× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের পর ‘সতর্ক প্রতিক্রিয়া’ বিএনপির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১১ মে ২০২৫ ০১:২৮ এএম

আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের পর ‘সতর্ক প্রতিক্রিয়া’ বিএনপির

আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের পর ‘সতর্ক প্রতিক্রিয়া’ বিএনপির

আন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণায় বাংলাদেশ আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। তবে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাদের মন্তব্যে বোঝা যাচ্ছে, তারা এই সিদ্ধান্তকে ‘সতর্ক ও পর্যালোচনাযোগ্য’ হিসেবে দেখছেন।

শনিবার রাতে যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর বিএনপির কেন্দ্রীয় ও তৃণমূল নেতাদের সঙ্গে যোগাযোগ করলে অনেকে এ নিয়ে মন্তব্য করতে অনীহা প্রকাশ করেন, আবার কেউ কেউ জানান, বিষয়টি এখনো মূল্যায়নের পর্যায়ে রয়েছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো. আমিনুল হক বলেন, “গত ১৭ বছর ধরে আওয়ামী লীগ আমাদের ওপর দমন-পীড়ন চালিয়ে এসেছে। এই নিষিদ্ধের সিদ্ধান্ত সেই নির্যাতনেরই প্রতিফলন। তবে এ বিষয়ে দলের অবস্থান খুব শিগগিরই স্পষ্ট হবে। জনগণ যে রায় দেবে, সেটিই আমাদের রায়।”

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, “প্রেস নোটের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হলেও দলের নিবন্ধন এখনও বাতিল হয়নি। মনে হচ্ছে, সরকারপন্থি একটি অংশের দাবি মেনে নেওয়া হয়েছে। পুরো বিষয়টি বিশ্লেষণ করে মন্তব্য করাই সমীচীন।”

চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, “প্রথম থেকেই বিএনপির ওপর দোষ চাপানো হচ্ছিল, যেন আমরাই নাকি আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চাই। এখন সরকার নিজেরাই তা করল। আমরা এই সিদ্ধান্তকে স্বাগতও জানাচ্ছি না, প্রতিবাদও করছি না। দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসবে।”

অন্যদিকে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব জাকির হোসেন সরকার বলেন, “নিষিদ্ধ করাটা কোনো স্থায়ী সমাধান নয়। জামায়াতের ক্ষেত্রেও এটা দেখা গেছে। মূলত অপরাধীদের বিচারের মুখোমুখি করাই হওয়া উচিত।”

বিএনপির হাইকমান্ড সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে রাজনৈতিক ও আইনি দিক বিবেচনায় নিয়ে একটি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শিগগিরই জানানো হবে।

এর আগে রাত ১১টার দিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল এক ব্রিফিংয়ে জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এর নেতাদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত সন্ত্রাসবিরোধী আইনের আওতায় দলের সকল ধরনের কার্যক্রম, এমনকি সাইবার স্পেসে প্রচারণাও নিষিদ্ধ করা হয়েছে।

ভোরের আকাশ//হ.র

  • শেয়ার করুন-
 আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর বিশৃঙ্খলার পরিকল্পনা: আসিফ মাহমুদ

আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর বিশৃঙ্খলার পরিকল্পনা: আসিফ মাহমুদ

সংশ্লিষ্ট

আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের পর ‘সতর্ক প্রতিক্রিয়া’ বিএনপির

আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের পর ‘সতর্ক প্রতিক্রিয়া’ বিএনপির

আ. লীগ নিষিদ্ধের সিদ্ধান্তে বিপ্লবী ছাত্র-জনতাকে অভিনন্দন জানালেন নাহিদ ইসলাম

আ. লীগ নিষিদ্ধের সিদ্ধান্তে বিপ্লবী ছাত্র-জনতাকে অভিনন্দন জানালেন নাহিদ ইসলাম

আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় আন্দোলনকারীদের উল্লাস

আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় আন্দোলনকারীদের উল্লাস

দেশের রাজনীতিতে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত

দেশের রাজনীতিতে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত