স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫ ০১:২৩ এএম
সাকিব, নারিন ও নিজের মাঝে সেরা হিসেবে রশিদের পছন্দ- রশিদ খান
বর্তমান সময়ের সেরা স্পিনারদের তালিকা করলে সহজেই উঠে আসবেন সাকিব আল হাসান, রশিদ খান ও সুনীল নারিন। সীমিত ওভারের ক্রিকেটে তাদের স্পিন ভেলকি এখনও ব্যাটারদের ভড়কে দেয়, আর উইকেট সংগ্রহে তারা শীর্ষে। স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকার সেরা পাঁচে আছেন এই তিনজনই।
এর মধ্যে নিজেকেই সেরা মনে করছেন আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খান। বর্তমানে ৬৫৪ উইকেট নিয়ে তিনি স্বীকৃত টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেটশিকারী। ক্রিকইনফোর এক র্যাপিড ফায়ার সেশনে সাকিব আল হাসান, যুবেন্দ্র চাহাল, ওয়ানিন্দু হাসারাঙ্গাসহ নানা স্পিনারের মধ্যে বেছে নিতে বলা হলে রশিদ বেশিরভাগ সময় চাহালের নাম উল্লেখ করেন।
চাহাল-ইমরান তাহিরের মধ্যে পছন্দ জানতে চাইলে রশিদ বেছে নেন তাহিরকে। শাদাব খানের সঙ্গেও তুলনায় তাহিরের নামই বলেছেন তিনি। তবে স্বদেশি মুজিব উর রহমানের সঙ্গে তুলনায় কিছুটা ভাবলেও শেষ পর্যন্ত তাহিরকেই বেছে নেন রশিদ, কারণ হিসেবে উল্লেখ করেন তাহিরের বেশি উইকেট (৫৪৭) নেওয়ার বিষয়টি।
তাহিরের সঙ্গে সুনীল নারিনের তুলনায় রশিদ পছন্দ করেন নারিনকে। এরপর সাকিব, তাবরাইজ শামসি ও হাসারাঙ্গার নাম আসলেও নারিনের পক্ষেই ছিলেন তিনি। তবে যখন নিজের সঙ্গে নারিনের তুলনা করতে বলা হয়, তখন হেসে রশিদ বলেন, "ওহ, এটা তো কঠিন ব্যাপার", এবং শেষ পর্যন্ত নিজের নামই উল্লেখ করেন।
স্বীকৃত টি-টোয়েন্টিতে রশিদের পর দ্বিতীয় সর্বোচ্চ উইকেট ডোয়াইন ব্রাভোর (৬৩১)। তবে গত বছর সিপিএলের মাঝপথে অবসর নেওয়ায় তার পক্ষে রশিদকে পেছনে ফেলা সম্ভব নয়। এই তালিকার পরবর্তী তিন স্থানে আছেন সুনীল নারিন (৫৮৯), ইমরান তাহির (৫৪৭) ও সাকিব আল হাসান (৪৯৮)।
উল্লেখ্য, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইতি টানলেও সাকিব এখনও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন। এ বছর পাকিস্তান সুপার লিগে ১ উইকেট ও গ্লোবাল সুপার লিগে ৫ উইকেট নিয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।
ভোরের আকাশ//হ.র