২৪ এর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী সরকার পতনের আন্দোলনে মাগুরায় শহীদ হন ছাত্রনেতা মেহেদী হাসান রাব্বি।সোমবার (১৬ জুন) দুপুরে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে জর্জ আদালত অভিমুখে শহীদ রাব্বির খুনিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে একটি মিছিল বের হয়।এ সময় মিছিল শেষে উপস্থিত বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, শহীদ মেহেদী হাসান রাব্বি দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। তার খুনিরা এখনো প্রকাশ্যে ঘোরাফেরা করছে। প্রশাসন নিরব ভূমিকায় রয়েছে।বিক্ষোভকারীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, রাব্বির খুনিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুন।এ ঘটনায় গত (১৩ আগস্ট ) নিহত শহীদ রাব্বির ভাই ইউনুস আলী মাগুরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০০ জনের উপরে আসামি করা হয়েছে।শহীদ মেহেদী হাসান রাব্বি মাগুরা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক ছিলেন। সে মাগুরা পৌরসভার বরুণাতৈল গ্রামের মৃত ময়েন উদ্দিন বিশ্বাসের ছেলে।উল্লেখ্য, মাগুরায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার স্বৈরাচার সরকার পতনের আন্দোলনে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে স্থানীয় জনতার সাথে মিছিলের সামনে এগিয়ে গেলে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রাব্বি (৩৫)। গত ৪ আগস্ট মাগুরা শহরের ঢাকা রোড ব্রিজ এলাকায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন তিনি।ভোরের আকাশ/জাআ