ভোরের আকাশ ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৫ ০৪:৩৬ পিএম
সংগৃহীত ছবি
রাজধানীর সূত্রাপুর কাগজিটোলা এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে বাবা-মা ও ৩ সন্তান দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিদের রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধ ব্যক্তিরা হলেন ভ্যানচালক মো. রিপন পেদা (৩৫), তাঁর স্ত্রী মোছা. চাঁদনী (২৪), ছেলে তামিম পেদা (১৬), রোকন পেদা (১৪) ও মেয়ে আয়েশা (১)।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, দগ্ধ প্রত্যেকের অবস্থাই আশঙ্কাজনক। রিপনের শরীরের ৬০ শতাংশ, চাঁদনীর ৪৫, তামিমের ৪২, রোকনের ৬০ ও আয়েশা ৬৩ শতাংশ পুড়ে গেছে।
দগ্ধ চাঁদনীর মামা জাকির হোসেন বলেন, পাঁচতলা বাড়িটির নিচতলায় এক কক্ষে পরিবারটি ভাড়া থাকে। রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। তাঁরা ঘুমে থাকা অবস্থায় কক্ষটিতে আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় পরিবারটির পাঁচ সদস্যই দগ্ধ হন। পরে তাঁদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।
জাকির হোসেন আরো বলেন, কক্ষটিতে কীভাবে আগুন লাগল, সে বিষয়ে পরিবারটির সদস্যরা কিছু জানাতে পারেননি।
দগ্ধ রিপনের গ্রামের বাড়ি পটুয়াখালীর রাঙ্গাবালী।
ভোরের আকাশ/জাআ