রাজনৈতিক সংযোগে এনসিপির নতুন লিয়াজোঁ কমিটি
বিভিন্ন রাজনৈতিক দল ও উদ্যোগের সঙ্গে যোগাযোগ ও আলোচনার উদ্দেশ্যে ১০ সদস্যের একটি রাজনৈতিক লিয়াজোঁ কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় দলের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপি আহ্বায়ক মো. নাহিদ ইসলামের অনুমোদনে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, মাহবুব আলম, ড. আতিক মুজাহিদ, আশরাফ উদ্দিন মাহাদী ও অনিক রায়; যুগ্ম সদস্যসচিব ফরিদুল হক ও মুহাম্মদ হাসান আলী; সংগঠক মাওলানা সানাউল্লাহ খান এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক সাদ্দাম হোসেন।
এই কমিটি এনসিপির রাজনৈতিক সম্পর্ক জোরদার ও ভবিষ্যৎ কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
ভোরের আকাশ//হ.র
সংশ্লিষ্ট
বিভিন্ন রাজনৈতিক দল ও উদ্যোগের সঙ্গে যোগাযোগ ও আলোচনার উদ্দেশ্যে ১০ সদস্যের একটি রাজনৈতিক লিয়াজোঁ কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় দলের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপি আহ্বায়ক মো. নাহিদ ইসলামের অনুমোদনে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।কমিটির অন্যান্য সদস্যরা হলেন—যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, মাহবুব আলম, ড. আতিক মুজাহিদ, আশরাফ উদ্দিন মাহাদী ও অনিক রায়; যুগ্ম সদস্যসচিব ফরিদুল হক ও মুহাম্মদ হাসান আলী; সংগঠক মাওলানা সানাউল্লাহ খান এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক সাদ্দাম হোসেন।এই কমিটি এনসিপির রাজনৈতিক সম্পর্ক জোরদার ও ভবিষ্যৎ কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।ভোরের আকাশ//হ.র
যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসা শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া শারীরিক ও মানসিকভাবে সুস্থ হয়ে লন্ডন থেকে দেশে ফিরেছেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অনেকটাই সুস্থ এবং মানসিকভাবেও তিনি স্ট্যাবল (স্থিতিশীল)। তাঁর প্রতি ভালোবাসা প্রদর্শন করায় তিনি দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেগম খালেদা জিয়ার গাড়িবহর গুলশানের বাসভবন ফিরোজায় প্রবেশের পর মঙ্গলবার (৬ মে) দুপুরে রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপার্সনের বাসভবন ‘ফিরোজা’র সামনে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান।ডা. জাহিদ বলেন, ‘আলহামদুলিল্লাহ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এখন অনেকটাই সুস্থ। মানসিকভাবেও উনি স্ট্যাবল (স্থিতিশীল) আছেন। শারীরিক ও মানসিকভাবে সুস্থ হয়ে লন্ডন থেকে তিনি দেশে ফিরে এসেছেন। গত ৭ জানুয়ারি থেকে এ পর্যন্ত লন্ডনে আসা-যাওয়ার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমকর্মীদেরও ধন্যবাদ জানিয়েছেন বেগম খালেদা জিয়া।তবে ১৪ ঘণ্টার জার্নি এবং দীর্ঘ সময়ের এ জার্নির কারণে উনি শারীরিকভাবে একটু অবসন্ন। তারপরও মানসিক ভাবে উনার অবস্থা অত্যন্ত স্থিতিশীল আছে বলেও ডা. জাহিদ উল্লেখ করেন। বেগম খালেদা জিয়ার এই সুস্থতা যাতে অব্যাহত থাকে সেজন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।ডা. জাহিদ বলেন, বিএনপি’র চেয়ারপার্সনের জন্য কাতারের ‘রাজকীয় বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স’ ‘বিনাভাড়ায়’ দেয়ার জন্য কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং কাতার কর্তৃপক্ষের প্রতি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃজ্ঞতা প্রকাশ করেছেন। ভোরের আকাশ/এসআই
বিএনপি ছেড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোস্তাফিজুর রহমান । মঙ্গলবার (৬ মে) বিকেলে বরিশাল সদর উপজেলার চরমোনাই দরবারে দলটির কেন্দ্রীয় আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের হাতে হাত রেখে তিনি আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন।ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কে এম শরীয়াতুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।মোস্তাফিজুর রহমান ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে পটুয়াখালী-৪ আসন থেকে অল্প সময়ের জন্য সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি কলাপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও দুবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। নব্বইয়ের দশকে পটুয়াখালী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্বপালন করেন মোস্তাফিজুর। ইসলামী আন্দোলনে যোগদানের সময় মোস্তাফিজুর রহমানের সঙ্গে শতাধিক নেতা-কর্মীও উপস্থিত ছিলেন।বিএনপি ছেড়ে ইসলামী আন্দোলনে যোগ দেওয়ার বিষয়ে জানতে মোস্তাফিজুর রহমানের মুঠোফোনে কল করা হলেও তিনি ধরেননি।পটুয়াখালীর বিএনপি নেতাদের একটি সূত্র জানায়, মোস্তাফিজুর বিএনপির দলীয় রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়েছিলেন। এসব কারণে তিনি বিএনপি ছেড়ে ইসলামী আন্দোলনে যোগ দিতে পারেন বলে ধারণা করা হচ্ছিল। শেষ পর্যন্ত তাই হলো। মোস্তাফিজুর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীক নিয়ে পটুয়াখালী-৪ আসন থেকে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।মোস্তাফিজুর রহমান বিএনপির রাজনীতি করে অনেক কিছু পেয়েছেন, দল তাঁকে অনেক কিছু দিয়েছে। এরপরও তাঁর দল ছেড়ে যাওয়াটা দুঃখজনক। তবে এতে এলাকায় বিএনপির রাজনীতিতে কোনো প্রভাব পড়বে না। বলে জানান পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান। ভোরের আকাশ/এসআই
প্রাদেশিক সরকার দেশের জন্য ঝুঁকিপূর্ণ, বরং স্থানীয় সরকারকে শক্তিশালী করা উচিত। স্থানীয় সরকারকে শক্তিশালী করার পাশাপাশি কুমিল্লা ও ফরিদপুরকে নতুন করে বিভাগ ঘোষণা করার পক্ষে মত দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশন এনসিপির সঙ্গে ‘বর্ধিত আলোচনায়’ বসে। আলোচনার বিরতিতে সাংবাদিকদের এসব কথা বলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।জেলা পরিষদ ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদ বাতিলের বিপক্ষে এনসিপি মত দিয়েছে উল্লেখ করে সারোয়ার তুষার বলেন, কমিশন ইউনিয়ন পরিষদ সদস্যদের ভোটে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচনের কথা বলেছে, কিন্তু এনসিপি জনগণের সরাসরি ভোটে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচনের বিধান করার কথা বলেছেন। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের বিপক্ষে এনসিপি। দলীয় প্রতীক না থাকলে সমাজের ভালো মানুষগুলো জনগণের প্রতিনিধিত্ব করতে পারবেন।এছাড়াও নির্বাচন কমিশনের জবাবদিহিতা, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে করতে হবে। গুরুত্বপূর্ণ সংশোধনের ক্ষেত্রে অবশ্যই গণভোটে যেতে হবে, তবে খুবই মাইনোর হলে সেটা এভাবেই করা যাবে। প্রধান বিচারপতি হতে হবে জ্যেষ্ঠতার ভিত্তিতে, রাষ্ট্রপতি নির্বাচন হতে হবে ইলেক্ট্রোরাল পদ্ধিতিতে, নারী আসন-উচ্চ কক্ষে ১০০ আসনের মধ্যে ২৫ শতাংশ নারী থাকতে হবে। ফরিদপুর ও কুমিল্লাকে বিভাগ করার ক্ষেত্রে একমত ও জেলা পরিষদ থাকা দরকার, স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকা যাবে না বলেও তুলে ধরে এনসিপি।এনসিপির পক্ষ থেকে বৈঠকে যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ছাড়াও অংশ নেন দলের সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, জাবেদ রাসিন ও আরমান হোসাইন। এর আগে সকালে বৈঠকের শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে মৌলিক সংস্কারের রূপরেখা তুলে দেন এনসিপির প্রতিনিধিরা।কমিশন তাদের প্রস্তাবে বলেছে, বর্তমানে দেশে মোট ৮টি প্রশাসনিক বিভাগ রয়েছে। ভৌগোলিক ও যাতায়াতের সুবিধা বিবেচনায় কুমিল্লা ও ফরিদপুর বিভাগ গঠনের দাবি অনেক দিনের। সুতরাং কুমিল্লা ও ফরিদপুর নামে দুটি নতুন বিভাগ গঠন করার সুপারিশ করা হলো। এছাড়া ঢাকা ও নারায়ণগঞ্জ নিয়ে গ্রেটার সিটি ‘ঢাকা ক্যাপিটাল সিটি’ গঠনের সুপারিশ করেছে কমিশন।ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে বৈঠকে অংশ নেয় কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন, আইয়ুব মিয়া ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার। ভোরের আকাশ/এসআই