নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১২:০১ এএম
সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার
চট্টগ্রামের মিরসরাই উপজেলার নিজামপুর কলেজে সংঘর্ষের ঘটনায় সংগঠনের তিন নেতাকে বহিষ্কার করেছে ছাত্রদল। সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উত্তর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাজিম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বহিষ্কৃত নেতারা
বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি ও সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেছেন। বহিষ্কৃতদের কোনো কর্মকাণ্ডের দায় সংগঠন নেবে না এবং দলীয় নেতাকর্মীদের তাদের সঙ্গে সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের বিরুদ্ধে বেআইনি কর্মকাণ্ডের অভিযোগ পেলে আইনশৃঙ্খলা বাহিনী যেন যথাযথ ব্যবস্থা নেয়, সে আহ্বান জানানো হয়েছে।
এর আগে রোববার (২১ সেপ্টেম্বর) নিজামপুর সরকারি কলেজ এলাকায় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে পাঁচজন আহত হন। আহতরা হলেন—আরিফ হোসেন, মোহাম্মদ রাশেদ, আরিফুল ইসলাম, মনির হোসেন ও রুমেল। এর মধ্যে ওয়াহেদপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সেলিম অনুসারী নিজামপুর কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ফয়সাল চৌধুরীর গ্রুপ এবং সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন চেয়ারম্যান অনুসারী ছাত্রদল নেতা নাঈম সরকারের গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে।
ভোরের আকাশ // হ.র