আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫ ০১:২৩ পিএম
ছবি: সংগৃহীত
যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ইউক্রেনের কাছে এক হাজার নিহত সেনার দেহাবশেষ হস্তান্তর করেছে রাশিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহযোগী ভ্লাদিমির মেডিনস্কি। একইসঙ্গে মস্কো ইউক্রেন থেকে তার ১৯ জন নিহত সেনার মৃতদেহও গ্রহণ করেছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহকারী এবং অন্যতম মুখপাত্র ভ্লাদিমির মেডিনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় এই তথ্য জানিয়েছেন।
ইউক্রেনের যুদ্ধবন্দিদের চিকিৎসার জন্য সমন্বয় সদর দপ্তরও নিশ্চিত করেছে যে রাশিয়ার কাছ থেকে এক হাজার সেনার মরদেহ গ্রহণ করেছে তারা। এই বিনিময়টি ঘটলো আলাস্কার অ্যাঙ্কোরেজে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে অনুষ্ঠিত এক শীর্ষ সম্মেলনের কয়েকদিন পর।
এর আগে গত জুনের শুরুতে ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদলের দ্বিতীয় দফা আলোচনার সময় মানবিক ইঙ্গিত হিসেবে কিয়েভের ছয় হাজারেরও বেশি সেনার দেহাবশেষ ফেরত পাঠানোর প্রস্তাব দেয় মস্কো। সে অনুযায়ী দেহাবশেষ পরবর্তী সপ্তাহগুলোতে কয়েক ধাপে ইউক্রেনে পাঠানো শুরু হয়। বিনিময়ে রাশিয়া তার মোট ৭৯ জন নিহত সৈন্যের মৃতদেহ ফেরত পেয়েছে।
ভোরের আকাশ/এসএইচ