স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫ ০২:৪৭ এএম
ওয়েস্ট ইন্ডিজকে সিরিজ হারাল নেপাল
শারজাহতে সোমবার রচিত হলো নেপালি ক্রিকেটের স্বপ্নীল অধ্যায়। দুইবারের টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ৯০ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিল নবীন শক্তি নেপাল। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো পূর্ণ সদস্য দেশের বিপক্ষে সিরিজ জয়ের কৃতিত্ব অর্জন করল তারা।
প্রথমে ব্যাট করে ভরসা দিলেন আসিফ ও জোরা
টস জিতে ব্যাট করতে নেমে ৬.৪ ওভারে ৪৩ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে নেপাল। সেখান থেকে ইনিংস সামলান আসিফ শেখ ও সন্দীপ জোরা। দুজন মিলে গড়েন ১০০ রানের দুর্দান্ত জুটি। জোরা খেলেন ৩৯ বলে ৬৩ রানের ইনিংস (৫ ছক্কা, ৩ চার)। অন্যপ্রান্তে নির্ভরযোগ্য ব্যাটিং করেন আসিফ—৪৭ বলে ৬৮ রানের অপরাজিত ইনিংস, যাতে ছিল আটটি চার ও দুটি ছক্কা। নির্ধারিত ২০ ওভারে নেপালের সংগ্রহ দাঁড়ায় ১৭৩/৬। ম্যাচসেরার পুরস্কারও পান আসিফ শেখ।
লক্ষ্য তাড়ায় শুরু থেকেই ব্যর্থ ওয়েস্ট ইন্ডিজ। নেপালের বোলারদের বোলিং আগুনে ক্যারিবীয়রা ১৭.১ ওভারে গুটিয়ে যায় মাত্র ৮৩ রানে। মোহাম্মদ আদিল আলম ৪ উইকেট শিকার করেন ২৪ রান দিয়ে। কুশল ভুর্তেল নেন ৩ উইকেট, আর বাকি তিন বোলার ললিত রাজবংশী, দিপেন্দ্র সিং আইরি ও করণ কেসি শিকার করেন একটি করে উইকেট।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ২১ রান আসে জেসন হোল্ডারের ব্যাট থেকে, বাকিদের কেউই দাঁড়াতে পারেননি।
এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে নেপাল। মঙ্গলবার শারজাহতেই হবে তৃতীয় ও শেষ ম্যাচ। তবে তার আগেই নিশ্চিত হয়ে গেছে—পূর্ণ সদস্য কোনো দেশকে হারিয়ে সিরিজ জয়ের গৌরব নেপালের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য হয়ে থাকছে।
ভোরের আকাশ।।হর