নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৯ মে ২০২৫ ০৩:৩৩ এএম
অগ্রণী ব্যাংকে প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান
অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এবিটিআই) কর্তৃক আয়োজিত ১০ কর্মদিবসব্যাপী ইন্টারন্যাশনাল ট্রেড, পেমেন্ট এন্ড ফাইন্যান্স শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচীর সমাপনীতে প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) এবিটিআইয়ে অনুষ্ঠিত হয়।
এ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি’র উপব্যবস্থাপনা পরিচালক মো. আবুল বাশার। বিশেষ অতিথি ছিলেন মহাব্যবস্থাপক (রিকভারি) এ কে এম শামীম রেজা ও মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আমিনুল হক। সমাপনী অনুষ্ঠানের সভাপত্বি করেন এবিটিআই-এর পরিচালক ও উপমহাব্যবস্থাপক মো. রেজাউল করিম। প্রশিক্ষণ কোর্সে ব্যাংকের প্রধান কার্যালয়, সার্কেল, অঞ্চল ও বিভিন্ন শাখার ৪১ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
ভোরের আকাশ/এসআই