বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে যোগ দিতে ঢাকায় আসছেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিন্চি। তিনি দুই দিনের সফরে সোমবার (৬ অক্টোবর) ঢাকায় আসছেন।পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে দুই দেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, প্রতিরক্ষা, ব্যবসা-বাণিজ্যসহ সামগ্রিক দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি ও সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। পাঁচ বছর পর এই উচ্চপর্যায়ের কূটনৈতিক বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।কূটনৈতিক সূত্রে জানা গেছে, সফরকালে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে বৈঠক করবেন।এছাড়াও তিনি ঢাকায় বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গেও পৃথকভাবে সাক্ষাৎ করতে পারেন বলে জানা গেছে।ভোরের আকাশ/এসএইচ
০৪ অক্টোবর ২০২৫ ০৭:০০ পিএম
ইসলামে নারীর অধিকার বিষয়ে বাংলাদেশ ও তুরস্কের যৌথ বৈশ্বিক সম্মেলন
বাংলাদেশ ও তুরস্ক যৌথভাবে আগামী বছরের শুরুর দিকে ইসলামে নারীর অধিকার বিষয়ে বৈশ্বিক সম্মেলনের আয়োজন করবে।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।এ সম্মেলনে শীর্ষস্থানীয় মুসলিম আলেম ও গবেষকরা অংশ নেবেন এবং যেসব দেশ নারীর অধিকার ও অগ্রগতিতে দৃষ্টান্ত স্থাপন করেছে তাদের অভিজ্ঞতা তুলে ধরা হবে।সোমবার নিউইয়র্কে বাংলাদেশের মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ বিষয়ক বিষয়ক উপদেষ্টা শারমিন মুরশিদ এবং তুরস্কের সমাজকল্যাণমন্ত্রী মাহিনুর ওজদেমির গোকতার মধ্যে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।বৈঠকে বাংলাদেশ ও তুরস্ক সাংস্কৃতিক এবং প্রযুক্তিগত বিনিময় জোরদার করার পাশাপাশি সেবামূলক অর্থনীতি ও সামাজিক সেবাখাতে সহযোগিতার মান আরও উন্নত করতে সম্মত হয়।মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন মুরশিদ বলেন, তুরস্ক স্থানীয়, তুর্কি ও আন্তর্জাতিক বাজারের জন্য পেশাদার নারী পরিচর্যাকর্মী গড়ে তুলতে প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মসূচি দেবে।দুই দেশই নারীর প্রতি বৈষম্য বিলোপ সনদ (সিডও) অনুমোদন করেছে। বৈঠকে উভয়ে মুসলিম সমাজে নারীর অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও সাফল্য ভাগ করে নেওয়ার ব্যাপারে একমত হন।ভোরের আকাশ/তা.কা
৩০ সেপ্টেম্বর ২০২৫ ১১:২০ এএম
জাতিসংঘে গাজার মানবিক বিপর্যয়ের ছবি দেখালেন এরদোয়ান
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের উদ্বোধনী দিনে গাজায় চলমান মানবিক বিপর্যয়ের চিত্র বিশ্বনেতাদের সামনে তুলে ধরেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অধিবেশনে দেওয়া বক্তৃতায় তিনি গাজার ক্ষুধার্ত মানুষের ছবি প্রদর্শন করে ইসরায়েলের তীব্র সমালোচনা করেন।এরদোয়ান বলেন, “আপনার বিবেককে জাগ্রত করুন এবং প্রশ্ন করুন—২০২৫ সালে এমন বর্বরতার কোনো যুক্তি থাকতে পারে কি? এই লজ্জাজনক দৃশ্যগুলো গাজায় ঘটছে এবং প্রায় ২৩ মাস ধরে চলছে।”তিনি আরও বলেন, “শিশুরা যখন অনাহারে ও চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, তখন কীভাবে মানবতা চুপ থাকতে পারে? এই পরিস্থিতিতে আমরা কি শান্তি খুঁজে পাব?”ভোরের আকাশ//হ.র
গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে জাতিসংঘ সাধারণ পরিষদে ফের শক্ত অবস্থান নেবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ উদ্যোগ নেয়ার আহ্বান জানাবেন তিনি।রবিবার (২১ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এরদোয়ান জানান, তার ভাষণে মূলত তিনটি বিষয় প্রাধান্য পাবে— যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সম্পর্ক, গাজায় চলমান গণহত্যা এবং সিরিয়ার অস্থিরতা।তিনি আরও বলেন, পশ্চিমা দেশগুলোর ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার উদ্যোগ ইতিবাচক। একই সঙ্গে অন্যান্য দেশকেও এমন পদক্ষেপ নিতে হবে।উল্লেখ্য, এরদোয়ান অতীতেও বহুবার গাজার পক্ষে সোচ্চার হয়েছেন এবং ইসরায়েলি আগ্রাসনের কড়া সমালোচনা করেছেন।ভোরের আকাশ // হ.র
২২ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫১ এএম
বৈঠকে বসছেন ট্রাম্প-এরদোগান
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান আগামী ২৫ সেপ্টেম্বর হোয়াইট হাউসে বৈঠকে বসতে যাচ্ছেন। ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যালে' এই খবর জানিয়েছেন।শুক্রবার (১৯ সেপ্টেম্বর) নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, আমরা এরদোগানের সঙ্গে বাণিজ্য ও সামরিক খাতে অনেক চুক্তি নিয়ে কাজ করছি। এর মধ্যে রয়েছে বোয়িং বিমান কেনার একটি বড় চুক্তি, গুরুত্বপূর্ণ এফ-১৬ চুক্তি এবং এফ-৩৫ নিয়ে চলমান আলোচনা, যা আমরা ইতিবাচকভাবে শেষ করতে পারব বলে আশা করছি।তিনি লেখেন, প্রেসিডেন্ট এরদোগান এবং আমার সবসময়ই খুব ভালো সম্পর্ক। আমি ২৫ তারিখে তার সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি!এরদোগান সবশেষ ২০১৯ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে হোয়াইট হাউস সফর করেছিলেন। ট্রাম্পের ২০১৭–২১ মেয়াদে তাদের মধ্যে ব্যক্তিগত বন্ধন ঘনিষ্ঠ ছিল, তবে একই সময়ে দ্বিপাক্ষিক সম্পর্ক ছিল টানাপোড়েনপূর্ণ। এর প্রধান কারণ ছিল সিরিয়ায় কুর্দি যোদ্ধাদের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক এবং মস্কোর সঙ্গে আঙ্কারার ঘনিষ্ঠতা। ২০১৯ সালে রুশ এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনায় তুরস্ক ট্রাম্প প্রশাসনকে ক্ষুব্ধ করেছিল। এর জবাবে ওয়াশিংটন তুরস্কের কাছে পরিকল্পিত এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি বাতিল করে এবং বিমানটির যৌথ উৎপাদন কর্মসূচি থেকেও তুরস্ককে বের করে দেয়। পরবর্তীতে তুরস্ক এফ-১৬ যুদ্ধবিমান কেনার জন্য একটি চুক্তিতে সম্মত হয়।ভোরের আকাশ/এসএইচ
২১ সেপ্টেম্বর ২০২৫ ০১:৩২ পিএম
ইসরায়েলের জন্য আকাশসীমাসহ সব বাণিজ্য বন্ধ করল তুরস্ক
ইসরায়েলের সঙ্গে সব ধরনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে এবং তাদের বিমানকে তুরস্কের আকাশসীমা ব্যবহার করতে দেবে না বলে ঘোষণা দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। গাজার চলমান যুদ্ধের প্রতিবাদে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর আল জাজিরার।শুক্রবার (২৯ আগস্ট) সংসদে গাজা বিষয়ক বিশেষ অধিবেশনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, ইসরায়েল টানা দুই বছর ধরে গাজায় গণহত্যা চালাচ্ছে এবং মানবিক মূল্যবোধ উপেক্ষা করছে। এ কারণেই তুরস্ক বাণিজ্য সম্পূর্ণভাবে বন্ধ করার পাশাপাশি আকাশ ও সমুদ্রপথেও নিষেধাজ্ঞা দিয়েছে।তুরস্ক গত বছরের মে মাসেই ইসরায়েলের সঙ্গে প্রত্যক্ষ বাণিজ্য বন্ধ করে দেয় এবং গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ও অবিলম্বে মানবিক সহায়তা প্রবেশের দাবি জানায়। ২০২৩ সালে দুই দেশের মধ্যে ৭ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছিল।গাজা যুদ্ধ নিয়ে আঙ্কারা বরাবরই কঠোর অবস্থান নিয়েছে। প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান একে গণহত্যা আখ্যা দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করেছেন।ফিদান বলেন, আমরা ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করেছি। আমরা তুর্কি জাহাজগুলোকে ইসরায়েলি বন্দরে যেতে দিচ্ছি না। তাদের বিমানকেও আমাদের আকাশসীমায় প্রবেশের অনুমতি দিচ্ছি না।ভোরের আকাশ/মো.আ.
মহাসড়কে দ্রুতগতিতে গাড়ি চালিয়ে ভিডিও পোস্ট করার পর জরিমানার মুখে পড়েছেন তুরস্কের পরিবহনমন্ত্রী আবদুলকাদির উরালোগলু। মঙ্গলবার (২৬ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।প্রতিবেদনে বলা হয়, রাজধানী আংকারার কাছে একটি মহাসড়কে গাড়ি চালানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেছিলেন মন্ত্রী। ভিডিওটিতে তাকে লোকগান ও প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বক্তৃতা শুনতে দেখা যায়।তবে ভিডিওর দৃশ্যে অনিচ্ছাকৃতভাবে গাড়ির স্পিডোমিটারও ধরা পড়ে, যেখানে দেখা যায় তিনি ঘণ্টায় ১৯০ থেকে ২২৫ কিলোমিটার বেগে গাড়ি চালাচ্ছেন। অথচ ওই সড়কে সর্বোচ্চ গতিসীমা ছিল ঘণ্টায় ১৪০ কিলোমিটার।কিছু ঘণ্টা পর ভিডিওটি আবার পোস্ট করে মন্ত্রী স্বীকার করেন, তিনি গতিসীমা অতিক্রম করায় জরিমানা গুনেছেন। তিনি লিখেছেন, ‘আংকারা–নিজদে মহাসড়ক পরিদর্শনের জন্য গাড়ি চালাচ্ছিলাম। অনিচ্ছাকৃতভাবে কিছু সময়ের জন্য গতিসীমা অতিক্রম করি। ভিডিও পোস্ট করে আসলে নিজেকেই ফাঁসিয়ে ফেলেছি।’তিনি জরিমানার নোটিশের একটি কপিও প্রকাশ করেন, যেখানে উল্লেখ আছে, ঘণ্টায় ২২৫ কিলোমিটার গতিতে গাড়ি চালানোর কারণে তাকে ৯ হাজার ২৬৭ তুর্কি লিরা (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭ হাজার টাকা) জরিমানা করা হয়েছে।মন্ত্রী আরও লিখেছেন, ‘এখন থেকে আরও সতর্ক থাকব। গতিসীমা মেনে চলা সবার জন্যই বাধ্যতামূলক।’সূত্র: এএফপিভোরের আকাশ//হ.র
গাজায় চলমান নিঃসন্দেহের সংকট ও হলচকের প্রেক্ষিতে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) জরুরি বৈঠকে বসছে। এই উদ্বেগজনক পরিস্থিতিতে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বৈঠকের সভাপতিত্ব করবেন।সোমবার সৌদি আরবের জেদ্দায় ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পরিষদের এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে গাজায় ইসরাইলি হামলার সর্বশেষ তথ্য ও পরিস্থিতি বিশ্লেষণ করা হবে, এবং সদস্য দেশগুলোর ঐক্যমত্য তৈরি ও প্রতিক্রিয়া সমন্বয় করা হবে।তুরস্ক বর্তমানে ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছে এবং এই ভেতরতে গাজায় অবরুদ্ধ ফিলিস্তিনি জনগণের দুর্বল অবস্থার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করছে।গাজায় ইসরাইলি বাহিনীর সামরিক অভিযান জুলাই ৬ তারিখ থেকে শুরু হওয়ার পরপরই সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ ছড়িয়ে পড়েছে।ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, জেতুন ও সাবরা মহল্লাসহ এক হাজারের অধিক ভবন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে এখনো শত শত মানুষ আটকা পড়ে রয়েছে, তাদের বাঁচানোর চেষ্টা চালানো হচ্ছে।স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অপুষ্টি ও অনাহারের কারণে অন্তত আট জন, যাদের মধ্যে দুই শিশু রয়েছে, মারা গেছেন।শুধু গত একদিনে গাজায় ইসরাইলি হামলায় ৫১ জন ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। একই সময়ে, মানবিক সাহায্য নিতে গিয়ে ২৪ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।এই নৃশংস সামরিক অভিযানে গত অক্টোবর থেকে ৬২,৬০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং গাজা অঞ্চলের অবকাঠামো ও জীবনযাত্রার অবস্থা সম্পূর্ণ ধ্বংসসংকটে পড়েছে। দুর্ভিক্ষের হুমকি মাথাচাড়া দিয়ে উঠছে এবং বাসিন্দাদের জীবিকা নির্বাহ কঠিন হয়েছে।গত নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় সংঘটিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এই সিদ্ধান্ত আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরকে আরও একবার এই সংকটের প্রতি কেন্দ্রীভূত করেছে।বৈঠকে অংশগ্রহণকারী দেশগুলো নিজেদের অবস্থান পরিষ্কার করবে এবং এককভাবে নয়, সম্মিলিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে ঐক্যমত্য গড়ে তোলার চেষ্টা করবে। গাজায় মানবতার চরম সংকট প্রতিরোধকল্পে আন্তর্জাতিক সহযোগিতা ও কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করাই এই জরুরি বৈঠকের প্রধান উদ্দেশ্য।ভোরের আকাশ/তা.কা
২৬ আগস্ট ২০২৫ ০১:১৮ পিএম
তুরস্কে শক্তিশালী ভূমিকম্প, ধসে পড়েছে বহু ভবন
পশ্চিম তুরস্কে রিখটার স্কেলে ৬ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (আফাদ) এ তথ্য নিশ্চিত করেছে।রোববার (১০ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে ইস্তাম্বুলের কাছে বালিকেসির প্রদেশে ভূমিকম্পটি অনুভূত হয়। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, কম্পন আশপাশের একাধিক প্রদেশেও ছড়িয়ে পড়ে।আফাদের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার গভীরে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ১৯ এবং গভীরতা ১০ কিলোমিটার।বালিকেসির প্রদেশের সিনদিরগি এলাকায় কয়েকটি ভবন ধসে পড়েছে বলে খবর পাওয়া গেছে। স্থানীয় মেয়র সেরকান সাক জানিয়েছেন, শহরের কেন্দ্রে একটি তিনতলা ভবন ধসে পড়লে সেখানে থাকা ছয় বাসিন্দার মধ্যে চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে, আর বাকি দুজনকে উদ্ধারের চেষ্টা চলছে।তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, আফাদের জরুরি দল ইস্তাম্বুলসহ পার্শ্ববর্তী প্রদেশগুলোতে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।ভূমিকম্পপ্রবণ তুরস্ক বেশ কয়েকটি সক্রিয় ফল্ট লাইনের ওপর অবস্থিত। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ভয়াবহ ভূমিকম্পে দেশটিতে ৫৩ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছিল।সূত্র: রয়টার্স, টিআরটি গ্লোবালভোরের আকাশ/এসএইচ
১১ আগস্ট ২০২৫ ০৭:৫৮ এএম
গাজা রক্ষায় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তুরস্কের
বিশ্বের মুসলিম দেশগুলোকে একজোট হয়ে বর্বর ইসরায়েলের গাজা নগরী দখল পরিকল্পনার বিরুদ্ধে বৈশ্বিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এর আগে, শুক্রবার আঞ্চলিক শক্তি মিসর ও তুরস্ক উভয়ই ইসরায়েলের গাজা নগরী দখলের ওই পরিকল্পনার নিন্দা জানায়।শনিবার মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে সাক্ষাতের পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলাত্তির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেছেন তিনি। খবর রয়টার্সের।আঙ্কারা বলেছে, এটি ইসরায়েলের ‘গণহত্যামূলক ও সম্প্রসারণবাদী নীতির’ নতুন ধাপ এবং পরিকল্পনা ঠেকাতে বৈশ্বিক পদক্ষেপ নেওয়া উচিত। ইসরায়েল অবশ্য গাজায় তাদের কার্যক্রমের বিরুদ্ধে এমন অভিযোগ অস্বীকার করেছে। এল আলামেইনে মিসরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলাত্তির সঙ্গে সংবাদ সম্মেলনে ফিদান বলেন, ইসরায়েলি ওই পরিকল্পনা ইস্যুতে আলোচনা করার জন্য ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে।তিনি বলেন, ফিলিস্তিনিদের অভুক্ত রেখে জমি থেকে উচ্ছেদ ও স্থায়ীভাবে গাজা দখল করাই ইসরায়েলের নীতি। ইসরায়েলকে সমর্থন করার মতো কোনও গ্রহণযোগ্য অজুহাত নেই।যদিও গাজায় অনাহারের নীতি অনুসরণের অভিযোগ অস্বীকার করে ইসরায়েল বলেছে, ২০২৩ সালের অক্টোবরের হামলায় ১ হাজার ২০০ মানুষকে হত্যা করা সশস্ত্র গোষ্ঠী হামাস আত্মসমর্পণ করলে যুদ্ধ শেষ হতে পারে।মিসরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলাত্তি বলেন, গাজায় আজ যা ঘটছে, তা কেবল ফিলিস্তিনিদের কিংবা প্রতিবেশী দেশগুলোর জন্য নয়। এটি অত্যন্ত বিপজ্জনক এক পরিস্থিতি। ইসরায়েলের এই পরিকল্পনা অগ্রহণযোগ্য।তিনি বলেন, গাজা নিয়ে তুরস্কের সঙ্গে মিসরের পূর্ণ সমন্বয় রয়েছে এবং শনিবার ওআইসির মন্ত্রিপরিষদ কমিটি যে বিবৃতি দিয়েছে, তাতে ইসরায়েলের পরিকল্পনার নিন্দা জানানো হয়েছে।ওআইসির মন্ত্রিপরিষদ কমিটি বলেছে, ইসরায়েলের পরিকল্পনা বিপজ্জনক ও অগ্রহণযোগ্য উসকানি, আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং অবৈধ দখলকে স্থায়ী করার চেষ্টা; যা শান্তির সব সুযোগ ধ্বংস করে দেবে ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধের অবসানে চুক্তিতে পৌঁছানোর জন্য গত কয়েক মাস ধরে মিসর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারী দল কাজ করছে।ওআইসি বিশ্বের বিভিন্ন পরাশক্তি ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে গাজা সংকটে আইনি ও মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে। বিশ্বের মুসলিম দেশগুলোর এই সংগঠন ইসরায়েলের গাজা নগরী দখল পরিকল্পনা বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য ইসরায়েলকে অবিলম্বে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে।ভোরের আকাশ/তা.কা
১০ আগস্ট ২০২৫ ১১:৩২ এএম
ভয়ংকর অ-পারমাণবিক বোমা উন্মোচন করল তুরস্ক
তুরস্ক তাদের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী অ-পারমাণবিক বোমা ‘গাজাপ’ প্রথমবারের মতো প্রকাশ্যে এনেছে। ইস্তাম্বুলে আয়োজিত আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্পমেলা ২০২৫-এ এই বোমাটির আনুষ্ঠানিক প্রদর্শন করা হয়। প্রায় ৯৭০ কেজি ওজনের এই বিধ্বংসী বোমাটি তৈরি করেছে তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উন্নয়ন কেন্দ্র।বোমাটির বিষয়ে তুরস্কের এক সরকারি কর্মকর্তা আনাদোলু এজেন্সিকে জানান, বোমাটি প্রতি মিটারে ১০ দশমিক ১৬টি বিস্ফোরণ ঘটাতে পারে। বিপরীতে একটি সাধারণ বোমা তিন মিটার ব্যবধানে একটি বিস্ফোরণ ঘটে। বিপরীতে একটি সাধারণ বোমা তিন মিটার ব্যবধানে একটি বিস্ফোরণ ঘটে। এই বিশেষ বৈশিষ্ট্যের কারণে এর ধ্বংস ক্ষমতা অনেক বেশি। তিনি বলেন, বোমাটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে, এই বোমাটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান থেকে ফেলা যায়।ওই কর্মকর্তা আরও বলেন, আরঅ্যান্ডডি সেন্টার বিস্ফোরক ও ফিলার ডিজাইনে পরিবর্তন এনেছে। বোমাটির গুণগত যাচাই ও সার্টিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, এবং এটি ব্যবহারের জন্য সম্পূর্ণ প্রস্তুত।প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ যুদ্ধ বিমানকে তুরস্কের আকাশ পাহারার মেরুদণ্ড হিসেবে বিবেচনা করা হয়। দেশটি যুক্তরাষ্ট্রের পর সর্বোচ্চ সংখ্যক এফ-১৬ যুদ্ধবিমান রয়েছে তুরস্কের হাতেই রয়েছে। বিশ্বজুড়ে মাত্র ৫টি দেশ রয়েছে যারা স্থানীয়ভাবে মার্কিন প্রযুক্তি ব্যবহার করে এই যুদ্ধবিমান তৈরি করে, তুরস্ক তার অন্যতম। বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুসারে, তুরস্কের কাছে বর্তমানে ২৩০ থেকে ২৭০টি এফ-১৬ যুদ্ধবিমান রয়েছে।ভোরের আকাশ/এসএইচ