বাগেরহাটের চিতলমারী উপজেলায় প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অচ্যুতানন্দ দাসের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত উপজেলা ইন্সট্রাকটর রির্সোস সেন্টার অফিসার বরুণ কান্তি হালদার, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার দেবনাথ, মানস কুমার তালুকদার, প্রভাত হালদার, মনিরুজ্জামান, শংকর কুমার বিশ্বাস, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি মুকুল কিশোর মজুমদার, চিতলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. ইব্রাহিম ফকির, চিতলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি কাজী কামরুল ইসলাম প্রমুখ।অনুষ্ঠানে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাদ হোসেন ও উপজেলা ইন্সট্রাকটর রির্সোস সেন্টার অফিসার বরুণ কান্তি হালদারকে ফুল দিয়ে বরণ করা হয়েছে। এরপর উপজেলা ইন্সট্রাকটর রির্সোস সেন্টার অফিসার রীনা বিশ্বাস ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার দেবনাথকে বদলিজনিত বিদায় সংবর্ধণা বাবদ মানপত্র ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দক্ষিণ কলিগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শহিদুল ইসলাম। ভোরের আকাশ/জাআ
১৭ সেপ্টেম্বর ২০২৫ ০৫:৫২ পিএম
শ্রীবরদীতে প্রবীন শিক্ষক আবু ইউসুফের বিদায়ী সংবর্ধনা
বয়সের ভারে বিদায় নিতে হলো শেরপুরের শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের অমৃতা ইন্দিলপুর দারুল উলুম হাফেজিয়া মাদ্রারাসার জনপ্রিয় মোহ্তামিম হাফেজ মোঃ আবু ইউসুফকে। তাকে চোখের জলে বিদায় জানালো এলাকাবাসী, বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। শুক্রবার (২৫ জুলাই) সন্ধায় মাদ্রাসা ম্যানেজিং কমিটি, ব্লু স্কাই স্পোর্টিং ক্লাব ও ছাত্র সমাজ মাদ্রাসার মাঠে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করে। ছবি : ভোরের আকাশঅমৃতা ইন্দিলপুর দারুল উলুম হাফেজিয়া মাদ্রারাসার ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিতত্বে অনুষ্ঠিত এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য শ্রীবরদী-ঝিনাইগাতী আসনের সাবেক এমপি মাহমুদুল হক রুবেল। শিক্ষাবিদ সাইফুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।সাবেক এমপি মাহমুদুল হক রুবেল বলেন, একজন গুণি শিক্ষক বিদায় নেয়ায় আমাদের এ এলাকার অনেক ক্ষতি হয়ে গেলো। ওনার আলোয় আলোকিত হয়েছে আমাদের এলাকার অনেক ছেলে। আমরা তার আদর্শকে ধরে রাখবো। এ অনুষ্ঠানটি আয়োজন করা একটি ভালো উদ্যোগ। প্রতিটি এলাকায় গুণীশিক্ষকদের সম্মানে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হলে আমাদের ছেলেদের মানষিকতার পরিবর্তন ঘটবে।অমৃতা ইন্দিলপুর দারুল উলুম হাফেজিয়া মাদ্রারাসার নিজস্ব তহবিল না থাকলেও এলাকারবাসী, যুব ও ছাত্র সমাজ এবং মাদ্রাসার বর্তমান এবং সাবেক ছাত্ররা মিলে প্রায় সাড়ে তিন লাখ টাকা সংগ্রহ করে বিদায়ী এ গুণী শিক্ষককে অবসরকালীন অনুদান প্রদান করেন। উল্লেখ্য, হাফেজ মোঃ আবু ইউসুফ ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলা থেকে এ এলাকায় এসে প্রায় ত্রিশ বছর আগে প্রতিষ্ঠা করেন অমৃতা ইন্দিলপুর দারুল উলুম হাফেজিয়া মাদ্রারাসাটি। এরপর থেকে অনেক কষ্টে পাঠদান করে এ এলাকায় ইসলাম ধর্মীয় শিক্ষার আলো ছড়িয়েছেন।ভোরের আকাশ/এসএইচ
২৬ জুলাই ২০২৫ ১১:০১ এএম
পিরোজপুরে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
পিরোজপুরের নাজিরপুরের ঐতিহ্যবাহী গাওখালী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ২০২৫ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৪জুন) সকাল সাড়ে এগারোটায় কলেজ অডিটরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে বিদায় জানানো হয় পরীক্ষার্থীদের।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি এন পির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন, নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব, আবু হাসান খান, যুগ্ম আহবার মো. আসাদুজ্জামান টিপু হাজরা, নাজিরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক, এস এম সিপার।গাওখালী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি মো. মিজানুর রহমান শরীফ এর সভাপতিত্বে ও দেউলবাড়ী দোবড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- গাওখালী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।অনুষ্ঠান শেষে এইচ,এস,সি বিদায়ী শিক্ষার্থীদের উপহার সামগ্রী প্রদান করা হয়। পরে পরীক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এ বছর এই কলেজ থেকে ২২৯জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করবে।ভোরের আকাশ/আজাসা