ফকিরাপুলে বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ

ফকিরাপুলে বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১ সপ্তাহ আগে

আপডেট : ১৫ মিনিট আগে

ফকিরাপুলে বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ

ফকিরাপুলে বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ

রাজধানীর ফকিরাপুলে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। ঢাকার ফকিরাপুলে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

রোববার (২০ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে মতিঝিলের ফকিরাপুল গরম পানির গলির একটি বাসার চতুর্থ তালায় এ দুর্ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালে নেওয়া হয়।

দগ্ধরা হলেন, কামরুন্নেসা রোজিনা (৪৫), তার ছেলে রিয়াজ হোসেন (২১) ও কামরুন্নেসার বোন কুলসুমা আক্তার (৩০)। তাদের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায়। রিয়াজ হোসেন ঢাকার শান্তিনগরের হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজের অনার্সের ছাত্র।

তাদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী ভাড়াটিয়া ইব্রাহিম খলিল জানান, দুই বোনই তালাকপ্রাপ্তা এবং চতুর্থ তলায় একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। তারা বাসায় রান্না করে বিভিন্ন মেসে খাবার সরবরাহ করতেন। সকালে দুটি চুলায় রান্নার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। ঘটনার পরপরই তিনি বাসায় গিয়ে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, ফকিরাপুলে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ তিন জনকে হাসপাতালে আনা হয়। দুই জনকে ভর্তি নেওয়া হয়েছে। বাকি একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

আগামীকাল রাজধানীর যেসব এলাকায় ৭ ঘণ্টা গ্যাস থাকবে না

আগামীকাল রাজধানীর যেসব এলাকায় ৭ ঘণ্টা গ্যাস থাকবে না

আমরা দ্রুততার সঙ্গে একটি জাতীয় সনদে উপনীত হতে চাই : আলী রীয়াজ

আমরা দ্রুততার সঙ্গে একটি জাতীয় সনদে উপনীত হতে চাই : আলী রীয়াজ

জামায়াতের নিজস্ব এজেন্ডা নেই: শফিকুর রহমান

জামায়াতের নিজস্ব এজেন্ডা নেই: শফিকুর রহমান

শব্দদূষণ রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: রিজওয়ানা হাসান

শব্দদূষণ রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: রিজওয়ানা হাসান

মন্তব্য করুন