নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫ ১১:৪২ পিএম
আ.লীগ ও জাতীয় পার্টিকে চিরতরে নিষিদ্ধ করতে হবে: সারজিস আলম
বাংলাদেশের রাজনীতিতে অপরাধ, দুর্নীতি ও খুনিদের জায়গা নেই উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির রাজনৈতিক কর্মকাণ্ড স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় জেলা শহরের কুলি শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে শ্রমিকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ দাবি জানান।
সারজিস আলম অভিযোগ করেন, আওয়ামী লীগের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতৃত্ব খুন, সন্ত্রাস ও দমননীতির সঙ্গে জড়িত। শেখ হাসিনা একা কিছু করেননি, স্থানীয় নেতারা তার নির্দেশ বাস্তবায়ন করে দেশকে ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছেন।
জাতীয় পার্টিকে ‘আ.লীগের বি-টিম’ উল্লেখ করে তিনি বলেন, দলটির নেতারা নিজেরাই স্বীকার করেছেন যে তারা আওয়ামী লীগের সাথে সমন্বয় করে চলছে। এতে প্রমাণ হয়, দুর্নীতিগ্রস্তদের আশ্রয়স্থল হিসেবেই জাতীয় পার্টি টিকে আছে।
তিনি আরও বলেন, বিডিআর বিদ্রোহ, শাপলা চত্বরের ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক অভ্যুত্থানকালে হাজারো মানুষ হত্যার দায় আওয়ামী লীগের। এসব অপরাধের বিচার করে দোষীদের ফাঁসির দণ্ড দেওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব হওয়া উচিত।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে সারজিস আলম সতর্কবার্তা দিয়ে বলেন, কেবল প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করলেই হবে না, জনগণের রক্তের বিনিময়ে যে পরিবর্তন এসেছে তার প্রধান লক্ষ্য অপরাধীদের বিচারের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা।
তিনি স্পষ্ট করে বলেন, ভবিষ্যতের বাংলাদেশে রাজনীতি করার অধিকার কেবল তাদেরই থাকবে যারা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে অংশ নিয়েছে। অপরাধী ও সহযোগীদের জন্য রাজনীতিতে কোনো স্থান থাকবে না।
ভোরের আকাশ/হ.র