ভোরের আকাশ প্রতিবেদক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫ ০৩:৩৫ পিএম
সিটি কলেজের নামফলক খুলে ফেললো ঢাকা কলেজের শিক্ষার্থীরা
রাজধানীর ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ চলছে। এসময় সিটি কলেজে হামলা চালিয়ে কলেজটির নামফলক খুলে নিয়ে আসেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। সংঘর্ষ থামাতে এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে। এসময় শিক্ষার্থী ও পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পর দুপুরেও পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় শুরু হলে ওই এলাকার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনারের (ডিসি) মাসুদ আলম জানান, ঢাকা কলেজ, সিটি কলেজ ও পুলিশের ত্রিমুখী পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে শিক্ষার্থী ও পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।
ডিসি মাসুদ আলম আরও জানান, লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। যাতে বিশৃঙ্খলা না হয় সেজন্য ঢাকা ও সিটি কলেজের সামনে অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হচ্ছে।
ভোরের আকাশ/এসএইচ
ভোরের আকাশ প্রতিবেদক
প্রকাশ : ১ সপ্তাহ আগে
আপডেট : ১ ঘন্টা আগে
সিটি কলেজের নামফলক খুলে ফেললো ঢাকা কলেজের শিক্ষার্থীরা
রাজধানীর ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ চলছে। এসময় সিটি কলেজে হামলা চালিয়ে কলেজটির নামফলক খুলে নিয়ে আসেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। সংঘর্ষ থামাতে এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে। এসময় শিক্ষার্থী ও পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পর দুপুরেও পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় শুরু হলে ওই এলাকার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনারের (ডিসি) মাসুদ আলম জানান, ঢাকা কলেজ, সিটি কলেজ ও পুলিশের ত্রিমুখী পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে শিক্ষার্থী ও পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।
ডিসি মাসুদ আলম আরও জানান, লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। যাতে বিশৃঙ্খলা না হয় সেজন্য ঢাকা ও সিটি কলেজের সামনে অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হচ্ছে।
ভোরের আকাশ/এসএইচ