অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৫ ১২:৩৩ পিএম
রাজনৈতিক সংযোগে এনসিপির নতুন লিয়াজোঁ কমিটি
বিভিন্ন রাজনৈতিক দল ও উদ্যোগের সঙ্গে যোগাযোগ ও আলোচনার উদ্দেশ্যে ১০ সদস্যের একটি রাজনৈতিক লিয়াজোঁ কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় দলের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপি আহ্বায়ক মো. নাহিদ ইসলামের অনুমোদনে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, মাহবুব আলম, ড. আতিক মুজাহিদ, আশরাফ উদ্দিন মাহাদী ও অনিক রায়; যুগ্ম সদস্যসচিব ফরিদুল হক ও মুহাম্মদ হাসান আলী; সংগঠক মাওলানা সানাউল্লাহ খান এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক সাদ্দাম হোসেন।
এই কমিটি এনসিপির রাজনৈতিক সম্পর্ক জোরদার ও ভবিষ্যৎ কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
ভোরের আকাশ//হ.র