নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ মে ২০২৫ ০১:৪০ এএম
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের সবাই মারা গেছে
গাজীপুরের জয়দেবপুর থানার মোগলখাল এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হওয়া একই পরিবারের পাঁচজনের সবাই মারা গেছেন। সর্বশেষ গত রোববার (৪ মে) রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ১০ বছর বয়সী শিশু তানজিলা।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
দগ্ধদের মধ্যে ছিলেন—সিমা আক্তার (৩০), পারভিন আক্তার (৩৫) ও তার এক বছরের ছেলে আয়ান, তাসলিমা বেগম (৩০) এবং তার মেয়ে তানজিলা (১০)। সবাই এক পরিবারের সদস্য।
ডা. শাওন জানান, তানজিলার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। একই দিন সকালে মারা যান পারভিন আক্তার, যার শরীরের ৩২ শতাংশ দগ্ধ ছিল।
এর আগে, শনিবার (৩ মে) এক বছরের আয়ান মারা যায়। তার আগের দিন, সোমবার (২৮ এপ্রিল) মারা যান সিমা আক্তার, যিনি ৯০ শতাংশ দগ্ধ হয়েছিলেন। আর মঙ্গলবার (২৯ এপ্রিল) মারা যান পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তাসলিমা বেগম, যিনি ৯৫ শতাংশ দগ্ধ ছিলেন।
উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যা সাতটার দিকে মোগলখাল এলাকায় একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই পরিবারের পাঁচজন দগ্ধ হন। পরে রাত পৌনে ১১টার দিকে তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
ভোরের আকাশ//র.ন