হকার্স মার্কেট উচ্ছেদের প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

হকার্স মার্কেট উচ্ছেদের প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ৫ দিন আগে

আপডেট : ৫ দিন আগে

হকার্স মার্কেট উচ্ছেদের প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

হকার্স মার্কেট উচ্ছেদের প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

হকার্স মার্কেটের ব্যবসায়ীদের  উচ্ছেদ চেষ্টা  প্রতিবাদে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নড়াইল হর্কাস মার্কেট চত্বরে এ মানববন্ধন ঘণ্টাব্যাপী চলে। মানববন্ধনে বক্তব্য দেন রূপগঞ্জ হকার্স মার্কেটের সভাপতি মাসুম জমাদ্দার।

তিনি বলেন, সম্প্রতি সময়ে শহরের মধ্য দিয়ে চার লেন সড়কের কার্যক্রম শুরু হওয়ার ঘোষণা হওয়ায় আমরা নিজ উদ্যোগে ও নিজ খরচে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো অপসারণ করি। দোকান অপসারণের পর হকার্স মার্কেটের ব্যবসায়ীদের জীবিকার পথ বন্ধ হয়ে যায়। ফলে তারা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন শুরু করে।

এ অবস্থায় জেলা প্রশাসকের নিকট তাদের পুনর্বাসনের দাবি জানালে তিনি মৌখিকভাবে জানান, রাস্তা ও ড্রেন নির্মাণের কাজ শেষ হওয়ার পর রাস্তার পাশে হকার্স মার্কেটের আওতাধীন অবশিষ্ট জায়গা যদি থাকে তাহলে সেখানে স্থায়ী ক্ষতিগ্রস্ত দোকানিদের পুনর্বাসন করা হবে। জেলা প্রশাসকের কথায় আশ্বস্ত হয়ে আমরা নিজ খরচে রাস্তার অবশিষ্ট জায়গাতে খুপড়ি দোকান ঘর নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছি।

তিনি আরও বলেন, একটি কুচক্রী মহল অনৈতিক সুবিধা আদায়ে ব্যর্থ হয়ে বিভিন্ন মহলে ভুয়া তথ্য দিয়ে আমাদের উচ্ছেদের পায়তারা করছে। এমনকি তারা জেলা প্রশাসকের নিকট একটি অভিযোগ করেছেন। বর্তমানে মার্কেটটি উচ্ছেদ করা হলে এ মার্কেটের হতদরিদ্র ব্যবসায়ীরা, তাদের পরিবারের সদস্যরা ও মার্কেটের সাথে সংশ্লিষ্ট কর্মচারীদের জীবিকা নির্বাহের পথ বন্ধ হয়ে যাবে।

ভোরের আকাশ/এসএইচ

  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

মাদকাসক্ত ছেলেকে জবাই করে হত্যার পর পিতার আত্মসমর্পণ

মাদকাসক্ত ছেলেকে জবাই করে হত্যার পর পিতার আত্মসমর্পণ

ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১২

ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১২

গাইবান্ধায় আগুনে পুড়লো ৩ দোকান; ১৩ লক্ষাধিক টাকার ক্ষতি

গাইবান্ধায় আগুনে পুড়লো ৩ দোকান; ১৩ লক্ষাধিক টাকার ক্ষতি

আমরা প্রতিহিংসার কিংবা প্রতিশোধের রাজনীতি করি না: ডা. শফিকুর রহমান

আমরা প্রতিহিংসার কিংবা প্রতিশোধের রাজনীতি করি না: ডা. শফিকুর রহমান

মন্তব্য করুন