ভোরের আকাশ ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৫ ০৩:৪৯ পিএম
কোরবানির সময় আহত হয়ে ঢামেকে ১৮৭ জন
কোরবানির ঈদের প্রথম দিনে রাজধানীসহ আশপাশের এলাকায় কোরবানি দিতে গিয়ে ও মাংস কাটাকাটি করতে গিয়ে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন অন্তত ১৮৭ জন।
শনিবার (৭ জুন) সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তারা ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর মাসুদ আলম।
হাসপাতালটির জরুরি বিভাগের চিকিৎসকরা বলছেন, আহতদের মধ্যে অধিকাংশই মৌসুমি কসাই।
এদিকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রের (পঙ্গু হাসপাতাল) জরুরি বিভাগ সূত্র জানিয়েছে, আজ সকাল থেকে এখানকার জরুরি বিভাগে ২৫০ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে শতাধিক কোরবানি দিতে গিয়ে আহত হয়েছেন। এই আহতদের অনেকের অস্ত্রোপচারের প্রয়োজন হবে।
ভোরের আকাশ/এসএইচ