নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫ ০২:০০ পিএম
মেঘনার মুক্তি চেয়ে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি ২৭ বিশিষ্ট নারীর
মডেল মেঘনা আলমকে গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশের বিশিষ্ট ২৭ নারী। রোববার (২০ এপ্রিল) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পাঠানো এক স্মারকলিপিতে তারা এই উদ্বেগ জানান।
আইনজীবী, শিক্ষক, গবেষক, শিল্পীসহ বিভিন্ন পেশার প্রতিনিধিত্বকারী এই নারীরা স্মারকলিপিতে অভিযোগ করেন, মেঘনাকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে তা তার মৌলিক মানবাধিকার লঙ্ঘনের সামিল। একইসঙ্গে তারা অবিলম্বে মেঘনার মুক্তি এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দায়ীদের শাস্তি দাবি করেন।
তারা প্রশ্ন তোলেন, যখন সারা দেশেই নিরাপত্তাহীনতা বিরাজ করছে, তখন একজন নারীকে গ্রেপ্তারে এত রকমের বাহিনী মোতায়েনের প্রয়োজনীয়তা কী ছিল?
স্মারকলিপিতে সইকারী বিশিষ্ট নারীদের মধ্যে রয়েছেন আইনজীবী ইশরাত জাহান, তাবাসসুম মেহেনাজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মীর্জা তাসলিমা সুলতানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোশাহিদা সুলতানা, নৃবিজ্ঞানী ও চলচ্চিত্র নির্মাতা নাসরিন সিরাজ, সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান, আলোকচিত্রী পদ্মিনী চাকমা, লেখক ও গবেষক পারসা সানজানা প্রমুখ। তারা মেঘনার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্রের কাছে স্পষ্ট ব্যাখ্যা ও জবাবদিহিতাও দাবি করেন।
ভোরের আকাশ/এসএইচ