ভোরের আকাশ ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫ ০৩:২০ এএম
হজের খুতবা অনুবাদ হবে ২০ ভাষায়
হজের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হজের খুতবা। ৯ জিলহজ আরাফার ময়দানে মসজিদে নামিরা থেকে হজের খুতবা প্রদান করা হয়। বিশ্বজুড়ে হজের খুতবা সরাসরি সম্প্রচার করা হয়। বিশ্বের ৩০ কোটি মানুষের কাছে ইসলামের বার্তা পৌঁছে দিতে এ বছর হজের খুতবা ২০টির বেশি ভাষায় অনুবাদ করবে সৌদি সরকার।
সৌদি আরব কর্তৃপক্ষ হজের প্রস্তুতি সম্পন্ন করছে। এই ধারাবাহিকতায় এবার হজের খুতবা কতটি এবং কী কী ভাষায় অনুবাদ করা হবে শনিবার (২৬ এপ্রিল) দেশটি জানায়, ১৪৪৬ হিজরির পবিত্র হজের খুতবা ২০টি ভাষায় অনুবাদ করা হবে।
সেই ভাষাগুলো হলো-
১. বাংলা; ২। ফ্রেঞ্চ; ৩। মালয়; ৪. উর্দু; ৫। ফারসি; ৬. চাইনিজ; ৭. তুর্কি; ৮. রাশিয়ান; ৯। হাউসা; ১০। ইংরেজি; ১১। সুইডিশ; ১২. স্প্যানিশ; ১৩। সোয়াহিলি; ১৪। আমহারিক; ১৫। ইটালিয়ান; ১৬। পর্তুগিজ; ১৭। বসনিয়ান; ১৮। মালায়লাম; ১৯। ফিলিপিনো; ২০। জার্মান।
প্রসঙ্গত, এবার পবিত্র হজ পালনের হজ আগামী ২৯ এপ্রিল বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হবে। ৩১ মে পর্যন্ত এই ফ্লাইট পরিচালিত হবে। ১৪৪৬ হিজরির ৯ জিলহজ পবিত্র হজ অনুষ্ঠিত হবে (চাঁদ দেখা সাপেক্ষে ২০২৫ সালের ৫ জুন)। এ বছর বাংলাদেশ থেকে সরকারি মাধ্যমে ৫ হাজার ২০০ জন হজযাত্রী নিবন্ধন করেছেন। এছাড়াও ৮১ হাজার ৯০০ জন হজযাত্রী বেসরকারিভাবে এজেন্সির মাধ্যমে হজব্রত পালনের জন্য নিবন্ধন করেছেন।
ভোরের আকাশ/এসআই