ভোরের আকাশ ডেস্ক
প্রকাশ : ০৫ মে ২০২৫ ০৮:১১ পিএম
বেইলি রোডের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ টাওয়ার সেন্টার শপিং মল দশতলা ভবনের নিচ তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ভবনটি থেকে ১৮ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
সোমবার (৫ মে) সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে। ফায়ার সার্ভিসের ৯ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে ।
ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায়, শুরুতে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সেখানে গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয় আরও ছয়টি ইউনিট ।
সূত্র আরও জানায়, আগুন নেভানোর পাশাপাশি ভবনের ছাদে আশ্রয় নেয়া ব্যক্তিদের নিচে নামিয়ে আনতে থাকেন ফায়ার সার্ভিসের কর্মীরা। সেখান থেকে মোট ১৮ জনকে উদ্ধার করা হয়েছে।
আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ক্যাপিটাল সিরাজ সেন্টারের নামের বিভিন্ন তলায় পোশাক, প্রসাধনীসহ বিভিন্ন জিনিসের দোকান রয়েছে। আবার বেইলি রোডের বহুতল এই ভবনে আগুন লাগার পর আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভোরের আকাশ/আমর