শাহ্জালাল ইসলামী ব্যাংকের সঙ্গে ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড টেকনোলজিসের মধ্যে সমঝোতা
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড টেকনোলজিস লিমিটেডের মধ্যে রবিবার ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদের উপস্থিতিতে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোস্তফা হোসেন এবং ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ আবুল হাসেম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষরের পর শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদ, ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ আবুল হাসেমের সাথে ডকুমেন্ট হস্তান্তর করেন।
উক্ত চুক্তির আওতায় ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড টেকনোলজিস লিমিটেড কর্তৃক নির্মিত ফ্ল্যাট এবং কমার্শিয়াল স্পেস এর সম্মানিত ক্রেতাগণের জন্য শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র পক্ষ থেকে সহজ শর্তে ও দ্রুততম সময়ের মধ্যে বিনিয়োগ সুবিধা অনুমোদন এবং বিনিয়োগ মুনাফার হারে বিশেষ ছাড় প্রদান করা হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র উপব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম, ব্যাংকের রিক্স ম্যানেজমেন্ট বিভাগের ইভিপি মোহাম্মদ আবু ছায়েম, করপোরেট প্রধান কার্যালয়ের রিটেইল ব্যাংকিং ডিপার্টমেন্টের প্রধান এস. এম. মহিউদ্দিন, ব্যাংকের পান্থপথ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ নুরুন্নবী এবং ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড টেকনোলজিস লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার-অপারেশন সৈয়দ মোজহার-উজ-জামান-সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/এসআই
সংশ্লিষ্ট
সাউথইস্ট ব্যাংকের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। বেসরকারি খাতের ব্যাংকটি ১৯৯৫ সালে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক শিল্পপতি এম এ কাশেমের হাত ধরে গৌরবময় পথচলা শুরু করে। প্রথম থেকেই দেশের ব্যাংকিং খাতে আস্থা, উদ্ভাবন ও মানসম্পন্ন সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত গড়ে তুলেছে ব্যাংকটি। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্টের প্রতিষ্ঠাতা সদস্য এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে চারবার দায়িত্ব পালন করেন।গত তিন দশকে ব্যাংকটি রূপ নিয়েছে একটি আধুনিক, ভবিষ্যৎমুখী আর্থিক প্রতিষ্ঠানে, যার মূল লক্ষ্য ছিল আর্থিক অন্তর্ভুক্তি, টেকসই প্রবৃদ্ধি, ডিজিটাল উদ্ভাবন এবং নিরবচ্ছিন্ন গ্রাহকসেবা। দেশজুড়ে বিস্তৃত শাখা নেটওয়ার্ক ও প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে ব্যাংকটি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সম্মানিত সচিব মিস নাজমা মোবারেক, তিনি ব্যাংকটির আর্থিক ও সামাজিক খাতে অব্যাহত অবদানকে সাধুবাদ জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জনাব মোহাম্মদ জাকির হোসাইন চৌধুরী। ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান জনাব এম. এ. কাশেম, এই দীর্ঘ যাত্রায় গ্রাহক, অংশীদার ও সকল কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সততা, আস্থা আর উদ্ভাবনের পথ ধরেই আমাদের এগিয়ে চলা।এছাড়াও মূল্যবান বক্তব্য রাখেন ব্যাংকের সম্মানিত ভাইস চেয়ারপারসন মিসেস রেহানা রহমান। এছাড়াও স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব আবিদুর রহমান চৌধুরী।সাউথইস্ট ব্যাংকের গৌরবময় পথচলা যার হাত ধরে তিনি হলেন জনাব এম. এ. কাশেম, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্টের প্রতিষ্ঠাতা সদস্য এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে চারবার দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের সকল ব্যবসায়ীদের শীর্ষ সংস্থা ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সফল সভাপতি ছিলেন তিনি। জনহিতৈষী, বিশিষ্ট শিল্পপতি জনাব কাশেম একজন শিক্ষার নিবেদিত প্রাণ পৃষ্ঠপোষক, বিশিষ্ট সমাজসেবী এবং একজন সক্রিয় সমাজকর্মী। এছাড়াও দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিত্বকারী অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটি (এপিইউবি) সাবেক চেয়ারম্যান ছিলেন।জনাব কাশেম দীর্ঘ ১৭ বছর উপমহাদেশের ভেষজ ওষুধের শীর্ষস্থানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের সদস্য ছিলেন। একজন প্রথিতযশা ব্যবসায়ি হিসেবে তিনি এফবিসিসিআই এর বাণিজ্য প্রতিনিধিদলের এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির হয়ে বিশ্বের সব বড় শহরে বাংলাদেশের ব্যবসায়ী ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে প্রতিনিধি দলের নেতৃত্ব প্রদান করেছেন।সাউথইস্ট ব্যাংকের প্রাণপুরুষ জনাব এম.এ. কাশেম শুরু থেকেই স্বপ্ন দেখেছিলেন এমন একটি ব্যাংকের, যা শুধু আর্থিক সেবা নয়, সমাজের উন্নয়নেও ভূমিকা রাখবে। তাঁর দূরদর্শী নেতৃত্বে সাউথইস্ট ব্যাংক হয়ে উঠেছে একটি নিরাপদ, বিশ্বাসযোগ্য এবং অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠান, যা প্রতিনিয়ত মানুষের আস্থা অর্জন করে এগিয়ে যাচ্ছে উচ্চতার শিখরে। তিনি আরো বলেন, ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারীর ঐকান্তিক প্রচেষ্টা, নিষ্ঠা ও ভালোবাসার কারণেই ব্যাংকটি শত প্রতিকূলতার মধ্যেও টেকসই উন্নয়ন অর্জনে সক্ষম হয়েছে। তিনি কর্মীদের এই অবদানের জন্য গভীর প্রশংসা করেন এবং তাদের ব্যাংকের প্রতি ভালোবাসা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।এই ৩০ বছরের প্রাপ্তির পেছনে যাঁরা আছেন- প্রতিটি গ্রাহক, অংশীদার, কর্মকর্তা ও শুভানুধ্যায়ী- তাঁদের প্রতি সাউথইস্ট ব্যাংক জানায় আন্তরিক কৃতজ্ঞতা। গ্রাহকের আস্থা ছিলো ব্যাংকের চালিকাশক্তি, গ্রাহকের ভালোবাসাই ব্যাংকের পথচলার অনুপ্রেরণা। মূল্যবোধকে আঁকড়ে ধরে, সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে, সাউথইস্ট ব্যাংক এগিয়ে যাচ্ছে এক নতুন প্রত্যয়ে- সেবা দিতে, সম্ভাবনা গড়তে এবং অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে।এছাড়াও উক্ত অনুষ্ঠানে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ব্যাংকের সম্মানিত গ্রাহকবৃন্দ, শিল্পী সাহিত্যিক, অর্থনৈতিক-বাণিজ্যিক, সাংস্কৃতিক, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, ব্যাংকের ঢাকা জেলার নির্বাহী-কর্মকর্তাবৃন্দ ছাড়াও সমাজের বিভিন্ন অঙ্গনের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।সাউথইস্ট ব্যাংক পিএলসি- সমৃদ্ধির পথে এই যাত্রা চলমান- গ্রাহকের সাথে, গ্রাহকদের জন্য।ভোরের আকাশ/এসআই
র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড এর সোনারতরী শোরুমে ২৫ মে, ২০২৫ তারিখে বিশ্বের অন্যতম শীর্ষ ব্র্যান্ড ঝড়হু-এর টিভি এবং হোম অডিও ভিডিও পণ্যের ঈদ ক্যাম্পেইন “Sony-Rangs Big Buzz Offer”-র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড এর সম্মানিত ভাইস চেয়ারম্যান, মিসেস সাচিমি হোসেন; ব্যবস্থাপনা পরিচালক মি. একরাম হোসেন; মি. বে জি হুন, প্রেসিডেন্ট, সনি সিঙ্গাপুর রিজিওনাল মার্কেটিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার, মি. ইয়াপ ইউং, হেড অফ মার্কেটিং, সনি সিঙ্গাপুর আরএমডিসি এবং মি. রিকি লুকাস, ব্রাঞ্চ হেড, সনি ইলেকট্রনিক্স বাংলাদেশ ব্রাঞ্চ যৌথভাবে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন।এই অফারের মাধ্যমে গ্রাহকরা বিশেষ ছাড় এবং বান্ডেল অফার উপভোগ করবেন। প্রথম ২৫ জন ভাগ্যবান গ্রাহক ২৯৯,৯৯৯ টাকায় Sony BRAVIA 8 Series ৫৫” OLED, ৩৪,৯০০ টাকায় Shake-X10D এবং ১১,৯০০ টাকায় HT-S100F কেনার সুযোগ পাবেন। এছাড়াও Sony TV এবংSoundbar বান্ডেল কেনার ক্ষেত্রে ১০% ছাড় দেওয়া হবে। ঈদের দিন পর্যন্ত, সীমিত স্টক সহ, এই অফারটি দেশব্যাপী সমস্ত শোরুম এবং অনলাইন স্টোর, ংযড়ঢ়.ৎধহমং.পড়স.নফ-তে পাওয়া যাবে। ভোরের আকাশ/এসআই
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড টেকনোলজিস লিমিটেডের মধ্যে রবিবার ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদের উপস্থিতিতে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোস্তফা হোসেন এবং ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ আবুল হাসেম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষরের পর শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদ, ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ আবুল হাসেমের সাথে ডকুমেন্ট হস্তান্তর করেন।উক্ত চুক্তির আওতায় ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড টেকনোলজিস লিমিটেড কর্তৃক নির্মিত ফ্ল্যাট এবং কমার্শিয়াল স্পেস এর সম্মানিত ক্রেতাগণের জন্য শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র পক্ষ থেকে সহজ শর্তে ও দ্রুততম সময়ের মধ্যে বিনিয়োগ সুবিধা অনুমোদন এবং বিনিয়োগ মুনাফার হারে বিশেষ ছাড় প্রদান করা হবে।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র উপব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম, ব্যাংকের রিক্স ম্যানেজমেন্ট বিভাগের ইভিপি মোহাম্মদ আবু ছায়েম, করপোরেট প্রধান কার্যালয়ের রিটেইল ব্যাংকিং ডিপার্টমেন্টের প্রধান এস. এম. মহিউদ্দিন, ব্যাংকের পান্থপথ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ নুরুন্নবী এবং ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড টেকনোলজিস লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার-অপারেশন সৈয়দ মোজহার-উজ-জামান-সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ভোরের আকাশ/এসআই
নতুন ঠিকানায় উদ্বোধন হলো ন্যাশনাল ব্যাংকের গাজীপুর শাখা।গতকাল শনিবার গাজীপুর শাখা আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক-ইনচার্জ কাজী কামাল উদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক-ইনচার্জ মো. আব্দুর রহিম।এসময় ন্যাশনাল ব্যাংকের গাজীপুর শাখার ব্যবস্থাপক ও এসভিপি তাপস চন্দ্র চক্রবর্তী, শাখার কর্মকর্তা-কর্মচারী, স্বনামধন্য ব্যবসায়ী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।নতুন ঠিকানাতে ন্যাশনাল ব্যাংকের গাজীপুর শাখায় গ্রাহকের প্রতি সেবার মান ও পরিধি আরো বৃদ্ধি পাবে বলে আমন্ত্রিত অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।ভোরের আকাশ/এসএইচ