আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৫ ০১:৩৫ পিএম
রাত জেগে হামলার খোঁজখবর নিচ্ছেন মোদি
কাশ্মিরে পর্যটকদের ওপর হামলার জেরে পাকিস্তানের ছয়টি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এসব হামলায় অন্তত ৮ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। মোদি এই প্রতিবাদী হামলার নাম দিয়েছে ‘অপারেশন সিঁন্দুর’। এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাত জেগে এই হামলার খোঁজ খবর রেখেছেন।
মঙ্গলবার (৬ মে) গভীর রাতে ভারতের চালানো এই হামলার পরিস্থিতির আপডেট ধারাবাহিকভাবে তাকে দিয়ে যান দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।
আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, ভোর পর্যন্ত ভারতের সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বেশ কয়েক দফায় কথোপকথন হয়েছে নরেন্দ্র মোদির।
এদিকে ভারতের হামলার পরই পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি জানিয়েছেন, ভারতের এই হামলার পর চুপ থাকবে না পাকিস্তান। এর উপযুক্ত জবাব দেওয়া হবে।
ভোরের আকাশ/এসএইচ