তথ্য প্রযুক্তি ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫ ০২:৪১ পিএম
সৌর ব্যতিচারের কারণে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর সেবা সাময়িকভাবে ব্যাহত হতে পারে
বাংলাদেশ স্যাটেলাইট কম্পানি লিমিটেড (বিএসসিএল) জানিয়েছে, সৌর ব্যতিচারের প্রভাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর সম্প্রচার কার্যক্রম আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন নির্দিষ্ট সময়ে সাময়িক বিঘ্নের সম্মুখীন হতে পারে।
বিএসসিএলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জিওস্টেশনারি স্যাটেলাইটের ক্ষেত্রে এটি স্বাভাবিক মহাজাগতিক ঘটনা এবং বছরে দুবার ঘটে। এই সময় সূর্য, পৃথিবী ও স্যাটেলাইট একই সরলরেখায় অবস্থান করে, ফলে সূর্যের শক্তিশালী বিকিরণ স্যাটেলাইটের সিগন্যালকে প্রভাবিত করতে পারে।
সম্ভাব্য বিঘ্নের সময়সূচি অনুযায়ী:
২৯ সেপ্টেম্বর: সকাল ৯:৩৫ থেকে ৯:৩৮ (৩ মিনিট)
৩০ সেপ্টেম্বর: সকাল ৯:৩২ থেকে ৯:৪১ (৯ মিনিট)
১ অক্টোবর: সকাল ৯:৩০ থেকে ৯:৪২ (১২ মিনিট)
২-৩ অক্টোবর: সকাল ৯:২৯ থেকে ৯:৪২ (১৩ মিনিট)
৪ অক্টোবর: সকাল ৯:২৯ থেকে ৯:৪১ (১২ মিনিট)
৫ অক্টোবর: সকাল ৯:২৯ থেকে ৯:৪০ (১১ মিনিট)
৬ অক্টোবর: সকাল ৯:৩০ থেকে ৯:৩৮ (৮ মিনিট)
বিএসসিএল আশ্বাস দিয়েছে, এই সময়সূচি অনুযায়ী প্রায় অল্প সময়ের জন্য সিগন্যাল বিঘ্ন ঘটলেও অন্যান্য সময় সেবা স্বাভাবিক থাকবে।
ভোরের আকাশ // হ.র