খুলনা মহানগরীর সাচিবুনিয়া বিশ্বরোড থেকে ১১৯৯ পিস ইয়াবাসহ দু’মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।শনিবার বেলা ১১ টার দিকে তাদের দু’জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।আটক দু’জন হল লবণচরা থানাধীন নিজখামার কালীতলা এলাকার বাসিন্দা আ. কালামের ছেলে মো. রিয়াদ এবং সোনাডাঙ্গা থানাধীন গোবরচাকা এলাকার বাসিন্দা মুক্তার হাওলাদারের ছেলে মো. পারভেজ।লবণচরা থানার এসআই প্রদীপ বৈদ্য বলেন, সোর্সের মাধ্যমে আমরা জানতে পেরেছি খুলনায় মাদকের একটি চালান আসছে। এমন সংবাদের ভিত্তিতে আমরা সকাল থেকেই সাচিবুনিয়া বিশ্বরোড এলাকায় চেকপোষ্ট বসায়। আমরা বাসের বিভিন্ন যাত্রীদের চেক করছিলাম। বেলা ১১ টার দিকে টুঙ্গীপাড়া এক্সপ্রেস এসি বাস থেকে দু’জন নেমে অন্যদিকে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়।পরবর্তীতে তাদের একজনের ব্যাগ তল্লাশি চালিয়ে উল্লেখিত পরিমাণ ইয়াবা পাওয়া যায়। তাদের দু’জনকে আটক করে লবণচরা থানায় প্রেরণ করা হয়। এ ঘটনায় থানায় মাদক আইনে একটি মামলার প্রস্তুতি চলছে। মাদকের উৎস এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।ভোরের আকাশ/জাআ
পাকা কলার মাধ্যমে গিলে ফেলা হয়েছিল ছোট ছোট ইয়াবার প্যাকেট। তাও আবার ১-২টি নয়, পুরো ৪৭টি প্যাকেট। এসব প্যাকেটে ছিল ২ হাজার ৩৫০ পিস ইয়াবা। অভিনব এই কায়দায় পাচারকালে রোহিঙ্গা যুবককে হাতেনাতে আটক করেছে সেনাবাহিনী।শুক্রবার (২২ আগস্ট) রাতে কক্সবাজার শহরের কলাতলী এলাকায় সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।আটক যুবকের নাম মো. আব্দুল্লাহ (২০)। তিনি টেকনাফের লেদা ক্যাম্পের এলএমএস-২৪, সি-ব্লকের বাসিন্দা।সেনাবাহিনী জানায়, একটি মাদক পাচারকারী চক্র দীর্ঘদিন ধরে অভিনব কৌশলে কক্সবাজার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ইয়াবা পাচার করে আসছিল। গোয়েন্দা নজরদারির ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালানো হয়।অভিযানে আটক হওয়ার পর আব্দুল্লাহ স্বীকার করেন, তিনি পাকা কলার মাধ্যমে ইয়াবার প্যাকেট গিলে পাচার করছিলেন। পরে তাকে আর্মি ক্যাম্পে (৯ ইবি) নেওয়া হয় এবং বিশেষ প্রক্রিয়ায় তার পেট থেকে ৪৭টি ইয়াবার প্যাকেট বের করা হয়। এতে মোট ২ হাজার ৩৫০ পিস ইয়াবা পাওয়া যায়।পরবর্তীতে আটক আব্দুল্লাহকে কক্সবাজার সদর মডেল থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।সেনাবাহিনী জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং ইয়াবা চক্রের গডফাদারদের ধরতে নিয়মিত অভিযান চালানো হবে।ভোরের আকাশ/জাআ
২৩ আগস্ট ২০২৫ ০৬:৪৯ পিএম
ক্রিকেট ব্যাটের ভেতরে ইয়াবা পাচার, বিমানবন্দরে আটক ২
কক্সবাজার বিমানবন্দরে ক্রিকেট ব্যাট থেকে পাঁচ সহস্রাধিক ইয়াবাসহ দু'জনকে আটক করেছে বিমানবন্দরের কর্মীরা। তাদের মধ্যে একজন বিমানবন্দরের চাকরিচ্যুত কর্মী।রোববার (১৭ আগস্ট) সকাল ১১টা ২৫ মিনিটে ছেড়ে যাওয়া ফ্লাইটে ওঠার আগেই নিরাপত্তা তল্লাশিতে ধরা পড়ে ফাঁপা করা ক্রিকেট ব্যাটের ভেতর লুকানো ৫ হাজার ১০০ পিস ইয়াবা। আটককৃতরা হলেন- মাদারিপুরের জাকির হোসেন (২১) ও বরিশালের তানভীর আহমেদ (২৮)। তাদের বিমানবন্দরের নিরাপত্তা চেকপোস্টে তল্লাশির সময় সন্দেহজনক আচরণের কারণে ব্যাগ স্ক্যান করা হয়। স্ক্যানিংয়ে ক্রিকেট ব্যাটের ভেতর ব্যতিক্রমী বস্তু থাকার ইঙ্গিত পাওয়া গেলে ব্যাট খুলে দেখা যায়, এর ভেতরে বিশেষ কৌশলে লুকানো রয়েছে ইয়াবা ট্যাবলেট।বিমানবন্দর কর্তৃপক্ষের সংশ্লিষ্টদের বরাতে ওসি ইলিয়াস খান বলেন, আটক ব্যক্তিরা বেলা ১১টা ২৫ মিনিটের দিকে কক্সবাজার থেকে ঢাকাগামী ইউএস বাংলা ফ্লাইটের যাত্রী ছিলেন। তারা ফ্লাইটে উঠতে সকাল সোয়া ১০টার দিকে বিমানবন্দরে আসেন।এ সময় বিমানবন্দরের কর্মীরা যাত্রীদের মালামাল তল্লাশি কার্যক্রম চালাচ্ছিলেন। এতে ব্যাগ ও মালামাল স্ক্যানিং করার সময় ক্রিকেট ব্যাটের ভেতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৫ হাজার ১০০টি ইয়াবা পাওয়া যায়।স্থানীয় বাসিন্দারা জানান, এখন সড়ক পথের পাশাপাশি বিমানও ব্যবহার করছে পাচারকারীরা। কক্সবাজার থেকে ইয়াবা পাচার একটি সহজলভ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে প্রতিনিয়তই চলছে এই ইয়াবা পাচার।কক্সবাজার সদর থানার ওসি মো. ইলিয়াস খান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলার প্রস্তুতি চলছে।ভোরের আকাশ/এসএইচ
১৭ আগস্ট ২০২৫ ০৫:২১ পিএম
সাভারে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাভারে অভিযান চালিয়ে বিপ্লব হাসান (২৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি আভিযানিক দল।এ সময় তার কাছ থেকে ১৫৪ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৭ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।সোমবার (২১ জুলাই) রাতে সাভারের রাজাশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত বিপ্লব হাসান (২৮) জামালপুর জেলার মেলান্দহ থানার কাঁজাইকাটা এলাকার খায়রুল ইসলামের ছেলে। সে সাভারের রাজাশন এলাকার পালোয়ান পাড়া রাজু মিয়ার বাড়িতে ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়।মঙ্গলবার (২২ জুলাই) ডিবি পুলিশ জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সাভারের রাজাশন এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তারা নিকট থেকে ১৫৪ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৭ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়।ভোরের আকাশ/জাআ