কাপাসিয়া বিএনপি নেতা নাজমুল ভূঁইয়ার মায়ের জানাজা সম্পন্ন
গাজীপুরের কাপাসিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির প্রবীণ নেতা মো. নাজমুল হোসাইন ভূঁইয়ার মমতাময়ী বয়োবৃদ্ধা মাতা আমিনা খাতুনের জানাজা নামাজ সম্পন্ন হয়েছে।রোববার (৮ জুন) বাদ জোহর জানাজা নামাজ সম্পন্ন হয়।শনিবার রাত ৯ টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাউৎকোনা গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।তিনি কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রবীণ প্রয়াত নেতা আব্দুল আজিজ ভূঁইয়ার (দলিল লেখক) সহধর্মিণী।মরহুমার নামাজের জানাজা রাউৎকোনা ভূঁইয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে আত্মীয়-স্বজন, এলাকাবাসী, পরিচিতজন, শুভাকাঙ্ক্ষী ও বিএনপি দলীয় নেতাকর্মী সহ বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।জানাজায় শরিক হয়ে রুহের মাগফিরাত কামনা করেন কাপাসিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, কাপাসিয়া মডেল মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান মারুফ।এছাড়া অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মো. সেলিম হোসেন আরজু, সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আজগর হোসেন খান, কাপাসিয়া প্রেস ক্লাবের সভাপতি ও বিএনপি নেতা এফ এম কামাল হোসেন, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সদস্য সচিব সাংবাদিক মো. সাইফুল ইসলাম শাহীন, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মাসুম সরকার, সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মহিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ফরিদ শেখ, সদস্য সচিব সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন শিশির প্রমুখ।মরহুমার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ।মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ৬ ছেলে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।অত্যন্ত সহজ-সরল, পর্দানশীল, পরহেজগার ও দ্বীনদার আমিনা খাতুনের জানাজা নামাজ পড়ান স্থানীয় মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ জয়নাল আবেদীন।এর আগে উপস্থিত মুসল্লিদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ ও দোয়া প্রার্থনা করেন মরহুমার জৈষ্ঠ্য পুত্র মো. নাজমুল হোসাইন ভূঁইয়া।ভোরের আকাশ/জাআ
০৮ জুন ২০২৫ ০৬:২৬ পিএম
বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকীর জানাজা সম্পন্ন
কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকীর প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।রোববার (৮ জুন) বাদ জোহর টাঙ্গাইল শহরের পিটিআই মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। নাসরিন সিদ্দিকী কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।রোববার সকালে নাসরিন সিদ্দিকীর মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর ছোট ভাই মুরাদ সিদ্দিকীর বাসায় নিয়ে আসা হয়। বঙ্গবীর কাদের সিদ্দিকীর রাজনৈতিক সহকর্মী, সমর্থক, অনুসারী ও পরিবারের সদস্যরা এক নজর দেখার জন্য বাসায় ভিড় করেন।জানাজায় উপস্থিত ছিলেন, সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, কৃষক শ্রমিক জনতালীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খোকা বীর প্রতিক, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল,টাঙ্গাইল জেলা জামায়াত ইসলামীর আমীর আহসান হাবীব মাসুদ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।পরিবার সূত্রে জানা গেছে, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটি গ্রামে বাদ আছর দ্বিতীয় জানাজার নামাজ শেষে নাসরিন সিদ্দিকীকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।শনিবার (৭ জুন) দিবাগত রাত ১১টায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।এর আগে গত ২২ মে নাসরিন সিদ্দিকীর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। প্রথমে তাঁকে ঢাকার নিউরো সায়েন্সেস হাসপাতালে নেওয়া হয়। পরে স্কয়ার হাসপাতালে নিউরো নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে গত ২৩ মে মস্তিকে অস্ত্রপাচার হয়। ২২ মে থেকে তিনি অচেতন ছিলেন। তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। শনিবার দিবাগত রাত ১১টায় নাসরিন সিদ্দিকী মৃত্যুবরণ করেন। এ সময় তাঁর পাশে স্বামী কাদের সিদ্দিকীসহ স্বজনেরা উপস্থিত ছিলেন।ভোরের আকাশ/এসএইচ