× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উৎকণ্ঠা কাটিয়ে স্থিতিশীল ডলারের বিনিময় হার

তাকী মোহাম্মদ জোবায়ের

প্রকাশ : ১৬ মে ২০২৫ ০৮:২০ পিএম

উৎকণ্ঠা কাটিয়ে স্থিতিশীল ডলারের বিনিময় হার

উৎকণ্ঠা কাটিয়ে স্থিতিশীল ডলারের বিনিময় হার

নিয়ন্ত্রিত উপায়ে ডলারের বিনিময় হার বাজারভিত্তিক করার সুফল মিলেছে। দ্বিতীয় দিনেও টাকার বিপরীতে মার্কিন মুদ্রাটির দাম স্থিতিশীল ছিল। ফলে ডলারের দাম নিয়ে যে উৎকণ্ঠা তৈরি হয়েছিল আপাতত তা কেটে গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গতকাল বৃহস্পতিবার অধিকাংশ ব্যাংক আমদানি ঋণপত্র খুলেছে ১২২ টাকায়। বাংলাদেশ ব্যাংক প্রতিদিন ডলারের বিনিময় হারের যে গড় প্রকাশ করে সেখানেও ১২২ টাকায় দাম স্থিতিশীল দেখা গেছে। তবে দুইটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক ১২২ টাকা ৫০ পয়সা দরে প্রবাসীদের থেকে ডলার কিনেছে। 

তারা জানিয়েছে, লাভের বিষয়টি বিবেচনা না করে গ্রাহকের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খোলা বাজারেও একই অবস্থা। আগের মতোই গতকাল প্রতি ডলার বিক্রি হয়েছে ১২৬ টাকা ২০ পয়সায়। মানি চেঞ্জারগুলো প্রতি ডলার কিনেছে ১২৫ টাকা ১০ পয়সায়। 

গতকাল ব্যাংকগুলোর ট্রেজারি প্রধানদের এক অনানুষ্ঠানিক বৈঠকে ডলারের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে। এর একদিন আগেই বুধবার ডলারের দাম বাজারভিত্তিক করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে ওইদিন সকালে সকল ব্যাংকের প্রধানদের বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ডেকে ডলারের দাম না বাড়াতে কঠোরভাবে নির্দেশনা দিয়েছেন গভর্নর আহসান এইচ মনসুর। এমনটা জানিয়েছেন বৈঠকে উপস্থিত একাধিক ব্যক্তি। 

একই দিনে ৯টি ব্যাংকে বিশেষ পরিদর্শন শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক, এসব ব্যাংকে ডলারের দাম নিয়ে কারসাজি হয়েছে কি না তা খতিয়ে দেখতে। পাশাপাশি ডলারের বাজারে হস্তক্ষেপ করতে ৫০ কোটি ডলারের বিশেষ তহবিল গঠনের কথাও বুধবার সংবাদ সম্মেলনে জানিয়েছেন গভর্নর। ব্যাংকারদের ভাষ্য, ঈদ সামনে রেখে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে, ফলে ডলারের সরবরাহও যথেষ্ট রয়েছে। এ কারণে বাজারে কোনও অস্বাভাবিকতা বা ডলার সংকট দেখা যায়নি। এসব কারণে বাজারভিত্তিক করার পর দুই দিনেও ডলারের বিনিময় হার অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। 

আইএমএফের ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড়ের শর্ত পালন করতে গিয়ে গত ১৪ মে ডলারের বিনিময় হার বাজারভিত্তিক করে দেয় বাংলাদেশ ব্যাংক। এর আওতায় ব্যাংকগুলো নিজেদের মধ্যে দর-দাম আলোচনা করে ডলার লেনদেন করতে পারবে। তবে বাজারভিত্তিক হার চালু হলেও এখনও একটি নির্দিষ্ট সীমার মধ্যে বিনিময় হার বজায় রাখতে হবে, এমন একটি অঘোষিত সীমা ঠিক করে রেখেছে বাংলাদেশ ব্যাংক। 

আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন, কেন্দ্রীয় ব্যাংক বাজারে অদৃশ্য নিয়ন্ত্রণ বজায় রেখেছে যাতে ডলারের দাম বেড়ে গিয়ে জনজীবনে অস্বস্তি বয়ে না আনে। গত কয়েক মাস ধরেই ব্যাংকগুলো ১২২ থেকে ১২২ টাকা ৫০ পয়সা দরে ডলার লেনদেন করে আসছে। বাজারভিত্তিক বিনিময় হার চালুর পরও আপাতত সেই দামেই লেনদেন হচ্ছে। 

ডলারের বিনিময় হার বাজারভিত্তিক করার সিদ্ধান্তকে সময়োপযোগী ও বাস্তবমুখী বলে মনে করছেন অর্থনীতিবিদ ও বিশ্লেষকেরা। তাদের মতে, রপ্তানি ও প্রবাসী আয় ঊর্ধ্বমুখী থাকায় এবং বৈশ্বিক বাজারে জ্বালানি ও অন্যান্য পণ্যের দাম কমার প্রেক্ষাপটে এই পদক্ষেপ এখন গ্রহণযোগ্য। তবে তারা সতর্ক করে বলেছেন, এই ‘বাজারভিত্তিক ব্যবস্থা’ যেন অশুভ চক্রের খেলার মাঠে পরিণত না হয়। কেউ যাতে কৃত্রিমভাবে বাজারকে অস্থির করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি প্রয়োজন।

এদিকে বাংলাদেশ ব্যাংকও জানিয়েছে, তারা সার্বক্ষণিক বাজার পর্যবেক্ষণ করছেন। প্রতিদিন দুইবার বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট দপ্তরে রিপোর্টিং করতে হচ্ছে ডলার কেনা-বেচাকারী ব্যাংকগুলোকে। পাশাপাশি ১ লাখ ডলারের বেশি লেনদেন হলে সাথে সাথেই রিপোর্ট করতে হচ্ছে। ১৪ তারিখ একটি প্রজ্ঞাপন জারি করে রিপোটিংয়ের এই নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ। ডলারের দাম বাজারভিত্তিক করা নিয়ে আইএমএফের সঙ্গে কয়েক মাস ধরে বাংলাদেশের দর-কষাকষি চলছিল। মূলত সে কারণে আইএমএফ ঋণের কিস্তি আটকে ছিল। 

এর মধ্যে মঙ্গলবার দৈনিক ভোরের আকাশে সংবাদ প্রকাশিত হয়, বিনিময় হারে নমনীয় করতে রাজি হয়েছে কেন্দ্রীয় ব্যাংক। যার পরিপ্রেক্ষিতে চলমান ৪৭০ কোটি ডলারে ঋণের দুটি কিস্তির ১৩০ কোটি ডলার আগামী জুনে একসঙ্গে ছাড় করতে রাজি হয় আইএমএফ। 

এরপর বুধবার গভর্নর আহসান এইচ মনসুর সংবাদ সম্মেলন ডেকে জানান, ডলারের বিনিময় হার এখন থেকে ‘বাজার’ ঠিক করবে। ওইদিন অর্থ মন্ত্রণালয় ও আইএমএফের মধ্যে কর্মকর্তা পর্যায়ের চুক্তি হয় ঋণের কিস্তি পাওয়ার পদক্ষেপ হিসেবে। 

বিনিময় হার বাজারভিত্তিক করায় হঠাৎ রেট অনেক বেড়ে যাবে না, সংবাদ সম্মেলনে এমন আশ্বাস দিয়ে গভর্নর বলেন, ডলার রেট অনেক দিন এক জায়গায় অর্থাৎ ১২২ টাকায় আছে। এখনো এটি আশপাশেই থাকবে। বাংলাদেশের ডলারের রেট বাংলাদেশের মাটিতেই ঠিক হবে, অন্য কোনও দেশে ঠিক হবে না বলেও ওইদিন দৃঢ় বক্তব্য দেন আইমএফের সাবেক কর্মকর্তা আহসান এইচ মনসুর। 

এদিকে ডলারের বিনিময় হার বাজারভিত্তিক করার প্রতিক্রিয়া জানতে চাইলে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ডলারের বাজার এখন স্থিতিশীল। বাজারভিত্তিক ব্যবস্থার দিকে যাওয়াটা সঠিক সিদ্ধান্ত। তবে এখন সবাইকে নিজেদের জায়গা থেকে দায়িত্বশীল হতে হবে। কেউ যদি সুযোগ নিয়ে ডলারের বাজারে কৃত্রিম চাপ তৈরির চেষ্টা করে, সেটা দেশের জন্য ক্ষতিকর হবে। আমরা আশাবাদী বাজার স্থিতিশীল থাকবে। 

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট এক কর্মকর্তা ভোরের আকাশ’কে জানান, বাংলাদেশ ব্যাংক বর্তমানে ‘ক্রলিং পেগ’ নামে একটি নতুন বিনিময় হার পদ্ধতিতে ডলারের দর নির্ধারণ করে। এটিও চালু হয়েছিল আইএমএফের পরামর্শে। এই পদ্ধতিতে বৈদেশিক মুদ্রা বেচা-কেনায় এতদিন আড়াই শতাংশ হারে বাড়ানো বা কমানো যেত। ক্রলিং পেগে বর্তমানে প্রতি ডলারের মধ্যবর্তী দর ১১৯ টাকা। এর সঙ্গে বিদ্যমান আড়াই শতাংশের পরিবর্তে সর্বোচ্চ ৫ শতাংশ করিডোর (সীমা) দেওয়া হতে পারে। এতে করে যদি বাড়ে তাহলে সর্বোচ্চ এক থেকে ২ টাকা বাড়বে। তবে বর্তমান বিশ্ব বাজার পরিস্থিতি বিবেচনা করলে বাড়ার সম্ভাবনা কম। 

আরেকটি সূত্রে জানা গেছে, আইএমএফ সর্বশেষ বৈঠকে এই করিডোর ১০ শতাংশ নির্ধারণ করার জন্য চাপ দিয়েছিল বাংলাদেশকে। তবে এটি ৫ শতাংশের বেশি করতে স্পষ্ট ও কঠোর নারাজি প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। শেষ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তেই সম্মতি প্রকাশ করে আন্তর্জাতিক ঋণদাতা সংস্থা আইএমএফ। বিনিময় হার বাজারভিত্তিক করার ঘোষণা দেওয়ার পর ওইদিন সন্ধ্যায় ঋণ ছাড়ের বিষয়ে একটি স্টাফ-লেভেল চুক্তি চূড়ান্ত হয়েছে বলে আইএমএফ তাদের ওয়েবসাইটে জানিয়েছে। এই অর্থ ছাড় হলে ইসিএফ, ইএএফ ও আরএসএফ মিলিয়ে আইএমএফ-এর মোট ঋণ সহায়তা দাঁড়াবে ৫৪০ কোটি ডলার। আইএমএফের নির্বাহী বোর্ডের অনুমোদনের পর এই অর্থ ছাড় হবে জুনে। 

এদিকে গতকাল বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান বলেছেন, সংস্কারের বিষয়ে বাংলাদেশের যে সদিচ্ছা আছে, আন্তর্জাতিক সম্প্রদায়কে সেই বার্তা দিতেই ডলারের দাম বাজারভিত্তিক করা হয়েছে। বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত ‘সামষ্টিক অর্থনীতি নিয়ে মাসিক বিশ্লেষণ’ (এমএমআই) শীর্ষক অনুষ্ঠানে ডেপুটি গভর্নর এই মন্তব্য করেছেন। 

তিনি বলেছেন, কাক্সিক্ষত মাত্রার চেয়ে ডলারের দাম বেশি বেড়ে গেলে বাংলাদেশ ব্যাংক হস্তক্ষেপ করবে। বাংলাদেশ ব্যাংকের এই সাবেক প্রধান অর্থনীতিবিদ বলেন, ডলারের দাম বাজারভিত্তিক করার পর বুধবার টাকার বিনিময় হার কিছুটা ওঠানামা করলেও সেভাবে অবমূল্যায়ন হয়নি। অর্থাৎ অবমূল্যায়নের চাপ দেখা যায়নি। আরও দুয়েক দিন পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। তখন বোঝা যাবে, কী হতে যাচ্ছে। মনে হচ্ছে, বৈদেশিক মুদ্রার চাহিদা ও সরবরাহের মধ্যে সুন্দর ভারসাম্য তৈরি হয়েছে। ফলে টাকার বিনিময় হারের অনাকাক্সিক্ষত অবমূল্যায়ন বা চাপ আসবে না বলে মনে করছেন তিনি। তবে বাংলাদেশ ব্যাংক যদি মনে করে, কাক্সিক্ষত মাত্রার চেয়ে টাকার বেশি অবমূল্যায়ন হয়েছে, তাহলে হস্তক্ষেপ করবে। বাংলাদেশ ব্যাংকের কাছে সেই হাতিয়ার আছে বলে জানান ড. হাবিব।

ভোরের আকাশ/এসএইচ

  • শেয়ার করুন-
২ বিলিয়ন ডলার কিনে ডলারের দাম স্থিতিশীল রাখছে বাংলাদেশ ব্যাংক

২ বিলিয়ন ডলার কিনে ডলারের দাম স্থিতিশীল রাখছে বাংলাদেশ ব্যাংক

স্থিতিশীলতা আনতে আরও ১৩০ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

স্থিতিশীলতা আনতে আরও ১৩০ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

স্থিতিশীলতা আনতে আরও ১৩০ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

স্থিতিশীলতা আনতে আরও ১৩০ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

সঞ্চয়পত্রের বাজার তৈরির পরামর্শ দিলেন গভর্নর

সঞ্চয়পত্রের বাজার তৈরির পরামর্শ দিলেন গভর্নর

সেপ্টেম্বরের ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯০ কোটি ডলার

সেপ্টেম্বরের ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯০ কোটি ডলার

 মাদ্রাসার ছাত্রদের জন্য নতুন ক্রিকেট টুর্নামেন্টের পরিকল্পনা বিসিবির

মাদ্রাসার ছাত্রদের জন্য নতুন ক্রিকেট টুর্নামেন্টের পরিকল্পনা বিসিবির

 তুর্কি ড্রামা ‘কুরলুস উসমান’ দেখে ইসলাম ধর্ম গ্রহণ করলেন স্কটল্যান্ডের নারী

তুর্কি ড্রামা ‘কুরলুস উসমান’ দেখে ইসলাম ধর্ম গ্রহণ করলেন স্কটল্যান্ডের নারী

 মিয়ানমারে বৌদ্ধ উৎসবস্থলে সামরিক বোমা হামলা, নিহত অন্তত ৪০

মিয়ানমারে বৌদ্ধ উৎসবস্থলে সামরিক বোমা হামলা, নিহত অন্তত ৪০

 বদলি ও পদায়নে নতুন নীতিমালা কার্যকর করল শিক্ষা মন্ত্রণালয়

বদলি ও পদায়নে নতুন নীতিমালা কার্যকর করল শিক্ষা মন্ত্রণালয়

 যুক্তরাষ্ট্র পাকিস্তানের কাছে উন্নত এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে

যুক্তরাষ্ট্র পাকিস্তানের কাছে উন্নত এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে

 ট্রাম্পের জন্মদিনে হোয়াইট হাউসে ইউএফসি লড়াই: ইতিহাসের নতুন অধ্যায়

ট্রাম্পের জন্মদিনে হোয়াইট হাউসে ইউএফসি লড়াই: ইতিহাসের নতুন অধ্যায়

 বিয়ের সাজে কেয়া পায়েল: অভিনয় ও ব্যবসার দুই জগতেই নজর কাড়লেন তিনি

বিয়ের সাজে কেয়া পায়েল: অভিনয় ও ব্যবসার দুই জগতেই নজর কাড়লেন তিনি

 শাকিব খানের ‘সোলজার’-এর প্রথম লুক প্রকাশ

শাকিব খানের ‘সোলজার’-এর প্রথম লুক প্রকাশ

 বিসিবি নির্বাচনের পর কমিটিতে দায়িত্ব বণ্টন সম্পন্ন

বিসিবি নির্বাচনের পর কমিটিতে দায়িত্ব বণ্টন সম্পন্ন

 আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে সিরিজ শুরুর লক্ষ্য বাংলাদেশের

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে সিরিজ শুরুর লক্ষ্য বাংলাদেশের

 বাংলাদেশ-সৌদি আরবের সম্পর্ক ‘দীর্ঘমেয়াদি বন্ধুত্বের প্রতীক’: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ-সৌদি আরবের সম্পর্ক ‘দীর্ঘমেয়াদি বন্ধুত্বের প্রতীক’: পররাষ্ট্র উপদেষ্টা

 ২০০ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি

২০০ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি

 পে স্কেল নিয়ে এখনই সিদ্ধান্ত নয়: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন

পে স্কেল নিয়ে এখনই সিদ্ধান্ত নয়: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন

 দুই বছরে গাজায় ইসরায়েলের হামলায় ২৫০ ইমাম নিহত, ৮৩৫ মসজিদ ধ্বংস

দুই বছরে গাজায় ইসরায়েলের হামলায় ২৫০ ইমাম নিহত, ৮৩৫ মসজিদ ধ্বংস

 নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে মালদ্বীপে প্রবাসীদের স্মারকলিপি

নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে মালদ্বীপে প্রবাসীদের স্মারকলিপি

 কখন বুঝবেন আপনার শরীর ও মন বিশ্রাম চাইছে

কখন বুঝবেন আপনার শরীর ও মন বিশ্রাম চাইছে

 সকালে কমলার রস খাওয়া কি ক্ষতিকর? জানুন বিশেষজ্ঞদের মতামত

সকালে কমলার রস খাওয়া কি ক্ষতিকর? জানুন বিশেষজ্ঞদের মতামত

 যেসব স্বাস্থ্য সমস্যায় কখনোই এআইয়ের পরামর্শ নেওয়া উচিত নয়

যেসব স্বাস্থ্য সমস্যায় কখনোই এআইয়ের পরামর্শ নেওয়া উচিত নয়

 শেখ হাসিনা ও কামাল নির্বাচনে অযোগ্য ঘোষণা

শেখ হাসিনা ও কামাল নির্বাচনে অযোগ্য ঘোষণা

সংশ্লিষ্ট

পে স্কেল নিয়ে এখনই সিদ্ধান্ত নয়: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন

পে স্কেল নিয়ে এখনই সিদ্ধান্ত নয়: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন

এক দিনের ব্যবধানে স্বর্ণের দামে নতুন রেকর্ড

এক দিনের ব্যবধানে স্বর্ণের দামে নতুন রেকর্ড

অর্থনীতি স্বস্তিতে থাকলেও অনেক চ্যালেঞ্জ রয়েছে: অর্থ উপদেষ্টা

অর্থনীতি স্বস্তিতে থাকলেও অনেক চ্যালেঞ্জ রয়েছে: অর্থ উপদেষ্টা

পে-স্কেল নিয়ে যে বার্তা দিলেন অর্থ উপদেষ্টা

পে-স্কেল নিয়ে যে বার্তা দিলেন অর্থ উপদেষ্টা