স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫ ০৩:১৮ এএম
অবসর ভেঙে দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন কুইন্টন ডি কক
২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়া কুইন্টন ডি কক দীর্ঘ এক বছর পরে আবারও দক্ষিণ আফ্রিকা দলে ফিরে এসেছেন। এতে ২০২৭ সালে দেশের মাটিতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে তার খেলার সম্ভাবনা আরও উজ্জ্বল হয়ে উঠেছে। ১৫৫ ওডিআই খেলা এই অভিজ্ঞ ব্যাটসম্যানটি পাকিস্তান সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে নাম ঘোষণা করেছেন।
পাকিস্তান সফরে দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচের টেস্ট সিরিজের পাশাপাশি তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে। এর আগে নামিবিয়ার বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচেও ডি কক দলের অংশ হবেন।
তিন সংস্করণেই দক্ষিণ আফ্রিকার নেতৃত্বে থাকবেন ভিন্ন অধিনায়করা। টেস্টে চোটের কারণে নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমার স্থলে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম, টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব দেবেন ডেভিড মিলার, এবং ওয়ানডেতে নেতৃত্ব দেবেন ম্যাথু ব্রিটজ। নামিবিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে দলের নেতৃত্বে থাকবেন দনোভান ফেরেইরা।
ডি কক ২০২১ সালে টেস্ট ক্রিকেট থেকে এবং ২০২৩ সালের বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে তিনি কখনো আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা না দিলেও দীর্ঘ সময় ধরে ক্ষুদে সংস্করণের দলের অংশ ছিলেন না।
ভোরের আকাশ // হ.র