× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছয় মাসে ২০ হাজার ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের উদ্যোগ আইন মন্ত্রণালয়ের

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৭ জুন ২০২৫ ১১:১৪ পিএম

ছয় মাসে ২০ হাজার ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের উদ্যোগ আইন মন্ত্রণালয়ের

ছয় মাসে ২০ হাজার ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের উদ্যোগ আইন মন্ত্রণালয়ের

আগামী ছয় মাসের মধ্যে কমপক্ষে ২০ হাজার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা মামলা প্রত্যাহার করতে যাচ্ছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এ উদ্যোগ বাস্তবায়িত হলে এসব মামলায় অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিনের হয়রানি ও কলঙ্ক থেকে মুক্তি পাবেন বলে আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৬ জুন) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, “সরকার সাহসিকতার সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে প্রায় ১২ হাজার মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে, যা প্রায় তিন লাখ মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।”

আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ড. আসিফ নজরুলের নেতৃত্বে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটি এখন পর্যন্ত ১৬টি বৈঠক করেছে এবং তাতে ১১ হাজার ৪৪৮টি মামলা প্রত্যাহারের প্রস্তাব গৃহীত হয়েছে। জেলা পর্যায়ের কমিটি, সলিসিটর শাখা ও সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রাপ্ত নথিপত্র যাচাই করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারি সূত্র আরও জানায়, এই প্রক্রিয়াকে বেগবান করতে রাজনৈতিক দলগুলোকে সহযোগিতার অনুরোধ জানানো হয়েছে। রাজনৈতিক মামলার তালিকা, এফআইআর ও চার্জশিটসহ প্রয়োজনীয় তথ্য দ্রুত পাঠাতে বলা হয়েছে।

ড. আসিফ নজরুল জানান, বিএনপি চলতি বছরের ১৪ জানুয়ারির মধ্যে প্রায় ১৬ হাজার মামলার তালিকা, এবং জামায়াতে ইসলামী ২৭ এপ্রিলের মধ্যে ১ হাজার ২০০ মামলার তালিকা দিয়েছে। তবে তালিকার সঙ্গে প্রাসঙ্গিক নথি (এফআইআর ও চার্জশিট) না পাঠানোয় কিছু ক্ষেত্রে মামলা যাচাই ও নিষ্পত্তি বিলম্বিত হচ্ছে।

তিনি বলেন, “কমিটি নিজ উদ্যোগেও মামলা যাচাই করে এরই মধ্যে প্রায় অর্ধেক মামলার বিষয়ে সুপারিশ করেছে।”

অন্যদিকে, হেফাজতে ইসলাম বাংলাদেশ ২০ মে তারিখে ৪৪টি মামলার তালিকা জমা দিয়েছে, যার নথিপত্র পর্যালোচনা করে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

আইন মন্ত্রণালয় পুনরায় রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে, যেন দ্রুত মামলা প্রত্যাহারের প্রক্রিয়ায় সহায়তা করে প্রয়োজনীয় নথি ও তালিকা জমা দেয়।

 

ভোরের আকাশ/হ.র

  • শেয়ার করুন-
মিথ্যা মামলা থেকে খালাস পেলেন সাংবাদিক হাসিবুল ইসলাম

মিথ্যা মামলা থেকে খালাস পেলেন সাংবাদিক হাসিবুল ইসলাম

‘গণঅভ্যুত্থান পরবর্তী আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি অস্বাভাবিক নয়’

‘গণঅভ্যুত্থান পরবর্তী আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি অস্বাভাবিক নয়’

ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও হুমকি দেওয়ার প্রতিবাদ

ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও হুমকি দেওয়ার প্রতিবাদ

সব রাজনৈতিক দলকে এক মঞ্চে আনতে সক্ষম হয়েছে: আসিফ নজরুল

সব রাজনৈতিক দলকে এক মঞ্চে আনতে সক্ষম হয়েছে: আসিফ নজরুল

মানবাধিকার সংস্কৃতি হিসেবে গড়ে তুলতে হবে, শুধু আইনে হবে না: আসিফ নজরুল

মানবাধিকার সংস্কৃতি হিসেবে গড়ে তুলতে হবে, শুধু আইনে হবে না: আসিফ নজরুল

 পররাষ্ট্র উপদেষ্টা: “ভিসা জটিলতার পেছনে আমাদের ঘর গোছানোর প্রয়োজন”

পররাষ্ট্র উপদেষ্টা: “ভিসা জটিলতার পেছনে আমাদের ঘর গোছানোর প্রয়োজন”

সংশ্লিষ্ট

পররাষ্ট্র উপদেষ্টা: “ভিসা জটিলতার পেছনে আমাদের ঘর গোছানোর প্রয়োজন”

পররাষ্ট্র উপদেষ্টা: “ভিসা জটিলতার পেছনে আমাদের ঘর গোছানোর প্রয়োজন”

আমরা আর দাসত্বের মধ্যে থাকতে চাই না: প্রধান উপদেষ্টা

আমরা আর দাসত্বের মধ্যে থাকতে চাই না: প্রধান উপদেষ্টা

টিভি চ্যানেলসমূহের আচরণবিধি জনসম্মুখে প্রকাশ করতে হবে: তথ্য উপদেষ্টা

টিভি চ্যানেলসমূহের আচরণবিধি জনসম্মুখে প্রকাশ করতে হবে: তথ্য উপদেষ্টা

বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের বক্তব্য অনাকাঙ্ক্ষিত: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের বক্তব্য অনাকাঙ্ক্ষিত: পররাষ্ট্র উপদেষ্টা