নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৫ ১২:১৬ এএম
বিশ্ববাজারে তেলের বড় দরপতন
জুলাই থেকে ওপেক+ জোটের সম্ভাব্য উৎপাদন বৃদ্ধির খবরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম হঠাৎ বড় ধাক্কা খেয়েছে। বৃহস্পতিবার (২২ মে) সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম কমে দাঁড়ায় ব্যারেলপ্রতি ৬৩.৮৬ ডলারে, আর ডব্লিউটিআই তেলের দাম হয় ৬০.৫৯ ডলার। একদিনেই ১ ডলারের বেশি দরপতন ঘটে— যা সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় পতন।
বিশ্লেষকরা বলছেন, ওপেক+ জোট বাজারে শেয়ার ধরে রাখতে উৎপাদন বাড়াতে পারে— এমন ইঙ্গিতেই এই মূল্য পতন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে প্রত্যাশিত হ্রাসের বিপরীতে তেলের মজুদ বেড়ে যাওয়াও দাম কমার আরেক কারণ। বাজার পর্যবেক্ষকদের মতে, আগামী ১ জুনের ওপেক+ বৈঠকে যদি উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্ত চূড়ান্ত হয়, তবে চাহিদা না বাড়লে দরপতন আরও গভীর হতে পারে।
বিশ্বজুড়ে তেলের বাজার বর্তমানে খুবই সংবেদনশীল অবস্থায় রয়েছে এবং নীতিগত ছোট পরিবর্তনও বড় প্রভাব ফেলছে দামে। সব নজর এখন গ্রীষ্মের আগেই ওপেকের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে।
ভোরের আকাশ/হ.র