অ্যাপলের নতুন চমক: আইফোন ১৭ প্রো ম্যাক্স উন্মোচন
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অ্যাপল পার্কে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক নতুন আইফোন ১৭ সিরিজের আনুষ্ঠানিক উন্মোচন করেন। এই সিরিজে মোট চারটি মডেল ঘোষণা করা হয়েছে— আইফোন ১৭, আইফোন ১৭ এয়ার, আইফোন ১৭ প্রো ও আইফোন ১৭ প্রো ম্যাক্স। এছাড়া নতুন ইয়ারবাড, অ্যাপল ওয়াচ এবং ফাইনাল কাট ক্যামেরা অ্যাপের নতুন সংস্করণের তথ্যও প্রকাশ করা হয়।নতুন সিরিজের সর্বোচ্চ ফিচারসমৃদ্ধ মডেল হলো আইফোন ১৭ প্রো ম্যাক্স। এতে ব্যবহৃত হয়েছে অ্যালুমিনিয়াম ইউনিবডি এবং বিল্ট-ইন জলীয়বাষ্প নিরোধক ভ্যাপার চেম্বার, যা ব্যাটারি দীর্ঘস্থায়ী ও ফোন অতিরিক্ত গরম হওয়া রোধ করে।প্রধান ফিচার:চিপসেট: এ১৯ প্রোক্যামেরা: পেছনে ৩টি ৪৮ মেগাপিক্সেল ফিউশন ক্যামেরা, ৮ এক্স অপটিকাল জুম টেলিফটো; সামনে ১৮ মেগাপিক্সেল ফ্রন্ট সেন্সরডিসপ্লে: ৬.৯ ইঞ্চি, সিরামিক ২ শিল্ড ফ্রন্ট ও ব্যাক গ্লাস, প্রো মোশন, ৩,০০০ নিট ব্রাইটনেস, অলওয়েজ-অন ফিচারভিডিও ও এডিটিং টুলস: পেশাদার মানের ভিডিও তৈরি ও এডিটিংয়ের জন্য উন্নত সুবিধাস্টোরেজ ও দাম:মডেলের স্টোরেজ ভ্যারিয়েশন রয়েছে ২৫৬ জিবি, ৫১২ জিবি, ১ টিবি এবং স্পেশাল ২ টিবি। প্রাথমিক দাম শুরু হচ্ছে ১,১৯৯ মার্কিন ডলার থেকে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১,৪৬,০০০ টাকার সমান। স্টোরেজ বাড়ার সঙ্গে সঙ্গে দামও বৃদ্ধি পাবে।প্রি-অর্ডার ও বিপণন:আইফোন ১৭ সিরিজের প্রি-অর্ডার শুরু হবে ১২ সেপ্টেম্বর থেকে, এবং ১৯ সেপ্টেম্বর গ্রাহকের হাতে পৌঁছানো শুরু হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশে সরবরাহের নির্দিষ্ট সময় এখনও জানানো হয়নি।ভোরের আকাশ//হ.র