ধর্ম ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৫ ০৬:৪৭ এএম
মসজিদুল হারাম ও মসজিদে নববিতে ঈদুল আজহার ইমামতির দায়িত্বে থাকছেন যারা
আসন্ন পবিত্র ঈদুল আজহার নামাজে মসজিদুল হারাম ও মসজিদে নববিতে ইমামতি করবেন সৌদি আরবের প্রখ্যাত ইসলামিক স্কলার ও ইমামগণ। মক্কার মসজিদুল হারামে ঈদের নামাজে ইমামতি ও খুতবা প্রদান করবেন শায়খ মাহের আল-মুয়াইকিলি।
এ তথ্য নিশ্চিত করেছে সৌদি আরবের ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্সি। সোমবার (২ জুন) সৌদি গেজেট এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের স্থানীয় সময় অনুযায়ী আগামী ৬ জুন (শুক্রবার) ভোর ৫টা ৫২ মিনিটে মসজিদুল হারামে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
এদিকে, মদিনার পবিত্র মসজিদে নববিতে ঈদের জামাতে ইমামতির দায়িত্ব পালন করবেন শায়খ ড. সালেহ আল-বুদাইর। তিনি নববির খতিব ও বিশ্বব্যাপী পরিচিত এক ইসলামিক ব্যক্তিত্ব, যার কণ্ঠে কোরআন তেলাওয়াত মুসলিম বিশ্বের নিকট অত্যন্ত প্রিয়।
দুই পবিত্র মসজিদের প্রশাসন থেকে জানানো হয়েছে, প্রস্তুতি ও নিরাপত্তার বিষয়েও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে, যেন ঈদের নামাজ শান্তিপূর্ণ পরিবেশে ও নির্বিঘ্নে আদায় করা যায়।
ভোরের আকাশ//হ.ন