যুক্তরাষ্ট্রের মঞ্চে ট্রাম্পকে নিয়ে ব্যঙ্গাত্মক গান
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে আবারও তীব্র সমালোচনা। ভারত, রাশিয়া, চিনসহ বিশ্বের ছোট বড় প্রায় সব দেশগুলোতে শুল্ক আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট। তার শুল্ক নীতি থেকে বাদ যায়নি পেঙ্গুইনের দ্বীপ, গানের কনসার্ট আয়োজন।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতিকে ব্যঙ্গ করে যুক্তরাষ্ট্রের কনসার্টে ব্যতিক্রমী গান পরিবেশন করেছেন ভারতের জনপ্রিয় র্যাপার বাদশা। সম্প্রতি নিউ জার্সিতে আয়োজিত এক সংগীত সন্ধ্যায় মঞ্চে উঠেই তিনি তার জনপ্রিয় গান ‘তারিফে’ পরিবেশন করেন। তবে মূল গানের কথার পরিবর্তে ব্যঙ্গাত্মকভাবে তিনি গাইলেন, ‘কত শুল্ক চাই ট্রাম্পের’।র্যাপারের এমন পরিবেশনায় উপস্থিত দর্শকদের মাঝে হাসির রোল পড়ে যায়। করতালির ঝড় তোলেন তারা। গানটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। অনেকেই মজা করে ডোনাল্ড ট্রাম্পকে আখ্যা দিয়েছেন ‘শুল্ক সম্রাট’।ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক শুল্ক নীতির ফলে ভারত, চীন, রাশিয়া সহ অনেক দেশই বাণিজ্যিকভাবে চাপে পড়েছে। বাদশার পরিবেশনায় সেই নীতির প্রতিই সরাসরি ব্যঙ্গ ছুঁড়ে দেওয়া হয়। এমনকি গান শেষে বাদশা নিজেও মজা করে বলেন, ট্রাম্পের আমলে গান গাইতেও ট্যাক্স লাগবে কি না, কে জানে।তবে কনসার্টের রেশ কাটতে না কাটতেই বাদশাকে ঘিরে আরেকটি বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, তিনি নাকি নিউ জার্সির একটি ইসকন নিরামিষ রেস্তোরাঁয় মাংস খাওয়ার চেষ্টা করেছেন, যা নিয়ে ধর্মীয়ভাবে সংবেদনশীল মহলে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এ বিষয়ে বাদশার পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।এই ঘটনায় বাদশার ভক্তরা দ্বিধাবিভক্ত কেউ বলছেন, ‘সাহসী ও সৃজনশীল প্রতিবাদ’, আবার কারো মতে, ‘শ্রদ্ধার সীমা রাখা উচিত ছিল’। সবমিলিয়ে, বাদশার ‘শুল্ক স্যাটায়ার’ এখন বিনোদনের জগতে আলোচনার কেন্দ্রে।ভোরের আকাশ/তা.কা