেশি। মার্চ মাসেই খাতটি ১২.৪০ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে, এতে আয় হয়েছে ৩.৪৫ বিলিয়ন ডলার। আগের বছরের মার্চে এর পরিমাণ ছিল ৩.০৭ বিলিয়ন ডলার।

জানা গেছে, সবুজ কারখানায় বাংলাদেশের এই অগ্রযাত্রায় বিশেষ ভূমিকা রেখেছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। ২০২১ সালে সবুজায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ ইউএসজিবিসির পক্ষ থেকে ‘লিডারশিপ অ্যাওয়ার্ড’ অর্জন করে বিজিএমইএ। বৈশ্বিক পোশাক শিল্পে এ ধরনের স্বীকৃতি এটাই প্রথম এবং বিজিএমইএ-ই একমাত্র সংগঠন, যারা যুক্তরাষ্ট্র থেকে এমন সম্মান পেয়েছে।

বাংলাদেশে সবুজ কারখানার পথচলা শুরু হয় ২০১২ সালের মে মাসে পাবনার ঈশ্বরদী ইপিজেডে। সে বছরই উদ্যোক্তা সাজ্জাদুর রহমান মৃধার প্রতিষ্ঠিত ‘ভিনটেজ ডেনিম স্টুডিও’ বিশ্বের প্রথম এলইইডি প্লাটিনাম সার্টিফায়েড পোশাক কারখানার স্বীকৃতি পায়। এই কারখানাকে ঘিরেই দেশে পরিবেশবান্ধব শিল্প স্থাপনার নতুন ধারা সূচিত হয়। তবে পরিবেশবান্ধক কারখানা গড়ে তোলার বিষয়টি গুরুত্ব পায় ২০১৩ সালে সাভারে রানা প্লাজা দুর্ঘটনায় ১ হাজার ১৩৪ জন শ্রমিক নিহত ও কয়েক হাজার আহত হওয়ার পর। এই ভয়াভহ দুর্ঘটনার পর শিল্পে নিরাপত্তা ও পরিবেশ সচেতনতা লক্ষ্যণীয়ভাবে বাড়ে। সে সময় থেকে উদ্যোক্তারা নিরাপদ, কর্মবান্ধব ও পরিবেশবান্ধব শিল্প গড়ে তুলতে ব্যাপক বিনিয়োগ শুরু করেন।

এক বছরের মধ্যেই ২০১৪ সালে দেশে লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানা দাঁড়ায় ৩টিতে। ২০১৫ সালে তা বেড়ে দাঁড়ায় ১১টিতে। এরপর ধারাবাহিকভাবে ২০১৬ সালে ১৬টি, ২০১৭ সালে ১৮টি, ২০১৮ সালে ২৪টি, ২০১৯ সালে ২৮টি, ২০২০ ও ২০২১ সালে প্রতি বছর ২৪টি করে মোট ৪৮টি কারখানা গড়ে তোলা হয়। এই ধারাবাহিক অগ্রগতির ফলে ২০২৫ সালের শুরুতে দেশে এলইইডি সনদপ্রাপ্ত সবুজ পোশাক কারখানার সংখ্যা দাঁড়ায় ২৪৩টিতে।

সবুজ কারখানা নির্মাণে বাংলাদেশের ঈর্ষণীয় সাফল্য প্রসঙ্গে বিজিএমইএ’র সাবেক পরিচালক ও ডেনিম এক্সপার্ট লিমিটেডের অ্যাডিশনাল এমডি মহিউদ্দিন রুবেল বলেন, ‘এটি একটি ঐতিহাসিক অর্জন, যা বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের পরিবেশবান্ধব রূপান্তরের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এটি কেবল টেকসই প্রবৃদ্ধির পথ দেখায় না, বরং বিশ্ববাজারে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করে এবং নতুন বাজার ও মূল্য সংযোজনের সুযোগ তৈরি করে। বাংলাদেশের উদ্যোক্তারা যে উদ্ভাবন ও দূরদর্শিতার পথে এগিয়ে চলেছেন, এই আন্তর্জাতিক স্বীকৃতি তারই বাস্তব প্রতিফলন, উল্লেখ করেন এই ব্যবসায়ী নেতা।

মহিউদ্দিন রুবেল বলেন, ‘এটি কেবল একটি রেটিং বা সনদ নয়, বরং সবুজ শিল্পায়নের পথে বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে, তার একটি শক্তিশালী দিকনির্দেশনা ও প্রতিশ্রুতি। একসময় অনেকে ভাবতেন এত খরচ করে লিড সার্টিফিকেট নেওয়ার প্রয়োজন কী। এখন সবাই বুঝতে পারছেন, সাসটেইনেবল হতে গেলে এর কোনও বিকল্প নেই। সারা বিশ্ব যখন টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা ও সামাজিক দায়বদ্ধতার দিকে মনোযোগী, তখন বাংলাদেশ তৈরি পোশাক খাত পরিবেশবান্ধব রূপান্তরের মাধ্যমে শুধু নিজেকে নয়, গোটা শিল্প খাতকেই বিশ্বদরবারে একটি আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। লিড সনদপ্রাপ্ত কারখানার সংখ্যায় এগিয়ে থাকা বাংলাদেশ এখন নির্দ্বিধায় বলা যায় সবুজ কারখানার গর্বিত রোল মডেল।’

ভোরের আকাশ/এসএইচ

  • শেয়ার করুন-
 মাদ্রাসার ছাত্রদের জন্য নতুন ক্রিকেট টুর্নামেন্টের পরিকল্পনা বিসিবির

মাদ্রাসার ছাত্রদের জন্য নতুন ক্রিকেট টুর্নামেন্টের পরিকল্পনা বিসিবির

 তুর্কি ড্রামা ‘কুরলুস উসমান’ দেখে ইসলাম ধর্ম গ্রহণ করলেন স্কটল্যান্ডের নারী

তুর্কি ড্রামা ‘কুরলুস উসমান’ দেখে ইসলাম ধর্ম গ্রহণ করলেন স্কটল্যান্ডের নারী

 মিয়ানমারে বৌদ্ধ উৎসবস্থলে সামরিক বোমা হামলা, নিহত অন্তত ৪০

মিয়ানমারে বৌদ্ধ উৎসবস্থলে সামরিক বোমা হামলা, নিহত অন্তত ৪০

 বদলি ও পদায়নে নতুন নীতিমালা কার্যকর করল শিক্ষা মন্ত্রণালয়

বদলি ও পদায়নে নতুন নীতিমালা কার্যকর করল শিক্ষা মন্ত্রণালয়

 যুক্তরাষ্ট্র পাকিস্তানের কাছে উন্নত এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে

যুক্তরাষ্ট্র পাকিস্তানের কাছে উন্নত এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে

 ট্রাম্পের জন্মদিনে হোয়াইট হাউসে ইউএফসি লড়াই: ইতিহাসের নতুন অধ্যায়

ট্রাম্পের জন্মদিনে হোয়াইট হাউসে ইউএফসি লড়াই: ইতিহাসের নতুন অধ্যায়

 বিয়ের সাজে কেয়া পায়েল: অভিনয় ও ব্যবসার দুই জগতেই নজর কাড়লেন তিনি

বিয়ের সাজে কেয়া পায়েল: অভিনয় ও ব্যবসার দুই জগতেই নজর কাড়লেন তিনি

 শাকিব খানের ‘সোলজার’-এর প্রথম লুক প্রকাশ

শাকিব খানের ‘সোলজার’-এর প্রথম লুক প্রকাশ

 বিসিবি নির্বাচনের পর কমিটিতে দায়িত্ব বণ্টন সম্পন্ন

বিসিবি নির্বাচনের পর কমিটিতে দায়িত্ব বণ্টন সম্পন্ন

 আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে সিরিজ শুরুর লক্ষ্য বাংলাদেশের

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে সিরিজ শুরুর লক্ষ্য বাংলাদেশের

 বাংলাদেশ-সৌদি আরবের সম্পর্ক ‘দীর্ঘমেয়াদি বন্ধুত্বের প্রতীক’: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ-সৌদি আরবের সম্পর্ক ‘দীর্ঘমেয়াদি বন্ধুত্বের প্রতীক’: পররাষ্ট্র উপদেষ্টা

 ২০০ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি

২০০ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি

 পে স্কেল নিয়ে এখনই সিদ্ধান্ত নয়: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন

পে স্কেল নিয়ে এখনই সিদ্ধান্ত নয়: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন

 দুই বছরে গাজায় ইসরায়েলের হামলায় ২৫০ ইমাম নিহত, ৮৩৫ মসজিদ ধ্বংস

দুই বছরে গাজায় ইসরায়েলের হামলায় ২৫০ ইমাম নিহত, ৮৩৫ মসজিদ ধ্বংস

 নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে মালদ্বীপে প্রবাসীদের স্মারকলিপি

নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে মালদ্বীপে প্রবাসীদের স্মারকলিপি

 কখন বুঝবেন আপনার শরীর ও মন বিশ্রাম চাইছে

কখন বুঝবেন আপনার শরীর ও মন বিশ্রাম চাইছে

 সকালে কমলার রস খাওয়া কি ক্ষতিকর? জানুন বিশেষজ্ঞদের মতামত

সকালে কমলার রস খাওয়া কি ক্ষতিকর? জানুন বিশেষজ্ঞদের মতামত

 যেসব স্বাস্থ্য সমস্যায় কখনোই এআইয়ের পরামর্শ নেওয়া উচিত নয়

যেসব স্বাস্থ্য সমস্যায় কখনোই এআইয়ের পরামর্শ নেওয়া উচিত নয়

 শেখ হাসিনা ও কামাল নির্বাচনে অযোগ্য ঘোষণা

শেখ হাসিনা ও কামাল নির্বাচনে অযোগ্য ঘোষণা

সংশ্লিষ্ট

পে স্কেল নিয়ে এখনই সিদ্ধান্ত নয়: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন

পে স্কেল নিয়ে এখনই সিদ্ধান্ত নয়: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন

এক দিনের ব্যবধানে স্বর্ণের দামে নতুন রেকর্ড

এক দিনের ব্যবধানে স্বর্ণের দামে নতুন রেকর্ড

অর্থনীতি স্বস্তিতে থাকলেও অনেক চ্যালেঞ্জ রয়েছে: অর্থ উপদেষ্টা

অর্থনীতি স্বস্তিতে থাকলেও অনেক চ্যালেঞ্জ রয়েছে: অর্থ উপদেষ্টা

পে-স্কেল নিয়ে যে বার্তা দিলেন অর্থ উপদেষ্টা

পে-স্কেল নিয়ে যে বার্তা দিলেন অর্থ উপদেষ্টা