নাইজেরিয়ার সোকোটো প্রদেশে একটি নৌকা ডুবে ৪০ জনের বেশি মানুষ নিখোঁজ হয়েছেন। দেশটির জরুরি ব্যবস্থাপনা সংস্থা রোববার এ তথ্য নিশ্চিত করেছে।বলা হয়, নৌকাটিতে মোট ৫০ জনেরও বেশি যাত্রী ছিল। এর মধ্যে প্রায় ১০ জনকে উদ্ধার করা হয়েছে, বাকিদের খোঁজে উদ্ধার তৎপরতা চলছে।নাইজেরিয়ায় প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। বিশেষ করে বর্ষাকালে নদী-হ্রদের পানি ফুলে ওঠে এবং অতিরিক্ত যাত্রীবোঝাই ও রক্ষণাবেক্ষণের অভাবে নৌকাডুবির ঘটনা বাড়ে।শুধু গত সপ্তাহেই মধ্য নাইজার প্রদেশে নৌকাডুবিতে ১৩ জন মারা যান। গত মাসে জিগাওয়া প্রদেশে ৬ মেয়ে কৃষিকাজ শেষে বাড়ি ফেরার পথে নৌকা ডুবে প্রাণ হারায়।এর আগে ২০২৪ সালের আগস্টে সোকোটোতেই ধানক্ষেতে যাচ্ছিলেন কৃষকরা—সেই কাঠের নৌকা ডুবে কমপক্ষে ১৬ জন নিহত হন।সূত্র : শাফাক নিউজ
১৮ আগস্ট ২০২৫ ০৯:৪১ এএম
চীনে ভারি বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ১৭, নিখোঁজ ৩৩
চীনের দক্ষিণাঞ্চলীয় দুই প্রদেশ গানসু ও গুয়াংডংয়ে প্রবল বর্ষণ ও তার ফলে সৃষ্ট হড়পা বান ও ভূমিধসে ১৭ জন নিহত হয়েছেন এবং এখনও নিখোঁজ আছেন কমপক্ষে ৩৩ জন। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়া।চীনের আবহাওয়া আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত গানসু এবং গুয়াংডংয়ে ১৯৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। প্রবল বর্ষণ এবং পাহাড়ি ঢলের জেরে গানসুর চার জেলা ইউঝৌং, লানঝৌ, লিনজিয়া এবং বাইয়িন-এ ইতোমধ্যে বন্যা দেখা দিয়েছে। ইউঝৌং-য়ের জিংলং পার্বত্য এলাকার বন্যা কবলিত ৪টি গ্রাম থেকে নিরাপদ স্থানে সরানো হয়েছে চার হাজারেরও বেশি মানুষকে।বর্ষণ ও ঝোড়ো আবহাওয়ার কারণে গানসুর উত্তরপূর্বাঞ্চলের বেশিরভাগ অঞ্চল বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় আছে।পাশাপাশি ভূমিধস এবং বন্যার কারণে বন্ধ আছে বেশিরভাগ সড়ক।এদিকে প্রবল বৃষ্টির কারণে চীনের আরেক প্রদেশ গুয়াংডংয়ের একটি গ্রামে বড় ভূমিধসের ঘটেছে।কাদা-মাটি-জঞ্জালের স্তূপ থেকে থেকে এখন পর্যন্ত ৭ জনকে জীবিত এবং ১৪ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে এখনও অন্তত ৩৩ জনের খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছে দুর্যোগ মোকাবিলা দপ্তরের উদ্ধারকারী বাহিনীর সদস্যরা। কয়েক ডজন বাড়িঘরও ধ্বংস হয়েছে ভূমিধসে।জুনের মাঝামাঝি থেকে বর্ষাজনিত বিভিন্ন দুর্যোগ দেখা দিচ্ছে চীনে।গত সপ্তাহে রাজধানী বেইজিংয়ে প্রবল বর্ষণ ও তার জেরে সৃষ্ট হড়কা বানে অন্তত ৩০ জনের প্রাণহানি হয়েছে।ভোরের আকাশ/তা.কা
০৯ আগস্ট ২০২৫ ১২:০৭ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় মামার বাড়ি থেকে ফেরার পথে ২ শিশু নিখোঁজ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পার হলেও তাদের সন্ধান মেলেনি। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেছে পরিবার।নিখোঁজরা হলেন- উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কুচনী গ্রামের বাসিন্দা অটোরিকশা চালক ছবীর হোসেনের ১২ বছর বয়সী মেয়ে নুসরাত জাহান ও ৫ বছরের ইসরাত জাহান মীম। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৫ টার দিকে মামার বাড়ি বুড্ডা থেকে নিজ বাড়ি কুচনী গ্রামের ফেরার উদ্দেশ্যে রওনা হয় তারা। এরপর থেকে তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছে না। সর্বশেষ শুক্রবার (১আগস্ট) সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ ২ বোনের সন্ধান মিলেনি। পরিবারের সদস্যরা জানান, দুই শিশুর সন্ধানে গতকাল (বৃহস্পতিবার) আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর সহযোগিতায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয়েছে, রাতে মাইকিং করা হয়েছে; খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কিন্তু দুই বোনের খোঁজ মেলেনি।এ ঘটনায় শুক্রবার দুপুরে সরাইল থানায় জিডি করেছেন নিখোঁজদের বাবা ছবীর হোসেন। প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তারা। জিডির বিষয়টি নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, তাদের বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। ভোরের আকাশ/হ.র
০১ আগস্ট ২০২৫ ১১:৩৫ পিএম
ভিয়েতনামের দিয়েন বিয়েনে বন্যায় মৃত্যু-নিখোঁজ ১৪
ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় প্রদেশ দিয়েন বিয়েনে ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যায় বেশ কয়েকজনের মৃত্যু ও নিখোঁজ হওয়ার খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।শুক্রবার (১ জুলাই) তিয়েন ফংয়ের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক ঘণ্টার তুমুল বৃষ্টির পর বৃহস্পতিবার রাতে নিচু এলাকার অনেক বাড়িঘর প্লাবিত হয়, প্রদেশের পাহাড়ি অনেক এলাকায় দেখা দেয় হঠাৎ বন্যা ও ভূমিধস।এসব ঘটনায় সব মিলিয়ে ১৪ জনের মৃত্যু বা নিখোঁজ হওয়ার কথা জানিয়েছে তারা।বন্যার কারণে দিয়েন বিয়েনের অনেক অংশে যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে বলে প্রাদেশিক গণকমিটির এক বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।হাং পু শি গ্রামে কাদার ধসে দুই শিশু চাপা পড়েছে, উদ্ধারকারীরা এখন পর্যন্ত তাদের মরদেহ খুঁজে পায়নি, বলা হয়েছে ওই বিবৃতিতে।প্রদেশটিতে ভারি বৃষ্টি অব্যাহত থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।ভোরের আকাশ/জাআ
০১ আগস্ট ২০২৫ ০৫:১১ পিএম
কাপাসিয়ায় নিখোঁজের তিনদিন পর লাশ উদ্ধার
গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীর ফকির মজনু শাহ সেতুর নিচে বাবা মায়ের সাথে গোসল করতে নেমে মানসিক ভারসাম্যহীন যুবক নিখোঁজের তিনদিন পর নদী থেকে লাশ উদ্ধার হয়েছে। রোববার (৬ জুলাই) উপজেলা রানিগঞ্জ এলাকার নির্মানাধীন ব্রিজের নিচ থেকে লাশ উদ্ধার করা হয়। গত ৪ জুলাই শুক্রবার উপজেলার কাপাসিয়া মধ্যপাড়া গ্রামের খোরশেদ আলম শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে নিখোঁজন হন। কাপাসিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে মানসিক ভারসাম্যহীন খোরশেদ আলম (৪০) প্রায় ২০ বছর ধরে মানসিকভাবে অসুস্থ। তার ২ মেয়ে ১ ছেলে রয়েছে। এলাকাবাসী ও স্থানীয় জাহাঙ্গীর হোসেন জানান, খোরশেদ আলম ওই দিন বেলা সাড়ে তিনটার দিকে বাবা-মার সাথে নদীতে গোসল করতে নামে নিখোঁজ হয়েছে। আমরা কাপাসিয়া ফায়ার সার্ভিসে খবর দিলে তারা উদ্ধার কাজ চালায়।কাপাসিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টাফ অফিসার জাকির হোসেন বলেন, নিখোঁজ-যুবকের লাশ রানীগঞ্জ এলাকায় নদীতে ভেসে উঠে এলাকাবাসী উদ্ধার করেন।ভোরের আকাশ/আজাসা
০৭ জুলাই ২০২৫ ০৬:৫০ পিএম
ইন্দোনেশিয়ার বালিতে ফেরিডুবি, নিখোঁজ ৪৩
ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ বালির কাছে যাত্রীবাহী একটি ফেরি ডুবে গেছে। ফেরিটিতে ৬৫ জন যাত্রী ছিলেন এবং এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত ৪৩ জন। এমন অবস্থায় নিখোঁজদের উদ্ধারে সমুদ্রে উত্তাল ঢেউয়ের মধ্যে রাতভর অনুসন্ধান চালিয়েছেন উদ্ধারকারীরা। বৃহস্পতিবার (৩ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।ইন্দোনেশিয়ার জাতীয় উদ্ধার সংস্থার তথ্য অনুযায়ী, কেএমপি তুনু প্রত্যমা জয়া নামের ফেরিটি বুধবার রাতের দিকে পূর্ব জাভার কেটাপাং বন্দর থেকে ছাড়ার প্রায় ৩০ মিনিট পরই ডুবে যায়। ফেরিটি বালির গিলিমানুক বন্দরের দিকে যাচ্ছিল, যা প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত। ফেরিটিতে মোট ৫৩ যাত্রী, ১২ কর্মী এবং ২২টি যানবাহন ছিল। যানবাহনগুলোর মধ্যে ১৪টিই ট্রাক।বানিউয়াঙ্গি জেলার পুলিশপ্রধান রামা সামতামা পুত্রা জানান, এ পর্যন্ত ২০ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অনেকেই দীর্ঘ সময় সাগরে ঢেউয়ের মধ্যে ভেসে থাকার কারণে অচেতন অবস্থায় ছিলেন। এ ছাড়া ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় ফেরিডুবি প্রায় নিয়মিত ঘটনা। দ্বীপসমৃদ্ধ দেশটির মানুষজন দ্বীপ থেকে দ্বীপে চলাচলের জন্য ফেরির ওপর নির্ভরশীল। অনেক সময় এসব নৌযানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়।উদ্ধারকর্মীরা জানিয়েছেন, তল্লাশি ও উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে।ভোরের আকাশ/এসএইচ
০৩ জুলাই ২০২৫ ১০:৫০ এএম
যমুনা নদীতে গোসলে নেমে স্কুল শিক্ষার্থী নিখোঁজ
সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে গোসল করতে নেমে মোছা. উর্মি খাতুন (৭) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।রবিবার (২২ জুন) দুপুর সাড়ে ১২ টার সময় উপজেলার সদিয়া চাঁদপুর ইউনিয়নের বার বয়লা নদীর ঘাটে এ ঘটনা ঘটে।সোমবার (২৩ জুন) সকাল ১০ টা থেকে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেছে৷নিখোঁজ উর্মি খাতুন উপজেলার বার বয়লা গ্রামের উজ্জ্বল হোসেনের মেয়ে ও বার বয়লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বানিখোঁজর বয়লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন জানান, গতকাল রবিবার দুপুরে নদীতে গোসল করতে গিয়ে ওই শিক্ষার্থী নিখোঁজ হন। স্থানীয়রা নদীতে জাল ফেলে খোঁজাখুঁজি করেও সন্ধান না মেলায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।নিখোঁজ শিশুর বাবা উজ্জ্বল হোসেন জানান, গতকাল দুপুরে সমবয়সী কয়েকজনের সাথে নদীতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে সবার অজান্তে আমার মেয়ে নদীর স্রোতে ডুবে যায়। আমরা অনেক খোঁজাখুঁজি করে না পেলে ফায়ার সার্ভিসকে খবর দেই৷ আজ সকাল থেকে ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে।এবিষয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের লিডার রবিউল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করেছি। এখন পর্যন্ত নিখোঁজ শিশুটি উদ্ধার হয়নি। আমাদের উদ্ধার অভিযান অব্যাহত আছে।সর্বশেষ তথ্য অনুযায়ী বিকেল সাড়ে ৬টা পর্যন্ত শিশুটির সন্ধান পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন ভোরের আকাশের জেলা প্রতিনিধি মো. মাসুদ রানা।ভোরের আকাশ/জাআ
২৩ জুন ২০২৫ ০৬:৫৫ পিএম
নিখোঁজ মডেলের মরদেহ মিললো খালে
গানের ভিডিও শুটিং করতে গিয়ে নিখোঁজ হন ভারতীয় মডেল সিমি চৌধুরী। গত শনিবার ১৪ জুন শুটিংয়ের কথা বলে বাড়ি থেকে বের হন। ওইদিন থেকে ফোন বন্ধ থাকায় কোনো খোঁজ মিলছিল না। সোমবার (১৬ জুন) ভারতের হরিয়ানা রাজ্যের সোনিপাত জেলার একটি খাল থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।ভারতীয় এই সংবাদমাধ্যমকে নিহতের বোন নেহা জানান, শীতল কর্মক্ষেত্র থেকে তাকে ফোন করে জানিয়েছিলেন, তার সাবেক প্রেমিক সুনীল তাকে শারীরিকভাবে নির্যাতন করছে এবং জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিছুক্ষণ পরে, তিনি তার বোনের সঙ্গে যোগাযোগ করতে পারেনি। যখন সে বাড়ি ফিরে আসেনি, তখন নেহা পুরাতন শিল্প পুলিশ স্টেশনে নিখোঁজ ব্যক্তির অভিযোগ দায়ের করে। বোনের মরদেহ উদ্ধারের পর শীতলের সাবেক প্রেমিক সুনীল এই ঘটনায় জড়িত থাকতে পারেন বলে দাবি করেন নেহা।পুলিশ জানিয়েছে, শীতলের হাতে ও বুকে উল্কিচিত্র ছিল। এসব চিহ্ন দেখে পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেন। মরদেহটি সোনিপাত জেলার খারখোদার রিলায়েন্স খাল থেকে উদ্ধার করা হয়।সোনিপাতের সহকারী পুলিশ কমিশনার অজিত সিং গণমাধ্যমকে বলেন, শীতলের পরিবার শনিবারই (১৪ জুন) নিখোঁজ ডায়েরি করেন। যা পানিপথের উরলানা কালান পুলিশ পোস্টে নথিভুক্ত হয়। তদন্তের ধারাবাহিকতায় সোমবার খারখোদা এলাকা থেকে উদ্ধার হওয়া মরদেহের বর্ণনার সঙ্গে মিল পাওয়ায় সেটি শীতলের দেহ বলে শনাক্ত করা হয়।ভোরের আকাশ/এসএইচ
১৭ জুন ২০২৫ ১১:২৫ এএম
যমুনায় নিখোঁজ গর্ভবতীর মরদেহ উদ্ধার, শিশুর খোঁজ মেলেনি এখনও
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার যমুনা নদীতে ডুবে যাওয়া আট মাসের অন্তঃসত্ত্বা নারী বর্ষা খাতুনের (২০) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ৪২ ঘণ্টা পর শুক্রবার (১৩ জুন) সকালে নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। তবে এখনো খোঁজ মেলেনি একই ঘটনায় নিখোঁজ শিশু লামিয়া খাতুনের (১০)।ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৭টার দিকে দৌলতপুর উপজেলার বাচামারা সংলগ্ন যমুনা নদীর একটি অংশে ভেসে ওঠা মরদেহটি উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের পাটুরিয়া স্টেশনের লিডার জাহিদুল ইসলাম জানান, দীর্ঘ প্রচেষ্টার পর একদিন পর অভিযান সমাপ্ত ঘোষণার মধ্যেই স্থানীয়দের সহায়তায় বর্ষার মরদেহ উদ্ধার সম্ভব হয়েছে। তবে নদীর প্রচণ্ড স্রোতের কারণে এখনো লামিয়ার সন্ধান মেলেনি।বর্ষা খাতুন বাচামারা গ্রামের মো. আব্দুল বয়াতীর মেয়ে এবং লামিয়া খাতুন একই গ্রামের মো. রাহেজ বয়াতীর মেয়ে। এখনো লামিয়ার সন্ধানে নদীর পাড়ে অপেক্ষা করছেন স্বজনরা।উল্লেখ্য, গত বুধবার (১১ জুন) দুপুর ২টার দিকে বাচামারা গ্রামের পাঁচজন নারী ও শিশু যমুনা নদীতে গোসলে নামেন। এ সময় হঠাৎ প্রবল স্রোতে সবাই তলিয়ে যেতে থাকেন। স্থানীয়রা তিনজনকে জীবিত উদ্ধার করলেও বর্ষা ও লামিয়া নিখোঁজ ছিলেন।খবর পেয়ে স্থানীয়রা প্রাথমিকভাবে নিজেরাই সন্ধ্যা পর্যন্ত খোঁজ চালান। এরপর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে রাতেই ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালায়। তবে সেদিনও কারও সন্ধান মেলেনি।বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আবারও অভিযান পরিচালিত হয় এবং এরপর ফায়ার সার্ভিস আনুষ্ঠানিকভাবে অভিযান সমাপ্ত ঘোষণা করে।ঘটনার পর থেকেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিখোঁজদের পরিবারের সদস্যরা বারবার নদীর পাড়ে ছুটে এসেছেন একটুখানি আশার খোঁজে, কিন্তু ফিরেছেন চোখের জলে।ভোরের আকাশ/এসএইচ
১৩ জুন ২০২৫ ১১:০৯ এএম
যমুনায় গোসলে নেমে গর্ভবতী নারী ও শিশু নিখোঁজ
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা এলাকায় যমুনা নদীতে গোসল করতে নেমে গর্ভবতী নারী ও এক শিশু নিখোঁজ হয়েছেন। বুধবার (১১ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।নিখোঁজরা হলেন-বর্ষা খাতুন (২০), তিনি আট মাসের গর্ভবতী। তাঁর বাবার নাম মো. আব্দুল বয়াতী। অন্যজন লামিয়া খাতুন (১০)। তাঁর বাবার নাম মো. রাহেজ বয়াতী। তাঁরা দুজনেই বাচামারা গ্রামের বাসিন্দা।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুর ২টার দিকে পাঁচজন নারী ও শিশু মিলে যমুনা নদীতে গোসল করতে নামেন।এ সময় হঠাৎ পানির স্রোতে তাঁরা তলিয়ে যেতে থাকেন। পাশে থাকা লোকজন তিনজনকে জীবিত উদ্ধার করতে পারলেও বর্ষা ও লামিয়াকে খুঁজে পাওয়া যায়নি। পরে স্থানীয়রা সন্ধ্যা পর্যন্ত নদীতে খোঁজাখুঁজি চালান। সন্ধ্যা ছয়টার দিকে ৯৯৯ নম্বরে ফোন করে সহায়তা চাওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে রাত আটটা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। তবে তখনো নিখোঁজ দুজনকে পাওয়া যায়নি।ডুবুরি দলের সদস্যরা জানিয়েছেন, উদ্ধার কাজ বৃহস্পতিবার (১২ জুন) সকাল ১০টায় আবার শুরু হবে।ঘটনার পর নদীর পাড়ে ভিড় করেন এলাকাবাসী। নিখোঁজদের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন।ভোরের আকাশ/এসএইচ
১২ জুন ২০২৫ ১২:৫৪ এএম
নিখোঁজ হওয়ার ১১ দিন পর গৃহবধূর লাশ উদ্ধার
বাগেরহাটের চিতলমারী উপজেলার একটি খালের কচুরিপানা ভিতর হতে মধ্যবয়সী বিধবা গৃহবধু লাশ উদ্ধার হয়েছে। উদ্ধারকৃত গৃহবধুর নাম লাভলী বেগম (৪৫)। সে চরচিংগড়ী গ্রামের মুনছুর আলী শেখের মেয়ে। নিহতের পাঁচ ও সাত বছরে দুই মেয়ে রয়েছে। পুলিশ শনিবার উপজেলা সীমান্তবর্তী চরচিংগড়ী মরা খাল হতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করেছে।পুলিশ ও এলাকাবাসী জানান, উদ্ধারকৃত গৃহবধুর লাশটি একটি ইটভর্তি বস্তায় সাথে বাধা ছিল। এলাকাবাসী শনিবার সকালে ঔ খালে কচুরিপানা পরিষ্কারে সময় লাশের পরিহিত কাপড় (স্যালোয়ার- কামিজ) দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এবং পুলিশ এসে লাশটি উদ্ধার করে।নিহতের পিতা মুনছুর আলী শেখ জানান, তার মেয়ে সরকারি রাস্তার পরিস্কারের কাজ করতো। গত ১১দিন ধরে সে নিখোঁজ ছিল। এই নিখোঁজে বিষয়ে তিনদিন আগে থানায় লিখিত ভাবে জানিয়েছিলাম।তিনি আরও জানান ,তার মেয়ে প্রথম পক্ষে স্বামী আনোয়ার খায়েরের সাথে বনিবনা না হওয়ায় কয়েক বছর আগে মেয়ে লাভলীকে ছাড়াছাড়ি করিয়ে মেয়েকে দ্বিতীয় বিয়ে দেয়া হয় । দ্বিতীয় পক্ষে স্বামীর ঘরে দুই কন্যা সন্তান হওয়ার কিছু দিন পর দ্বিতীয় স্বামী মারা যান। এরপর লাভলী রাস্তায় দিন মজুরিরে কাজ করে দুই মেয়েকে লালন পালন করছিলেন।এ দিকের প্রথমপক্ষের ছেলে রাফবি (২৫) নেশার টাকার জন্য সম্প্রতি তার মা লাভলীকে চাপ দিচ্ছিল বলে এলাকাবাসীর অভিযোগ। তবে সপ্তাহে খানেক ধরে নিহতের ছেলে রাফবির কোন খোঁজ পাওয়া যাচ্ছে না বলে এলাকাবাসী জানান। এমন পরিস্থিতিতে এই মৃত্যুর কারণ রহস্য জনক বলে এলাকাবাসী অভিমত।এই ব্যাপারে চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম শাহাদাত হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাটে প্রেরণ করা হয়েছে। রির্পোট পাওয়া পর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। মৃত্যুর রহস্যের উদঘাটনে চেষ্টা চলছে।ভোরের আকাশ/এসএইচ