সিইসির সঙ্গে বৈঠক
ভোরের আকাশ প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫ ০৬:১৮ পিএম
ছবি: সংগৃহীত
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করলেন মার্কিন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স ও ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর এটিই মার্কিন দূতাবাসের সঙ্গে প্রথম বৈঠক সিইসির।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
সিইসির সঙ্গে বৈঠক শেষে ট্রেসি অ্যান জ্যাকবসন জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সহায়তা করতে চায় যুক্তরাষ্ট্র। কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা রাজনীতিবিদকে সমর্থন করে না দেশটি।
মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আরও বলেন, যুক্তরাষ্ট্র ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ও কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে সমর্থন করে, যাতে তারা আগামী বছরের শুরুর দিকে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের রূপরেখা নির্ধারণ করতে পারে।
মার্কিন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স বলেন, ‘বাংলাদেশের জনগণ যা চাইবে, সেটিই প্রতিফলিত হবে নির্বাচনের ফলাফলে।’
এদিন দুপুর ২টা ২০ মিনিটে নির্বাচন ভবনে সিইসির কক্ষে প্রবেশ করেন ট্রেসি অ্যান জ্যাকবসনের তিন সদস্যের প্রতিনিধিদল। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সিইসি ছাড়া অন্য কোনো কর্মকর্তা এই বৈঠকে উপস্থিত ছিলেন না।
এর আগে গত বৃহস্পতিবার সিইসির সঙ্গে ট্র্যাসি এ্যান জ্যাকবসন-এর বৈঠকটি হওয়ার কথা ছিল। ওইদিন নির্বাচন ভবন সংলগ্ন আগারগাঁও মোড়ে কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অবরোধের কারণে বৈঠকটি স্থগিত করা হয়েছিল।
গত বছরের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর এটিই হচ্ছে মার্কিন দূতাবাসের সঙ্গে বর্তমান নির্বাচন কমিশনের প্রথম বৈঠক।
ভোরের আকাশ/এসএইচ