আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৫ ০৪:০৩ পিএম
ব্যাংককে ভূমিকম্পে ধসে পড়া ভবনে আটকা ৪৩
ভূমিকম্পের কারণে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি নির্মাণাধীন ৩০ তালা সরকারি অফিস ভবন ধসে পড়েছে। সেখানে কর্মরত অন্তত ৪৩ জন শ্রমিক ভেতরে আটকা পড়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ ও মেডিকেল কর্তৃপক্ষ। শুক্রবার বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
মিয়ানমারের ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, আমরা হতাহত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করার জন্য ইয়াঙ্গুনে অনুসন্ধান শুরু করেছি এবং ঘুরে দেখছি। এখনও পর্যন্ত আমাদের কাছে কোনো তথ্য নেই।
প্রতিবেশী থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভয়ে বাসিন্দারা উঁচু ভবন থেকে বেরিয়ে আসেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে ছাদের পুল থেকে পানি গড়িয়ে নিচে পড়েছে।
ভোরের আকাশ/এসএইচ